চুরি যাওয়া মোটরসাইকেল খুজে পাওয়া গল্প - ট্র্যাকার্সবিডি (TrackersBD)
This page was last updated on 19-Nov-2024 07:41am , By Raihan Opu Bangla
অনেকের মনেই প্রশ্ন রয়েছে, বাইকে জিপিএস বা ভিটিএস ব্যাবহার করলে চুরি হওয়ার পরে আসলেও বাইকটি ফেরত পাওয়া যায় কি না। উত্তর হচ্ছে হ্যা, পাওয়া সম্ভব। চলুন শুনে আসি কয়েকমাস আগে জনাব আরিফুল ইসলাম কিভাবে তার চুরি হওয়া বাইক TrackersBD ব্যবহার করায় উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন সেই ঘটনা তার নিজের বয়ানে।
Trackers BD ব্যবহারকারীর রিভিউ
আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। আমি ঢাকা কলেজের মাস্টার্স এর শিক্ষার্থী। স্টুডেন্ট হওয়ার কারনে আমি মেসে থাকি এবং সেখানে বাইক এর পার্কিং সুবিধা না থাকায় আমি অন্য একটি বাসার গ্যারেজে আমার বাইকটি রাখতাম।
বাইক চুরি যাওয়ার দিন সকালে আমার গ্যারেজের দারোয়ান আমাকে সকালে ফোন করে জিজ্ঞেস করা, “মামা আপনি কি বাইক নিয়ে বের হয়েছেন?” আমি বললাম, “না আমি তো বের হইনি।” সে তখন কল টি কেটে দেয়। সাথে সাথে আমি ট্র্যাকার্সবিডির অ্যাপ টি ওপেন করে দেখি আমার বাইকের বর্তমান লোকেশন দেখাচ্ছে মুন্সিগঞ্জের দিকে।
Also Read: TrackersBD GPS Tracker (Standard)
আমি তখন দারোয়ান কে আবার ফোন দিলে সে জানায় সে এসে দেখে তালা ভাঙা এবং আমার বাইকটি নেই। আমি সাথে সাথে গ্যারেজে যেয়ে দেখি বাইকটি আসলেই নেই এবং গেটের তালা ভাঙা। আমি দ্রুত মোহাম্মদপুর থানায় গিয়ে প্রথমে একটি জিডি করি এবং আরেকটি বাইক নিয়ে আরেক বন্ধুকে সাথে করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেই।
মুন্সিগঞ্জ পৌছানোর পরে আমি ওখানকার থানায় যোগাযোগ করি। ওই থানার একজন এস আই আমার কথা শুনলেন এবং ট্র্যাকারের কাজ টি বুঝে নিয়ে আমার সাথে আরো একটি বাইক নিয়ে লোকেশনের উদ্দেশ্যে রওনা হলেন।
অপরিচিত এলাকা হওয়া স্বত্বেও ট্র্যাকারের লোকেশন দেখে দেখে আমরা বাইকের কাছাকাছি যাওয়ার পর আমি আমার ফোনে ট্র্যাকার্সবিডির অ্যাপ থেকে আমার বাইকের ইঞ্জিন অফ করে দেই। বাইকটি তখনো চলন্ত অবস্থায় ছিল, হটাৎ চোর বাইক বন্ধ হয়ে গেছে দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছিলো যে কি সমস্যা হয়েছে এবং বাইকটি পুনরায় স্টার্ট করার চেষ্টা করছিল। এরই মধ্যে আমরা কাছাকাছি চলে আসি এবং সে আমাদের উপস্থিতি বুঝতে পেরে বাইকটি ফেলে রেখে ভিতরের দিকে পালিয়ে যায়।
Also Read: TrackersBD GPS Tracker (Premium)
আমরা অপরিচিত এলাকা হওয়া তে তাড়া করেও চোরটিকে ধরতে পারিনি কিন্তু আল্লাহর রহমতে বাইকটি উদ্ধার সম্ভব হয়েছিল।
বাইক উদ্ধারের পরে দেখি বাইকের ঘাড় লক ভাঙা এবং বাইকের ওয়ারিং এ নেগেটিভ পজেটিভ এক করে বাইক টি স্টার্ট করা হয়েছিল।
ট্র্যাকার্সবিডির টেকনিশিয়ান ট্র্যাকিং ডিভাইসটি গোপন জায়গায় খুব সুন্দর করে সেটিংস করে দেওয়াতে ডিভাইস টি খুজে পাওয়া বা নষ্ট করে ফেলা চোরের পক্ষে সম্ভব হয়নি এবং আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমি আমার বাইকটি উদ্ধার করতে সক্ষম হই।