Yamaha FZS V2 বাইকের রাইডিং অভিজ্ঞতা - জুনায়েদ আহম্মেদ

This page was last updated on 30-Sep-2025 03:56pm , By Md Kamruzzaman Shuvo

আমি জুনায়েদ আহম্মেদ , বর্তমানে আমি Yamaha FZS V2 এবং V3 ইউজ করতেছি। আজ আপনাদের সাথে আমি আমার বাইকের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । 

yamaha fzs v2 

এই বাইক কেনার সময় তেমন কোন বিশেষ ঘটনা ছিলোনা, ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত আমি অন্যের বাইক ব্যবহার করেছি, মানে আত্মীয়-স্বজনদের। তবে যখন আমি আমার নিজের জন্য প্রথম বাইক কিনতে যাই,২০১৬ সালের মার্চ মাসের ২৮ তারিখ। অইদিন সারা বাংলাদেশে নিন্মচাপ ছিলো। সকাল থেকে ঝড় তুফান।  আর টি আর এর ব্লু কালারটা তখন মাত্র বাংলাদেশে লঞ্চ হইছে। আমাদের এলাকার শোরুমে তখনও আসে নাই।এত পরিমাণে আবেগ ছিলো ঝড় তুফানের মধ্যে ৩৫ কিলোমিটার দুরের শোরুমে চলে গিয়েছি কিনতে। নতুন বাইক বাসায় এনেছি কাদামাটি সহ। এই স্মৃতি কখনো ভুলবো না।

তারপর থেকে ৪ টা বাইক চেঞ্জ করা হইছে, প্রতিটাই আমি ৩০ থেকে ৫০ হাজার কিলোমিটার পর্যন্ত চালিয়েছি থ্রির আগে আমার এফজেড ভার্সন টু ছিলো অইটা চালিয়েছি ৪৮ হাজার। আর ইয়ামাহার সার্ভিস এর কথাতো কমবেশি বাংলাদেশের সবাই জানে। মাইলেজ ভালো,চালিয়ে আরাম। ফ্যামিলি নিয়ে খুব সুন্দর ভাবে ট্রাভেল করা যায়।

এখন আমার কাছে ভার্সন টু এবং এফজেড ভার্সন থ্রি দুইটাই আছে।ভার্সন থ্রী ঠিক আছে বাট ভার্সন টু তে হেলোজিন লাইটের বদলে এলইডি লাইট,গিয়ার ইন্ডিকেটর,টুকটাক আপডেট করলে পারফেক্ট হত । 

yamaha fzs v2

সিটি রাইড এবং লং ট্যুরে ২ জায়গাতেই আলহামদুলিল্লাহ মারাক্তক পারফরম্যান্স পাচ্ছি। আমি পিলিয়ন ছাড়া কখনো ট্যুর দেই না। আর পিলিয়ন নিয়ে আরামছে আমার বগালেক, সাজেক,বান্দরবান ডিম পাহাড় অনেক বার যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। 

Also Read: Motorcycle Price In Bangladesh

অনেক আগে থেকেই ইয়ামাহার বাইকগুলোর প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করতো। এখনো আমার সপ্ন একটা ব্লাক কালার R15 V3 কেনার। ইনশাআল্লাহ কোন এক সময় কিনবো। আমি একটা কথাই বলি সবাইকে আপনার যেই বাইকটা ভালো লাগবে বা আপনার মন টানতেছে আপনি সেটাই কিনুন। বাংলাদেশের মধ্যে টিভি এস,হিরো,সুজুকি,ইয়ামাহা কমবেশি সবার বাইকই ভালো। 

yamaha fzs v2

তবে ব্যক্তিগতভাবে আমার কাছে ইয়ামাহা ভালো লাগে,আমি মনে করি কেউ যদি আরাম,ভালো ব্রেকিং এবং লং লাস্টিং বাইক চায় তাইলে ইয়ামাহা কিনেন,আর যদি খাড়া টান চান তাহলে ফোরভি সহ আরো ভালো অন্যান্য বাইক আছে।

Also Read: Yamaha Bike Price in Bangladesh 

সবশেষ আমার মন্তব্য হচ্ছে আমি আমার মনের কথা শুনি। আমার কাছে এই বাইক ভালো লেগেছে। তাই কিনেছি। সবারই যার যার মনের কথা শুনা উচিত। তবে অভিজ্ঞ লোকদের থেকে কিছুটা পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ। 

yamaha fzs v2

লিখেছেনঃ জুনায়েদ আহম্মেদ

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।