TAILG ইলেকট্রিক ভেহিকল - আধুনিক পরিবেশবান্ধব বাহন

This page was last updated on 06-May-2025 02:18pm , By Saleh Bangla

TAILG একটি চায়নীজ ইলেকট্রিক টু-হুইলার ও থ্রি-হুইলার ব্র্যান্ড ও ম্যানুফ্যাকচারার। কোম্পানীটি চায়নীজ ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য TAILG ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরসাইকেল, স্কুটার এবং বিভিন্নধরণের কমার্শিয়াল থ্রি-হুইলার তৈরি করে এবং সেগুলি সেল ও ডিস্ট্রিবিউশন করে থাকে। এছাড়াও TAILG কোম্পানিটি ব্যাপক পরিসরে বিভিন্ন ধরণের ইলেকট্রিক ভেহিকলের উপর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন ও সার্ভিসেও গ্লোবাল এক্সপার্ট।

বিভিন্ন ধরণের ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং ও ডিস্ট্রিবিউশনের পাশাপাশি TAILG ভেহিকল শেয়ারিং, চার্জিং, এবং ব্যাটারি রিপ্লেসমেন্ট সার্ভিসেও জড়িত। সুতরাং, TAILG বিশ্ব-বাজারে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা প্রসার ও নিশ্চিতে নিবেদিতভাবে কাজ করছে যা একটি স্মার্ট এবং সাশ্রয়ী আধুনিক পরিবেশবান্ধব বাহন ব্যবস্থা। আর এই সাশ্রয়ী মূল্যের বাহনগুলি কম খরচে ঝামেলামুক্ত চলাচলের মাধ্যমে জনসাধারণের দৈনন্দিন যাতায়াত সহজ করতে পারে। এইভাবে, TAILG অনেক বছর ধরে চীন এবং অন্যান্য বিশ্ব বাজারে স্মার্ট এবং পরিবেশবান্ধব পরিবহন সুবিধা দিয়ে আসছে।

 Tailg in bangladesh

TAILG ইলেকট্রিক ভেহিকল - আধুনিক পরিবেশবান্ধব বাহন

TAILG একটি চায়নীজ ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড এবং ম্যানুফ্যাকচার‍ার। কোম্পানীটি বিভিন্ন ধরণের ইলেকট্রিক মোটরসাইকেল, স্কুটার, থ্রি-হুইলার এবং অন্যান্য নন-ইলেকট্রিক ভেহিকলসহ বিভিন্ন ধরণের পারসোনাল ও কমার্শিয়াল ভেহিকল স্বতন্ত্রভাবে ডিজাইন, উৎপাদন, এবং বাজারজাত করে থাকে। TAILG, তথা, TAILG Technology Group মূলত: ২০০৩ সালে চীনে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি পেশাদার ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচার‍ার, যারা TAILG ব্র্যান্ডেড ভেহিকল আর-এন্ড-ডি, উৎপাদন, বিপণন এবং সার্ভিস এক্সপার্ট।

TAILG বিশ্বব্যাপী পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকল সেক্টরে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। তাদের লক্ষ্য অনুসারে, কোম্পানিটি নিজস্ব ব্র্যান্ড TAILG প্রতিষ্ঠা করেছে, যা  কেবল চীনেই নয় বরং বর্তমানে বিশ্ববাজারেও ইলেকট্রিক ভেহিকলের জন্য একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। সেইসূত্রেই, কোম্পানিটি চীনের শেনজেন-এ তাদের সদরদপ্তর স্থাপনসহ ডংগুয়ান, উক্সি এবং তিয়ানজিনে নিজস্ব গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং চারটি প্রধান ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি স্থাপন করেছে। আর " Recreate TAILG Abroad " লক্ষ্যের অধীনে TAILG এর এখন ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া সহ বিশ্বব্যাপী দশটি গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন ফ্যাসিলিটি রয়েছে।

ম্যানুফ্যাকচারিং, প্রডাক্ট ডেভেলপমেন্ট, ও গুনগতমান নিশ্চিতে TAILG 'শেনজেন ফেমাস ব্র্যান্ড প্রডাক্ট', 'গংগুয়ান হাই-কোয়ালিটি ম্যানুফ্যাকচার‍ার', 'ডংগুয়া ফেমাস ব্র্যান্ড প্রডাক্ট' এবং 'চায়না ন্যাশনাল ট্র্যাক অ্যান্ড ফিল্ড টিম অফিসিয়াল কো-অপারেশন ব্র্যান্ড' এ্যাওয়ার্ড পেয়েছে। আর এরই সাথে TAILG চীনের " ন্যাশনাল ইন্ডাস্টিয়াল ম্যানুফ্যাকচার‍ার লাইসেন্স", "কোয়ালিটি লাইসেন্স অফ এক্সপোর্ট প্রডাক্ট" এবং আরও তিনটি প্রেস্টিজিয়াস সার্টিফিকেশনও অর্জন করেছে। এছাড়া তারা ISO9001: 2008 কোয়ালিটি সিস্টেম সার্টিফিকেশন এবং EU এর CE&EEC সার্টিফিকেটও পাস করেছে। ফলে TAILG আস্থার সাথে চীন এবং অন্যান্য বিশ্ববাজারে একটি বিস্তৃত সেলস ও সার্ভিস নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে পেরেছে।

একটি প্রতিষ্ঠিত ম্যানুফ্যাকচার‍ার হিসেবে TAILG এর বার্ষিক উৎপাদন ক্ষমতা বর্তমানে পনের মিলিয়ন ইউনিটেরও বেশি এবং TAILG প্রডাক্ট ৯০টিরও বেশি দেশ এবং অঞ্চলে বাজারজাত করা হয়। সুতরাং TAILG তাদের ভিশন ও মিশনের প্রতি আস্থা রেখে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে এবং নানা রকম ফিচারড প্রডাক্ট তাদের প্রডাক্ট-লাইনে সাফল্যের সাথে যুক্ত করে চলেছে। তাদের ইলেকট্রিক ভেহিকলগুলি মূলত: যেকোনো ধরণের এবং বয়সের যাত্রী ব্যবহারকারীদের জন্য সহজ এবং ঝামেলামুক্ত বাহন হিসেবে সাপোর্ট দিতে পারে। সুতরাং সবমিলিয়ে TAILG টেকসই উদ্ভাবন, প্রতিযোগিতামূলক পণ্য বিকাশ এবং গ্রাহকদের সর্বোত্তম সার্ভিস প্রদানের মাধ্যমে সাবার জন্য আধুনিক পরিবেশবান্ধব বাহন নিশ্চিতের লক্ষ্যে অবিচল ভাবে কাজ করে যাচ্ছে। 

 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes