ইয়ামাহা রাইড এবং রেভ টেস্ট রাইড ইভেন্ট - অগাস্ট ২০২৫

This page was last updated on 03-Aug-2025 03:53pm , By Raihan Opu Bangla

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ বাইকারদের জন্য সম্প্রতি একটি দারূণ ইভেন্ট আয়োজন করেছে। এই ইভেন্টটি ছিল Yamaha FZ 25 এর টেস্ট রাইড। ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কে। 

রাইড এবং রেভ টেস্ট রাইড ইভেন্ট - অগাস্ট ২০২৫

yamaha-test-ride-event-fz25-august-25

বন্ধু দিবস উপলক্ষ্যে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ বাইকার্স এবং বাইকপ্রেমীদের জন্য আয়োজন করেছিল “রাইড এবং রেভ টেস্ট রাইড” ইভেন্ট। বাইকার্সররা এই ইভেন্টের ২৫০সিসি এর নতুন মডেল Yamaha FZ 25 বাইকটি টেস্ট রাইড করার সুযোগ পেয়েছেন।

এই বাইকটি কম্ফোর্ট, পাওয়ার এবং এবং কন্ট্রোল সব দিক থেকেই বেশ ব্যালেন্সড মোটরসাইকেল। বলা যায় এই সেগমেন্টে এই বাইকটি গেম চেঞ্জার হবে বলে আসা করা যাচ্ছে। বাইকটিকে নেকেড স্ট্রিট ফাইটার বললেও ভুল হবে না। 

Also Read: Bike Price In Bangladesh

বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। কয়েক মাস আগেই তারা বাংলাদেশে নতুন Yamaha FZ 25 বাইকটি লঞ্চ করেছে।

 yamaha-friendship-day-event-august-2025

বন্ধু দিবসের এই টেস্ট রাইড ইভেন্টের বাইকার্স এবং দর্শক যারা উপস্থিত ছিলেন তারা নতুন বাইকটি টেস্ট রাইড করার সুযোগ পেয়েছেন। এছাড়া বাংলাদেশের অন্যতম বড় বাইকিং গ্রুপ Yamaha Riders Club (YRC) এর রেজিস্ট্রেশন করার সুবর্ন সুযোগ ছিল। 

ইভেন্টের আকর্ষণ:

  • নতুন Yamaha FZ25 এর ফ্রি টেস্ট রাইড
  • ফ্রি YRC রেজিস্ট্রেশন বুথ
  • Yamaha এক্সপার্টদের কাছ থেকে রাইডিং টিপস
  • অংশগ্রহণকারীদের জন্য ব্র্যান্ডেড গিফট ও ফটো বুথ

yamaha-test-ride-event-august-2025

ইয়ামাহা এর মোটরসাইকেল ক্রয় করতে অথবা বিস্তারিত জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। 

মোটরসাইকেল এবং বাইকিং সম্পর্কিত সকল তথ্য, খবর এবং টিপস জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।