Fazer-Fi নিয়ে থানচি, আলিকদম, কক্সবাজার ভ্রমণ - শাহরিয়ার সজিব

This page was last updated on 07-Jul-2024 10:24am , By Saleh Bangla

আমি শাহরিয়ার সজিব। আমি একজন ছাত্র এবং বাইক প্রেমী। অনেক দিন ধরেই ভাবেছি আমার বাইকের একটা রিভিউ  দিব। সে সময় দরজায় এসে নক করল তাই রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। সত্য কথা বলতে বাইক সম্পর্কিত তেমন কিছুই আমার জানা নাই। এখন মূল কথায় আসা যাক, বাইক হিসেবে Yamaha Fazer-Fi আমার ৩য় বাইক। আমার অন্যতম প্রিয় ১ম বাইক হচ্ছে পালসার।যেটা আমি ৩বছরে ২৫০০০কিমি চালিয়েছি। এরপর ২০১৭ এর শুরুতে জিক্সার নেই,এই বাইকটা ৭০০০কিমি চালিয়ে বিক্রি করে yamaha fazer-fi নেই। মূলত আমি একজন ট্যুর প্রেমিক,তাই কিট ওয়ালা বাইক নেয়ার অনেক ইচ্ছা ছিল। অবশেষ সে আশা পুরন হল ফেজার এফ আই দিয়ে।

Yamaha Fazer-Fi নিয়ে থানচি, আলিকদম, কক্সবাজার ভ্রমণ

yamaha fazer-fi

আমি যেহেতু কিট ওয়ালা বাইক চালিয়ে আমি অভ্যস্ত না তাই প্রথমে সিটিতে অনেক প্রব্লেম ফেস করি। কিছুদিন পরে অবশ্য তা ঠিক হয়ে যায়। কিন্তু পালসার এবং জিক্সার চালাইয়া যেই মজা পাইতাম অইটা পাচ্ছিলাম না। অনেক টেনশন এ পরে যাই আর মনে মনে ভাবতে থাকি যে নতুন বাইককে  এনে ভুল করলাম নাকি। চিন্তায় চিন্তায় একদিন ভাবলাম যে একটা লং ট্যুর দিব। যেই ভাবনা সেই কাজ। ২৮শে ডিসেম্বর রওনা দিয়ে দেই ঢাকা, বান্দরবন, থানচি, আলিকদম, কক্সবাজার মেরিনড্রাইভ টেকনাফ এর উদ্দেশ্যে। আমার Yamaha Fazer-Fi বাইক নিয়ে শুরু হল আমার যাত্রা। কুমিল্লা পর্যন্ত গিয়েই বাইক আমার কি জিনিস তা বুঝতে শুরু করি। কুমিল্লা চিটাগাং মহাসড়ক এ গিয়ে দ্রুত বাইক চালিয়ে সোজা বান্দরবন চলে গেলাম। পরের দিন রওনা দিলাম, থানচি, আলিকদম, কক্সবাজারে। পাহাড়ি রোড এ বিন্দুমাত্র সমস্যা ছাড়া কক্সবাজার চলে গেলাম। পরেরদিন গেলাম টেকনাফ।অবশেষে ১ই জানুয়ারি ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে আল্লাহর রহমতে রাত ১১টার দিকে বাসায় পৌছাই।

yamaha fazer-fi tour review

এই ট্যুর এর মাধ্যমে আমার Yamaha Fazer-Fi বাইক সম্পর্কে যে ভুল ধারনা ছিল কোন ডাউট ছারাই তা দূর হয়ে গিয়েছে।তাছাড়া এই ট্যুর এ গিয়ে আমার বাইক সমন্ধে যা বুঝতে পেরেছি তা নিচে উল্লেখ করা হলঃ ১.লুক এর কথা বলে লাভ নাই কারন এটাকে সবাই ১০/১০ দেয়। ২.বাইকের অন্যতম গুরুত্বপূর্ন  একটি  বিষয় হচ্ছে কন্ট্রোলিং।যেটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। ১০ এ ১২ দেয়ার সিস্টেম থাকলে তা দিতাম। ৩.ব্রেকিং এর কথা কি বলব।যা বলি তাই শুনে।১০/১০ ৪.সাউন্ড শুনে মাঝে মাঝে মনে হয়েছে আমি বিমান চালাচ্ছি আর কিছু সময়ের জন্য আমি পাইলট ৫.মাইলেজ এ  আমি সন্তুষ্ট ৬.একটা বিষয় না বললেই নয় তা হল কর্নারিং করে যা মজা পেয়েছি,এক কথায় অসাধারন। 

yamaha fazer-fi tour

 এখন পর্যন্ত আমার Yamaha Fazer-Fi বাইকটিকে ৭০০০+কিঃ মিঃ এর মত  চালিয়েছি। আজকের মত শেষ করছি।ভুলত্রুটি  ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর আমার Yamaha Fazer-Fi কে নিয়ে সারা দেশ ঘুরে পোখারা,লাদাখ এর মত জায়গায় ও যেতে চাই।সবাই আমার জন্য দোয়া রাখবেন।

Latest Bikes

Honda Grom 2019

Honda Grom 2019

Price: 0

Honda Grom 50

Honda Grom 50

Price: 0

Honda Gyro

Honda Gyro

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra K3

Sunra K3

Price: 0

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

View all Upcoming Bikes