ঢাকায় হোন্ডার নতুন ডিলার পয়েন্ট গ্রে এমসি

This page was last updated on 26-Aug-2025 10:34am , By Md Kamruzzaman Shuvo

ঢাকায় বাংলাদেশ হোন্ডা লিমিটেডের (বিএইচএল) নতুন আরেকটি ডিলার পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর ২০১৬ মোহাম্মদপুরে গ্রে এমসি নামে হোন্ডার এই নতুন ৩এস সেন্টারটি উদ্বোধন করা হয়। ঢাকায় এটা বিএইচএলের ৪র্থ ডিলারশিপ এবং তারা ২০১৭’র মধ্যে ঢাকায় আরো দুটি ডিলার পয়েন্ট খুলতে চায়।

ঢাকায় হোন্ডার নতুন ডিলার পয়েন্ট উদ্বোধন

Mohammadpur Honda Showroom

উদ্বোধন অনুষ্ঠানে বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইউচিরো ইশি, গ্রে এমসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ূন কবির এবং উইংস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তাফিজুর রশিদ ভূঁইয়াসহ বিএইচএলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Also Read: Honda CBX 1978 Price in BD

জনাব ইউচিরো ইশি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের নতুন নীতিমালা অনুযায়ী হোন্ডা’ই সর্বপ্রথম তাদের মোটরসাইকেলের দাম কমিয়েছে। তারা আশা করে অন্যান্য কোম্পানিগুলোও তাদের পথ অনুসরণ করে বাংলাদেশেী বাইকারদের কাছে কমমূল্যে মোটরসাইকেল তুলে দিবে।

Bangladesh  Honda CEO Yuchiro Ishii

Also Read: Honda CBX 750 F 1985 Price in BD

উদ্বোধন অনুষ্ঠানে জনাব ইশি আরো বলেন, সারাবিশ্বে হোন্ডা #১ নম্বর মোটরসাইকেল ব্র্যান্ড। তারা বিশ্বাস করে বাংলাদেশেও অচিরেই ১ নম্বর স্থান দখল করবে। তিনি এসময় বাংলাদেশের মানুষের জন্য সেরা ডিজাইন, সর্বোচ্চ জ্বালানি সাশ্রয় ও টেকসই মোটরসাইকেল বাজারজাত করার কথা দেন।

Also Read: ঢাকায় হোন্ডা’র নতুন শোরুম : মাসমিনু মটরস

বিএইচএল বর্তমানে হোন্ডা লিভো বাংলাদেশে আনার জন্য কাজ করছে এবং খুব তাড়াতাড়িই এটা বাজারে চলে আসবে। পাশাপাশি তারা মোটরসাইকেল ইঞ্জিনের সিসি সীমাবদ্ধতা ১৬৫ পর্যন্ত করার জন্য সরকারের সঙ্গে দেনদরবার করে যাচ্ছে। যাতে করে হোন্ডা সিবি হর্নেট বাংলাদেশে আনতে পারে। আপনার আগ্রহ থাকলে Honda CRF450RX 2019 মডেলটিতেও নজর রাখতে পারেন।

Also Read: Honda CBX 1980 Price in BD

Mohammadpur-Honda-New-3S-Center

হোন্ডা সবসময়ই ক্রেতাদের সর্বোচ্চমানের বিক্রয়োত্তর সেবা দেয় এবং বাংলাদেশী হোন্ডা প্রেমীদের জন্য খুচরা যন্ত্রাংশের দামও তারা নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে।

Also Read: Honda CRF125F 2015 Price in BD

বাংলাদেশের মোটরসাইকেল বাজারে হোন্ডার মার্কেট শেয়ার দিন দিন বেড়েই চলেছে এবং আশা করা হচ্ছে, দাম কমানোর কারণে এটা আরো দ্রুতগতিতে বাড়বে।

Honda-New-Dealer-Grey-MC

হোন্ডার প্রোডাক্ট লাইন আপ ও দাম

মডেলইঞ্জিন ডিসপ্লেসমেন্ট (সিসি)বর্তমান মূল্য (১৪ ডিসেম্বর ২০১৬ থেকে)
সিডি৮০৭২৮৬,০০০
ওয়েভ আলফা১০০১৩৫,০০০
নিও ড্রিম১১০১১৯,০০০
সিবি শাইন১২৫১৪৬,০০০
সিবি ট্রিগার (এসডি)১৫০ (এয়ার কুলড)১৮৬,০০০
সিবি ট্রিগার (ডিডি)১৫০ (এয়ার কুলড)১৯৬,০০০
সিবিআর১৫০আর(ভারতীয়)১৫০ (পিজিএমএফআই ওয়াটার কুলড)৪৫০,০০০

Honda-New-Showroom Grey-MC in Mohammadpure

Also Read: Honda CBX Pro Link 1983 Price in BD

ঢাকায় হোন্ডার নতুন ডিলার পয়েন্টের ঠিাকানা

গ্রে এমসি

১/এ/২ রিং রোড (হক সাহেবের গ্যারেজের মোড়) আদাবর, শ্যামলী, ঢাকা।

হটলাইন : ০১৯ ২২ ১১৯৩৮৮