ভাঙ্গা রাস্তায় বাইক নিয়ন্ত্রণের সহজ উপায় । জানুন বিস্তারিত

This page was last updated on 18-Jul-2024 01:13pm , By Raihan Opu Bangla

ভাঙ্গা রাস্তায় বাইক নিয়ন্ত্রণের সহজ উপায় সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। আমাদের দেশের রাস্তার অবস্থা কেমন তা আমরা সবাই কম বেশি জানি। অতিরিক্ত গতি আর সাথে ভাঙ্গা রাস্তা এই দুই মিলিয়ে আমাদের দেশে বাইক দূর্ঘটনা প্রায় ঘটে থাকে। কিন্তু আপনি যদি ছোট ছোট কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে আপনি বিপদ থেকে অনেকটাই রক্ষা পেতে পারেন।

ভাঙ্গা রাস্তায় কখন বাইক নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা আমরা কেউ বলতে পারি না। কিন্তু আপনি যদি একজন নতুন রাইডার হয়ে থাকেন এবং ভাঙ্গা রাস্তায় বাইক নিয়ন্ত্রণের সহজ উপায় অবলম্বন করেন আশাকরি আপনি সব সময় নিরাপদ থাকতে পারবেন।


ভাঙ্গা রাস্তায় বাইক নিয়ন্ত্রণের সহজ উপায়ঃ

১- নিয়ন্ত্রিত গতি রাখাঃ

আমাদের দেশে অধিকাংশ বাইক দূর্ঘটনার জন্য অতিরিক্ত গতি দায়ী, আপনি যদি আপনার বাইক নিয়ন্ত্রিত গতিতে চালান তাহলে তাহলে রাস্তা যেমনি হউক না কেনো আপনার বাইক সব সময় আপনার নিয়ন্ত্রণে থাকবে।


কিন্তু ভাঙ্গা রাস্তায় বাইক চালানোর সময় নিজের বাইকের গতির দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। কখনো এমন তুলবেন না যাতে আপনার হার্ড ব্রেক করার প্রয়োজন হয়। ভাঙ্গা রাস্তায় আপনি যদি হার্ড ব্রেক করতে যান তাহলে আপনি দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন। 

২- সঠিক টায়ার প্রেসার রাখাঃ

আমরা অনেকেই বাইকের টায়ার প্রেসার নিয়ে বেশ উদাসীন, হয়তো আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজেরাও জানেন না বাইকের টায়ার প্রেসার আসলে কত দেয়া উচিৎ। কিন্তু এই কাজটা একদম ঠিক না, আপনি যখন আপনার বাইক নিয়ে ভাঙ্গা বা বাজে কোন রাস্তায় যাবেন তখন আপনার বাইকের টায়ার প্রেসার সঠিক আছে কিনা সেটা চেক করে নিবেন। 

বাইকের চাকায় যদি হাওয়া যদি বেশি থাকে তাহলে ভাঙ্গা রাস্তায় বাইক হার্ড ব্রেক করলে আপনার বাইকটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।Safe braking

৩- দুইটি ব্রেক সমানভাবে ধরাঃ

আপনি যখন ভাঙ্গা রাস্তায় বাইক নিয়ন্ত্রণ করবেন তখন সামনের এবং পেছনের চাকার ব্রেক সমানভাবে ধরার চেষ্টা করুন। কখনো কড়াভাবে সামনের ব্রেক অথবা পেছনের চাকার ব্রেক ধরবেন না। আপনার বাইকের চাকা যদি হুট করে লক হয়ে যায় তাহলে আপনি এক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন।Braking-braking

৪- ইঞ্জিন ব্রেক ব্যবহার করাঃ

ভাঙ্গা রাস্তায় বাইক নিয়ন্ত্রণের সমচেয়ে ভালো উপায় হচ্ছে বাইকে ইঞ্জিন ব্রেক ব্যবহার করা। আপনি যদি বাইকে ইঞ্জিন ব্রেক ব্যবহার করতে জানেন তাহলে আপনি যেকোন রাস্তায় নিরাপদ ব্রেকিং পাবেন। তবে নিরাপদ ইঞ্জিন ব্রেকিং এর জন্য আপনাকে অবশ্যই আগে থেকে ইঞ্জিন ব্রেকিং এর চর্চা থাকতে হবে।ইঞ্জিন-ব্রেক-কি-what-is-engine-braking

৫- হার্ড ব্রেক করা থেকে বিরত থাকাঃ

রাস্তায় যদি বালু পাথর কণা থাকে এবং রাস্তার অবস্থা যদি খারাপ হয়, সেক্ষেত্রে দেখা যায় অধিকাংশ সময় হার্ড ব্রেক করে অনেকেই দূর্ঘটনার সম্মুখীন হয়ে যান। কিন্তু নিজে নিরাপদ থাকতে এই কাজটি কখনো করবেন না। ভাঙ্গা রাস্তায় বাইক ব্রেক করার সময় সব সময় খেয়াল রাখবেন বাইকের চাকা যেনো পুরো লক হয়ে না যায়, যদি এমনটা হত তাহলে আপনার বাইক স্লিপ করবে।

৬- পা নামিয়ে রাখাঃ

আপনার কাছে যদি মনে হয় বাইক স্লিপ করছে তাহলে পা নামিয়ে রাখুন। পা যদি নামিয়ে রাখেন তাহলে আপনার বাইক ব্যালেন্স করতে আপনার সুবিধা হবে। নিজের রাইডিং স্কিল বুঝে বাইক রাইড করুন। এমনটা অনেক সময় হয়ে থাকে অন্যকে দেখাতে গিয়ে আমরা নিজেকে বিপদে ফেলে দেয়, এই কাজটি করবেন না। কে কি ভাবলো সেদিকে খেয়াল না করে নিজের মতোন বাইক নিয়ন্ত্রণ করুন।Put your feet down

৭- ম্যাক্সিমাম লোডের দিকে খেয়াল রাখাঃ

আমরা অনেকেই নিজেদের বাইকের ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি সম্পর্কে জানি না, এর ফলে আমরা অনেক সময় না জেনেই নিজেদের বাইকে অতিরিক্ত লোড বহন করে ফেলি। এর ফলে আপনার বাইক ব্যালেন্স করতে বেশ সমস্যা হয়, বাইকে কখনো ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটির চাইতে বেশি ওজন বহন করবেন না। রাস্তা যদি ভাঙ্গা হয় তাহলে এই কাজটি করা থেকে বিরত থাকুন নাহলে আপনি দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন।

Correct-riding-position

৮- সঠিকভাবে বাইকে বসাঃ

ভাঙ্গা রাস্তায় বাইক ভালোভাবে নিয়ন্ত্রণ করতে চাইলে সয়ার আগে আপনাকে বাইকে সঠিকভাবে বসতে হবে। আমাদের অনেকের বাইকের সিটিং পজিশন নিয়ে সমস্যা থাকে। আপনি যদি বাইকে সঠিকভাবে না বসেন তাহলে আপনার বাইক নিয়ন্ত্রণ করতে যেমন কষ্ট হবে ঠিক তেমনি আপনি বাইক চালিয়েও মজা পাবেন না। 


আপনি যখন বাইক রাইড করবেন তখন নিজের বডিকে বাইকের সাথে মিলিয়ে নিন, বাইক একদিকে কাত আপনার বডি অন্যদিকে এই জাতীয় ভুলগুলো কখনো করবেন না। বাইকের সাথে নিজের বডি ব্যালেন্স করে নিতে পারলে আপনি যে কোন রাস্তায় বাইক খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন।fellow traveler

৯- সঠিক সহযাত্রী বেছে নিনঃ

লং রাইড অথবা সর্ট রাইড, রাইড যেমনি হউক না কেনো আপনার সাথে যদি বাইকে অন্য কেউ থাকে আগে তার সম্পর্কে ভালোভাবে বুঝে নিন। অনেক সময় আপনার কোন ভুল না থাকলেও আপনার বাইকে থাকা পিলিয়নের ভুলে আপনি দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন। বাইকে সব সময় এমন কোন সহযাত্রী রাখুন যিনি বাইকে বসে অভ্যস্ত, হঠাৎ নড়াচড়া করে না। 


রাস্তা যদি ভাঙ্গা হয় আর আপনার পিলিয়ন যদি বাইকে বসে অভ্যস্ত না হয় তাহলে সেটি তার জন্য এবং আপনার জন্য সমস্যার কারন হতে পারে। তবে আপনার বাইকে যদি সঠিক পিলিয়ন থাকে সেক্ষেত্রে আপনি ভাঙ্গা রাস্তায় বাইক নিয়ন্ত্রণ করে বেশ মজা পাবেন। fellow traveler

১০- সঠিকভাবে মালপত্র বাধাঃ

বাইকে অতিরিক্ত কোন কিছু বহন করা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কিন্তু নিজেদের প্রয়োজনে অনেক সময় বাইকে ব্যাগ এবং অন্যান্য জিনিস বহন করতে হয়। কখনো যদি এমন কিছু বহন করতে হয় তাহলে হ্যান্ডেলে বাধিয়ে এগুলো বহন করা থেকে বিরত থাকুন, আর রাস্তা যদি ভাঙ্গা হয় তাহলে এই কাজ ভুলেও করবেন না।


বাইকে যাই নেন না কেনো বাইক যেনো একদিকে বেশি ওজন না হয়ে যায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখুন। আপনার বাইকের ওজন আপনার বাইকের নিয়ন্ত্রণের উপর অনেকটাই প্রভাব ফেলে। আর সব সময় ব্যাগ কিছুটা উঁচুতে বাধুন, যাতে ব্যাগ রাস্তার সাথে ঘষা না লাগে অথবা বেঁধে না যায়। 


আপনি যদি ভাঙ্গা রাস্তায় বাইক নিয়ন্ত্রণের সহজ উপায় জানেন এবং সেগুলো সঠিকভাবে প্রয়োগ করতে জানেন তাহলে রাস্তা যেমনি হউক আপনি সব সময় নিরাপদে বাইক নিয়ন্ত্রণ করতে পারবেন। রাস্তা ভালো হউক অথবা খারাপ সব সময় বাইকের গতি নিয়ন্ত্রণে রাখুন। ধন্যবাদ।    

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo S01

Revoo S01

Price: 0.00

TAILG Jidi

TAILG Jidi

Price: 0.00

Vida Z

Vida Z

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo S01

Revoo S01

Price: 0.00

Vida Z

Vida Z

Price: 0.00

Hero Xtreme 250R

Hero Xtreme 250R

Price: 0.00

View all Upcoming Bikes