Yamaha Fzs V3 Bs6 Matte Red দুই বছরের রাইডিং অভিজ্ঞতা - সুখেন ঘোস

This page was last updated on 16-Oct-2025 04:27pm , By Md Kamruzzaman Shuvo

আমি সুখেন ঘোস , একজন Yamaha Fzs V3 Bs6 Matte Red বাইকের ব্যবহারকারী। দুই বছর ধরে এই বাইকটি ব্যবহার করছি, আর আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার রাইডিং অভিজ্ঞতা, ভালো-মন্দ দিক, মাইলেজ ও অনুভূতি।

Yamaha FZS FI V3 BS6 Matte Red – আমার দুই বছরের রাইডিং অভিজ্ঞতা

বাইকটি আমার কাছে শুধু একটি যানবাহন নয়, বরং এটি আমার রাইডিং প্যাশনের অংশ। শহরে হোক বা হাইওয়েতে, প্রতিটি রাইডে বাইকটি আমাকে নির্ভরতা দিয়েছে । বাইক কেনার দিনটি ছিল বেশ স্পেশাল, মনের মধ্যে অন্যরকম উত্তেজনা কাজ করছিল, কারণ আমার পছন্দের কালারটি পেতে আমাকে অনেক দূর প্রায় ৪০ কিলোমিটার দূরের শোরুম পর্যন্ত যেতে হয়েছিল। একটা ছোট্ট ঘটনা এখনো মনে আছে ব্যাংকে টাকা জমা না দিয়ে বাইকটা শোরুমের বাইরে নিতে না দেওয়ায় সবাই একটু অবাক হয়েছিল !

Also Read: Motorcycle Price In Bangladesh

দুই বছরে এখন পর্যন্ত ৪৬,০০০ কিলোমিটার চালিয়েছি, আর আলহামদুলিল্লাহ বাইকের সার্ভিস একদম ভালো পাচ্ছি। প্রতিবার নিয়মিত সার্ভিস করাই, এখনো পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা হয়নি। মাইলেজ দিচ্ছে গড়ে ৫৫+ কিমি/লিটার, যা এই সেগমেন্টে বেশ সন্তোষজনক।

সিটি রাইডে বাইকটি খুবই আরামদায়ক ও স্মুথ, আর হাইওয়েতে দীর্ঘ সময় রাইডেও ভালো পারফর্ম করে। লং ট্যুরে বাইকের কন্ট্রোল আর কমফোর্ট দারুণ লাগে। ইতোমধ্যে বেশ কয়েকটি লং ট্যুর করেছি, আর ভবিষ্যতে এই বাইক নিয়েই লাদাখ ট্যুরে যাওয়ার ইচ্ছা আছে। 

আমি এই বাইকটি নিয়েছিলাম কিছু কারণ বিবেচনা করে —

  • স্টাইলিশ লুক এবং আধুনিক ডিজাইন
  • আরামদায়ক রাইডিং পজিশন
  • চমৎকার মাইলেজ
  • ভালো কন্ট্রোল ও হ্যান্ডেলিং
  • FI + ABS টেকনোলজি

Yamaha Fzs V3 Bs6 বাইকটির কিছু ভালো দিক - 

  • শহরের রাইড, স্টাইল, মাইলেজ আর কমফোর্ট সব মিলিয়ে পারফেক্ট ব্যালান্স।
  • সিটিং পজিশন আরামদায়ক, লং রাইডেও ক্লান্তি কম লাগে।
  • কন্ট্রোলিং ও হ্যান্ডেলিং দুর্দান্ত।

Also Read: Yamaha Bike Price in Bangladesh 

উন্নতির প্রয়োজনীয় দিক - 

  • 0–60 km/h এক্সিলারেশন কিছুটা ধীর, স্পোর্টস ফিল কম।
  • সময়ের সঙ্গে ফাইবার/প্লাস্টিক অংশে ঢিলা হয়ে যাওয়ার প্রবণতা আছে।
  • হেডলাইট উজ্জ্বলতা কিছুটা কম।
  • ব্লুটুথ কানেক্টিভিটি না থাকা একটু হতাশাজনক।

দুই বছরের অভিজ্ঞতা থেকে বলবো , Yamaha FZS FI V3 BS6 একটি ব্যালান্সড বাইক স্টাইল , কমফোর্ট , মাইলেজ এবং নির্ভরতা সব দিক থেকেই সন্তোষজনক।

যারা শহর বা মাঝারি লং রাইডের জন্য একটি রিলায়েবল বাইক খুঁজছেন , তাদের আমি চোখ বন্ধ করে এই বাইকটি রিকমেন্ড করবো। বাইক শুধু বাহন নয়, এটা ভালোবাসার এক অংশ । তাই সচেতন থেকে, সেফটি গিয়ার পরে, প্রতিটি রাইড উপভোগ করুন । ধন্যবাদ । 

লিখেছেনঃ সুখেন ঘোস

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।