টেইলজি ক্রেজি ক্যাশব্যাক অফার অক্টোবর ২০২৫ - সর্বোচ্চ ২০০০০ টাকা ক্যাশব্যাক

This page was last updated on 21-Oct-2025 05:21pm , By Arif Raihan Opu

২০২৫ সালে বাংলাদেশের ইলেক্ট্রিক ভেহিকল বা ইলেক্ট্রিক স্কুটারের মার্কেট বর্তমানে বেশ উপরের দিকে রয়েছে। ধীরে ধীরে বাংলাদেশের মার্কেটে ইলেক্ট্রিক স্কুটার জনপ্রিয় হয়ে উঠেছে। আর বাংলাদেশে বর্তমানে অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড হচ্ছে টেইলজি। 

tailg-cash-back-october-2025

টেইলজি ক্রেজি ক্যাশব্যাক অফার অক্টোবর ২০২৫

টেইলজি একটি চাইনিজ ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড। তারা শুধু ইলেক্ট্রিক স্কুটার তৈরি করে এমন নয়, তারা টু-হুইলার, থ্রি-হুইলার সহ নন ইলেক্ট্রিক যানবাহন তৈরি করে থাকে। ১৯৯৮ সালে টেইলজি সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। 

মুলত পরিবেশ বান্ধব এবং আধুনিক প্রযুক্তির ইলেক্ট্রিক যানবাহন তৈরি করাই টেইলজির প্রধান লক্ষ্য। এছাড়া কম খরচ এবং ঝামেলাহীন দৈনন্দিন যাতায়াতের সমাধানে টেইলজি কাজ করে যাচ্ছে। 

তাই টেইলজি বাংলাদেশ তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। এই অফারটি হচ্ছে “টেইলজি ক্রেজি অফার অক্টোবর ২০২৫”। অফারে আপনি পাচ্ছেন সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 

অফারটি গ্রহণ করতে আপনার কাছাকাছি টেইলজি শোরুমে যোগাযোগ করুন। অফারটি চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত। 

tailg-cashback-offer-october-2025

টেইলজি এর লাইন আপে অনেক গুলো আকর্ষণীয় স্কুটার রয়েছে। মুলত ইলেক্ট্রিক স্কুটারের প্রধান দিক হচ্ছে এর ব্যাটারি ও মোটর। টেইলজি নিজস্ব কারখানাতেই তাদের ব্যাটারি এবং মোটর প্রস্তুত করে থাকে। 

তাই এর পরীক্ষা নিরীক্ষা করা ও কোয়ালিটি দুটি নিশ্চিত করা সহজ হয়ে যায়। টেইলজির প্রতিটি স্কুটার তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত এর কোয়ালিটি নিশ্চিত করা হয়ে থাকে। আপনার পছন্দের স্কুটারটি ক্রয় করতে ও ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে টেইলজির শোরুম ভিজিট করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।