Honda CB Shine SP মালিকানা রিভিউ – আজহার অপু
This page was last updated on 31-Jul-2024 05:16pm , By Shuvo Bangla
আমি আজহার অপু । আমার বর্তমান বাইকের নাম হচ্ছে Honda CB Shine SP । আজ আমি আপনাদের সাথে আমার ব্যাবহার করা বাইকটি নিয়ে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করবো।
Honda CB Shine SP মালিকানা রিভিউ
বসবাসরত এলাকা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা। আমার জীবনের প্রথম বাইক ছিল ২০০৭ সালে নেওয়া Dayan50। লাল রং এর এই বাইকটি আমার খুব পছন্দের ছিল এবং মাইলেজও খুব ভালো দিতো। আমি আমার স্কুল লাইফ শেষ করি এই বাইক দিয়ে। বাড়ি থেকে ১কি.মি. দূরে ছিল স্কুল গ্রামের আঁকা-বাকা রাস্তা দিয়ে বাইক চালিয়ে স্কুলে যেতাম অনেক ভালো লাগতো।
কেন আমি বাইক এবং বাইকিং ভালোবাসি তার অন্যতম কারণ হচ্ছে বাইক দিয়ে কাছে/দূরে যেকোন জায়গায় সহজে যাওয়া যায় ও যেকোন প্রয়োজনে যে কোন জায়গায় সবচেয়ে দ্রুত সময়ে পৌছানোও সম্ভব হয়।
মূলত আমার ছোট ভাই একটা বাইক নেয় Honda CB Shine SP তো ওর ওই বাইকটি আমি কয়েকবার ব্যবহার করি এবং বুঝতে পারলাম যে বাইকটি বেশ ভালোমানের এবং আমার বাজেটের মধ্যেও পরে এছাড়া মাইলেজ বেশ ভালো দেয়।
New Honda Shine SP First Impression Review Team BikeBD
আমার বাইক কেনার কারন হলো অফিসের কাজে আমাকে বিভিন্ন জায়গায় যাওয়া আমার যাতায়াত খরচ অনেক বেশি লাগে তো যাতে আমার খরচ যেন কিছুটা কমে আসে সে কারণে বাইকটি নেওয়া, এছাড়াও বেশ কিছু দিন ধরে আমার বাইকের শখ ছিল।
আমি যখন বাইকটি ক্রয় করি তখন বাইকটির বাজার মূল্য ছিল 1,26,900 টাকা আর বাইকটি আমি ক্রয় করি শনির আখরা, যাত্রাবাড়ি থেকে। বাইক কেনার এক সপ্তাহ আগে আমি আমার এক বড় ভাই ও আমার বেষ্ট ফ্রেন্ডকে বলে রাখি আগামি এত তারিখ আমি বাইক কিনতে যাবো তোমরাও আমার সাথে যাবে।
বাইক কেনার দিন আমি এতটা এক্সাইটেড ছিলাম যে সকাল ৭টায় আমি রেডি হয়ে বসে আছি। তারপর সকাল ১০ টায় বাসা থেকে বের হয়ে ৩০ মিনিটের মধ্যেই আমি শোরুমে পৌছে যাই। ১১ টায় বড় ভাই ও আমার বন্ধু আসে। ওদের সাথে নিয়েই শোরুমে প্রবেশ করি তার আগ পর্যন্ত আমি শোরুমের বাহিরে একটা চায়ের দোকানে ওদের জন্য অপেক্ষারত ছিলাম। বাইকটি প্রথমবার চালানোর অনুভূতিটা বেশ ভালো ছিল কিন্তু আমার বাবার কথা বার বার মনে পড়েছিল। বাবার বাইকে বাবাকে পিছনে বসিয়ে অনেকবার চালিয়েছি অথচ আজ আমার নিজের বাইক আছে কিন্তু বাবা নেই। অনেক কষ্ট লাগছিল আমার, বাবার কথা মনে করে চোখে জল এসে পড়ে।
বাইকের ফিচারগুলো বেশ ভালো, বাইকটিতে দেওয়া হয়েছে একটি ১২৫সিসির এয়ার কোল্ড ৪ স্ট্রোক ইঞ্জিন, ডিজিটাল ঘরি, ডিস্ক ব্রেক সব মিলিয়ে দারুন সব ফিচার আছে বাইকে।
বাইকটি সম্পূর্ণ নতুন তাই এখনও কোনো সার্ভিস করা হয়নি। মাইলেজ বেশ ভালো পাচ্ছি ৬০-৬২ প্রায়। প্রতিদিন বাইক ব্যবহারের আগে আমি ভালো করে বাইকটিকে পরিষ্কার করে নেই এবং বাইকের সবকিছু চেক করে নেই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার বাইকে আমি Honda bikes কম্পানির রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল ব্যবহার করি , এটার দাম ৪৫৫ টাকা । বাইকের কোন পার্টস এখনও পরিবর্তন করা হয়নি। বাইকের ২টা অংশ মোডিফাই করা হয়েছে তা হলো-
- হেড লাইট এর সুইচ লাগানো হয়েছে।
- একটা ইন্ডিকেটর লাগানো হয়েছে যাতে করে টার্ন লাইট ব্যবহারে সাউন্ড পাওয়া যায়।
Also Read: ২ লক্ষ টাকার মধ্যে বাইক এর দাম | বাইকবিডি September 2023
বাইকটি দিয়ে আমার তোলা সর্ব্বোচ্চ স্পীড ৫০। বাইকটির ব্রেকিং কন্ট্রোলিং আমার কাছে বেশ ভালোই লেগেছে । এবং এর মাইলেজ খুব ভালো ।
Honda CB Shine SP বাইকটির কিছু ভালো দিক -
- সীট বেশ বড়
- ডিস্ক ব্রেক রয়েছে
- ডিজিটাল ঘরি আছে
- টিউবলেস টায়ার
- মাইলেজ ভালো
Honda CB Shine SP বাইকের কিছু খারাপ দিক -
- পেছনের চাকা ছোট
- পিকাপে হেড লাইটের আলো বাড়ে/কমে
বাইকটি নিয়ে মোটামুটি একটা লম্বা দূরুত্বের ভ্রমণ দিয়েছি সোনার গাঁ জাদুঘর ও বাংলার তাজ মহল-পিরামিড ঘুরে আসছি। ট্যুর পার্ফমেন্স বেশ ভালো ছিল, বাইকটি চালিয়ে বেশ মজা পেয়েছি। বাইকটি নিয়ে আমার চূড়ান্ত মতামত হলো কম বাজেটের মধ্যে যথেষ্ট ভালো একটা বাইক হচ্ছে Honda CB Shine SP। পরামর্শ হচ্ছে আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো বাইক খুঁজছেন তারা এই বাইকটি নিতে পারেন। বাইক চালানোর সময় আপনারা সবসময় শতর্ক থাকবেন এবং সাবধানে চালাবেন। সবাইকে ধন্যবাদ।
লিখেছেনঃ আজহার অপু
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।