বাজাজ সার্ভিস ক্যাম্পেইন ও সেলস মেলা জানুয়ারি ২০২৬: ফ্রি ডায়াগনোসিস, স্পেয়ার পার্টসে ছাড় ও বিশেষ অফার
This page was last updated on 18-Jan-2026 11:45am , By Arif Raihan Opu
গত শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুরের মির্জাপুরে শুরু হয়েছে উত্তরা মোটরস আয়োজিত দুই দিন ব্যাপি বাজাজ সার্ভিস ক্যাম্পেইন ও সেলস মেলা জানুয়ারি ২০২৬। মির্জাপুরে আয়োজিত এই ক্যাম্পেইনটি চলবে ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত।

বাজাজ সার্ভিস ক্যাম্পেইন ও সেলস মেলা জানুয়ারি ২০২৬
এই ক্যাম্পেইন উপলক্ষ্যে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার ও সুবিধা। উত্তরা মোটর লিমিটেড থেকে জানানো হয়েছে যে, যেসকল গ্রাহক এই ক্যাম্পেইনে অংশ গ্রহণ করবেন তাদের সকলের মোটরসাইকেল ডায়াগনোসিসি ও ফ্রী চেক আপ সম্পূর্ন ফ্রী।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

এর পাশাপাশি বাজাজ এর সকল জেনুইন স্পেয়ার পার্টসের ক্ষেত্রে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া সার্ভিস চার্জের ক্ষেত্রেও থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
গ্রাহকের জন্য বিশেষ অফারের অংশ হিসেবে থাকছে, ওয়াটারলেস ওয়াশ এবং পলিশ সম্পূর্ন ফ্রী। সেই সাথে থাকছে গ্রাহকদের জন্য রিফ্রেশমেন্ট এবং বিশেষ গিফটের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা মোটরস কতৃপক্ষ।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল বাজাজ মোটরসাইকেলের দাম
উত্তরা মোটরস এর কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, গ্রাহকদের উন্নত ও নিভরযোগ্য আফটার সেলস সার্ভিস নিশ্চিত করতেই এই আয়োজন করা হচ্ছে। এতে করে গ্রাহকরা তাদের বাইকের প্রয়োজনীয় সার্ভিস নিতে পারবেন, তেমনি গ্রাহকরা বিভিন্ন আকর্ষণীয় অফারও উপভোগ করতে পারবেন।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল বাজাজ মোটরসাইকেল শোরুমের ঠিকানা দেখতে এখানে ক্লিক করুন
ক্যাম্পেইন ও মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে ০৯৬৭৮৩৩৩৮৮৮ অথবা ০১৭০৮৪৮৪৭৯৮ নম্বরে। তবে সব অফারের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঠিকানা:
সরকারি কলেজ রোড মির্জাপুর, দিনাজপুর
যেকোনো প্রয়োজনে: ০৯৬৭৮৩৩৩৮৮৮
০১৭০৮৪৮৪৭৯৮