ইলেক্ট্রিক ডার্ট বাইক এ্যাডভেঞ্চার - যুক্তরাষ্ট্রের মন্টানা জুডিথ রিভার এ্যাডভেঞ্চারের গল্প
This page was last updated on 15-Oct-2025 02:04pm , By Badhan Roy
বিখ্যাত আন্তর্জাতিক মোটরসাইকেল এন্থুজিয়াস্ট ও আন্তর্জাতিক মোটরসাইকেল ব্লগ “রাইড অ্যাপার্ট” এর সম্পাদক জোনাথন ক্লেইন সম্প্রতি তার ব্লগে একটি এডভেঞ্চারের অভিজ্ঞতা শেয়ার করেছেন। চমৎকার ব্যাপার হচ্ছে, তার এই এডভেঞ্চারের সঙ্গী হিসেবে ছিল স্টার্ক ভার্গ নামের একটি প্রোটোটাইপ ইলেক্ট্রিক ডার্ট বাইক।

ইলেক্ট্রিক ডার্ট বাইক এ্যাডভেঞ্চার
জোনাথন তার এই এডভেঞ্চারের সিদ্ধান্ত নেন জাপানি দর্শন থেকে। জাপানি ভাষায় “শিনরিন-ইয়োকু” অর্থাৎ বন স্নান প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়ার অভিজ্ঞতাকে প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের মন্টানার হেলেনা-লুইস ও ক্লার্ক ন্যাশনাল ফরেস্টে অসীম প্রাকৃতিক দৃশ্য বৈচিত্র্যময় পরিবেশ ব্যবস্থা আর নির্মল নীরবতার সেই অভিজ্ঞতা ফুটে উঠেছে তার অসাধারণ লেখনীতে।
শতবর্ষ প্রাচীন জুডিথ রিভার গার্ড স্টেশন ছিল এমন একটি জায়গা যেখানে বিদ্যুৎ বা পানির কোন ব্যবস্থা ছিল না। জোনাথন টানা তিন দিন এমন একটি পরিবেশে কাটিয়েছেন পুনরুদ্ধার করা জুডিথ নদীর মধ্যপ্রবাহের ভিতর দিয়ে ইলেক্ট্রিক ডার্ট বাইক চালিয়ে, দীর্ঘ পথ হেঁটে, আর মাছ ধরার আনন্দে।

একটি ইলেক্ট্রিক ডার্ট বাইক তার এই এডভেঞ্চারে নতুন মাত্রা যোগ করেছে বলে তিনি তার লেখায় উল্লেখ করেন। কারন তিনি বিদ্যুৎহীন পরিবেশে ক্যাম্পিং করে তার এডভেঞ্চার টি সম্পন্ন করেছিলেন। স্টার্ক ভার্গ ইভি ডার্ট বাইকটি ছিল লাইটওয়েট, শব্দহীন আর পরিবেশবান্ধব যা প্রকৃতি রক্ষায় সহায়ক।
তিনি উল্লেখ করেছেন তার এডোভেঞ্চারের জন্য একটি ইভি বিশেষভাবে জরুরি ছিল কারণ সম্প্রতি মন্টানা ট্রাউট আনলিমিটেড ও অন্যান্য স্টেকহোল্ডারদের উদ্যোগে জুডিথ নদীর ক্ষয়প্রাপ্ত তীর ও ক্ষতিগ্রস্ত ক্রসিংগুলো পুনঃনির্মাণ করা হয়েছে যাতে মাছের আবাসস্থল রক্ষা পায় এবং ভ্রমণকারীরা নিরাপদে প্রকৃতি উপভোগ করতে পারেন।

তিন দিনের এই এডভেঞ্চারে প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি আর রোদেলা আকাশের আবহাওয়ার সাথে ছিল ট্রেইল রাইডিং, নদী পার হওয়া আর মাছ ধরা। চারপাশে চুনাপাথরের পাহাড়, সবুজ অরণ্য আর মাঝেমধ্যে ভাল্লুকের উপস্থিতি যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছিল। দূর্গম এই রাস্তাগুলো পাড়ি দেওয়ার ক্ষেত্রে ইভি ডার্ট বাইকে কোনরূপ সমস্যায় পড়তে হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরো বলেন মাছ ধরা কিংবা বাইক চালানোর চেয়েও বেশি মনে গেঁথে গেছে এখানকার নীরবতা, বৈচিত্র্য আর পরিবেশ সংরক্ষণে যত্নশীল দৃষ্টিভঙ্গি। প্রকৃতি রক্ষার এই প্রচেষ্টার কারণে এই অসাধারণ প্রাকৃতিক স্পট গুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক শান্তির আশ্রয় হয়ে থাকবে যেখানে তারা নিজেরাও করতে পারবে সত্যিকারের “বনস্নান।”তিনি সর্বশেষে এটিও উল্লেখ করেছেন পরিবেশ রক্ষায় এরকম ইভি নিয়ে তার অ্যাডভেঞ্চার চলমান থাকবে। যেখানে রাইডিং ও অফরোডিং এর পাশাপাশি দূষণমুক্ত ভাবে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করা যাবে।
বাইক বিষয়ক দেশি ও বিদেশী বিভিন্ন তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।
