ইয়ামাহা স্যালুটো ১২৫ এর সাথে পুরো বাংলাদেশ ভ্রমন - ওহিদুল ইসলাম প্রিন্স
This page was last updated on 28-Jul-2024 11:55am , By Saleh Bangla
ইয়ামাহা স্যালুটো ১২৫ এর সাথে পুরো বাংলাদেশ ভ্রমন
অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখতে ভালবাসে আর কিছু মানুষ আছে যাদের স্বপ্ন পূরন হয় । আর সেই স্বপ্ন দেখার মধ্যে আর একজন হলেন মি. ওহিদুল ইসলাম প্রিন্স যিনি তার স্বপ্ন পূরন করেছেন যেটি তিনি দেখেছিলেন আর তা হল ইয়ামাহা স্যালুটো ১২৫ নিয়ে পুরো বাংলাদেশ ট্যুর দেবেন । ওহিদুল ইসলাম প্রিন্স তার যাত্রা শুরু করেন এবং বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরে আসেন ইয়ামাহা স্যালুটো ১২৫ নিয়ে ।
ওহিদুল ইসলাম প্রিন্স বাংলাদেশের বাইক কমিউনিটির একজন সদস্য । তিনি বাইকিং গ্রুপ মেটাল হর্স ক্লাব – টিম এমএইচসি এর প্রতিষ্ঠাতা । টিম এমএইচসি হল বাইকপ্রেমীদের একটি গ্রুপ এবং ফেসবুকেও ভাল সংখ্যক সদস্য রয়েছে তাদের – প্রায় ৫০ হাজার মত মেম্বার মত । উনার গ্রুপের অনেক সদস্য উনাকে দেখে উৎসাহীত হন কিন্তু দুঃখের বিষয় হল যে কিছু মাস আগেও উনার কোন বাইক ছিল না নিজের ।
তারপরে উনার স্বপ্ন পূরন হয় যখন উনার জন্মদিনে এসিআই মোটরস উনাকে উনার পরিচিতি এবং বাইকিং কমিউনিটিতে উনার অবদান এর জন্য একেবারে নতুন ইয়ামাহা সালুটো ১২৫সিসি বাইক গিফট করেন । ইয়ামাহা স্যালুটো হল ১২৫ সিসি এর মোটরসাইকেল । বাইকটি প্রায় ৮.৩ পিএস পাওয়ার এবং ১০.১ এনএম টর্ক দিতে সক্ষম । সব থেকে আকর্ষনীয় বিষয় হল বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা হল ১৮০ মিমি যেটি এই সেগমেন্টের বাইকে সব থেকে বেশি । এছাড়াও বাইকটি দেখতে বেশ সুন্দর এবং পার্ফমেন্সও বেশ সুন্দর এবং চমৎকার ।
ওহিদুল ইসলাম প্রিন্স সিদ্ধান্ত নিয়েছিলেন যে সব থেকে কম সময় এর মধ্যে পুরো দেশ ঘুরে আসবেন যেটি হল ৬ দিনের মধ্যে । যদিও এটি শুনতে বেশ কঠিন মনে হচ্ছে কিন্তু উনার জন্য এটি ছিল বেশ চ্যালেঞ্জিং । এসিআই মোটরস এই চ্যালেঞ্জিং ট্যুর এর দায়িত্ব নেন এবং যা যা লাগবে ট্যুর এর জন্য সব দেন সাথে গিয়ার, খরচ এবং অন্যান্য জিনিসও দিয়ে থাকেন ।
ওহিদুল ইসলাম প্রিন্স জানুয়ারীর ৫ তারিখে সকাল ৭.০০ টার দিকে রওনা দেন হাওডি থেকে । এসিআই মোটরস থেকে একদল টিম এসেছিল উনাকে শুভেচ্ছা জানাতে যাতে উনি উনার চ্যালেঞ্জ সর্ম্পূন করতে পারেন ।
এটি দেখে আসলে ভাল লাগে যে বাংলাদেশের বাইকাররা তাদের লিমিট এর বাইরে নিজেদের ইচ্ছা পূরন করার চেষ্টা করছে যেটি প্রায় অসম্ভব । আমরা আশা করি ওহিদুল ইসলাম প্রিন্স চ্যালেঞ্জ পূরন করতে পারবেন কোন বাধা আর কোন পিছুটান ছাড়াই ।