বগুড়ায় উদ্বোধন হল টোটাল টুলসের নতুন প্রো স্টোর

This page was last updated on 11-Aug-2025 04:01pm , By Raihan Opu Bangla

বাইকারদের জন্য গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে বাইকের সার্ভিস ও মেইনটেনেন্স। আর এই সার্ভিস ও মেইনটেনেন্স এর জন্য দরকার টুলস। বাইকারদের জন্য টোটাল টুলস হতে পারে সবচেয়ে ভাল সমাধান। তাদের বাইকার ফ্রেন্ডলি অনেক টুলস রয়েছে।

বগুড়ায় টোটাল টুলস এর প্রো স্টোর উদ্বোধন

বগুড়ায় টোটাল টুলস এর প্রো স্টোর উদ্বোধন

টোটাল টুলস হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় টুলস ব্র্যান্ড। যাদের প্রেশার ওয়াশার বা বাইক ওয়াশ মেশিন, টুল কিট, টুল বক্স সহ বাইক সার্ভিসের সকল টুলস পাওয়া যায়। এতে করে আপনি আপনার মোটরসাইকেলটি সহজে ঘরে বসেই সার্ভিস বা মেইনটেনেন্স করতে পারবেন।

Also Read: Motorcycle Tools Price in Bangladesh

বাংলাদেশে টোটাল টুলস এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে মানসী গ্রুপ

সম্প্রতি টোটাল টুলস তাদের বগুড়ায় প্রো স্টোর উদ্বোধন করেছে। বগুড়া এবং তার আসে পাশে সকল বাইকারদের জন্য এটি একটি সুখবর। এতে করে তারা সহজে হাতের কাছে তাদের প্রয়োজনীয় টুলস পেয়ে যাবেন। 

এক ছোট আয়োজনের মাধ্যমে বগুড়ায় এই নতুন টোটাল টুলস প্রো স্টোর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান টোটাল টুলস এর টোটাল টুলসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা। 

নতুন এই স্টোরটির ঠিকানা হচ্ছে আরাফাত কমপ্লেক্স (দ্বিতীয় তলা), আরটিসি মার্কেট, বগুড়া। আশা করা যাচ্ছে বগুড়া এবং এর আসে পাশে যেসব বাইকার ও সার্ভিস সেন্টার রয়েছে তাদের জন্য বাইকের টুলস ক্রয় এখন থেকে অনেক সহজ ও সুলভ হবে।