ইয়ামাহা বাংলাদেশ এবং YRC একত্রে শুরু করেছে বৃক্ষ রোপণ কর্মসূচি

This page was last updated on 31-Jul-2024 05:38am , By Raihan Opu Bangla

বাইক ব্র্যান্ড গুলো যে শুধু মাত্র মোটরসাইকেল বিক্রয় করে থাকে এমন নয়। তারা তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্যও তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করে থাকে। সেই ধারায় ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের সামাজিক দায়িত্ব থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি।

ইয়ামাহা বাংলাদেশ এবং YRC একত্রে শুরু করেছে বৃক্ষ রোপণ কর্মসূচি

ইয়ামাহা বাংলাদেশ এবং YRC একত্রে শুরু করেছে বৃক্ষ রোপণ কর্মসূচি

এসিআই মোটরসাইকেল লিমিটেড বাংলাদেশ ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা বাংলাদেশ এবং ইয়ামাহা রাইডিং ক্লাব (ওয়াইআরসি) একত্রে শুরু করেছে তাদের বৃক্ষ রোপণ কর্মসূচি।

গত ২১ তারিখ ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ, প্রতিটি ইয়ামাহা বাইক বিক্রয়ের প্রেক্ষিতে ২টি করে গাছ লাগানোর ঘোষণা দেয়। এই মহৎ উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসে সারা দেশের সকল YRC।

বৃক্ষ রোপণ কর্মসূচি

যার ধারাবাহিকতায় এখন পর্যন্ত ঢাকা, দৌলতপুর-খুলনা, গাইবান্ধা, শেরপুর-বগুড়া, সাপাহার-নওগাঁ, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ, বগুড়া অঞ্চলের YRC সদস্যগণ এখন পর্যন্ত ১০০০+ গাছ রোপনের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে এবং পর্যায়ক্রমে দেশের সকল জেলায় এই গাছ লাগানোর কার্যক্রম গ্রহণ করা হবে।

Also Read: Yamaha Motorcycle Showroom In Bangladesh

এত সুন্দর কার্যক্রমে পাশে থাকার জন্য সকল YRC মেম্বারকে ধন্যবাদ। এছাড়া আমরা আশা করব ইয়ামাহা এর পাশে অন্যান্য ব্র্যান্ড গুলোও সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসবে। 

YRC শুরু করেছে বৃক্ষ রোপণ কর্মসূচি

মোটরসাইকেলের ব্র্যান্ড, দাম, সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes