Vega Helmets Price In Bangladesh | দামসহ বিস্তারিত - বাইকবিডি

This page was last updated on 29-Jul-2024 07:34am , By Ashik Mahmud Bangla

বর্তমানে বাংলাদেশে মোটরসাইকেল হচ্ছে খুবই জনপ্রিয় একটি ট্রান্সপোর্ট । যদিও মোটরসাইকেল রাইড করা আনন্দদায়ক, তবে এতে বিপদও অনেক । তাই নিরাপত্তার জন্য আমাদের সবাইকে অবশ্যই সেফটি গিয়ার পরে নেয়া আবশ্যক । সেফটি গিয়ারের মধ্যে সবচেয়ে গ্রুত্বপূর্ন সেফটি গিয়ার হচ্ছে হেলমেট । বাংলাদেশে পাওয়া যাচ্ছে এমন বেশ ভাল মানের কিছু হেলমেট ব্র্যান্ড হচ্ছে Steelbird, Studds, Vega, Bilmola । আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Vega Helmets এর সম্পর্কে বিস্তারিত সব কিছু । তবে চলুন শুরু করা যাক ।

Vega Helmets Price

  • The Vega OFF ROAD THUNDER D/V-E Black Red – 2700 BDT
  • Vega OFF ROAD D/V SKETCH-E ANTHRACITE BLACK – 2700 BDT
  • Vega OFF ROAD D/V GANGSTER-E Black Red – 2500 BDT
  • The Vega OFF ROAD D/V-E M.Blue – 2500 BDT
  • Vega OFF ROAD D/V-E Burgundy – 2500 BDT
  • Vega CRUX O/F-E Black – 1500 BDT
  • The Vega ECLIPSE-E Dull Red – 1800 BDT

Vega OFF ROAD THUNDER D/V-E Black Red

Vega OFF ROAD THUNDER D/V-E Black Red

হেলমেটটিতে দেয়া হয়েছে রিমুভাল এবং রিপ্লেস করা যায় এমন লাইনার দিয়ে । এর দেখার সৌন্দর্য বৃদ্ধি এবং অতি বেগুনী রশ্মি থেকে বাচার জন্য দেয়া হয়েছে পলিইউরোথেনিক পেইন্ট । এর কারনে মাথার এবং কানের সেফটি বেড়ে গিয়েছে । যদিও কিছু কিছু ক্ষেত্রে বিশেষ এ হেলমেটটিতে একটু সমস্যা হতে পারে । 

Also Read: AGV K5-S Helmet Price In BD

ভাইজরঃ হেলমেটের ভিউ খুব পরিস্কার । ভাইজরটি আপনাকে ধুলাবালি থেকে এবং সেই সাথে অন্যান্য যেসকল সমস্যা যেমন বৃষ্টির সময়, কাদামাটিতে চলার সময়, অথবা হাই স্পিডে রাইড করার সময় আপনার চোখটিকে রক্ষা করবে । রাইডার কে রাইড করার সময় চিন্তা করতে হবে না চোখের প্রোটেকশন নিয়ে, ভাইজারটি থেকে ভাল একটি ফিডব্যাক দেবে । 

সবধানতাঃ হেলমেট এমন একটি সেফটি গিয়ার যা আপনার জীবন বাচিয়ে দিতে পারে । যখন আপনি রাস্তায় রাইড করবেন তখন একটা হেলমেট আপনাকে নানা ধরনের বিপদ ও সমস্যা থেকে আপনার মাথা বাচিয়ে দেবে, সাথে আপনার জীবনও । যদি আপনার রাইড করার সময় কোন ঝামেলা বা সমস্যা হয় তবে আপনি ভালভাবে রাইড করতে পারবেন না । 

Vega OFF ROAD DV SKETCH E ANTHRACITE BLACK

Vega OFF ROAD D/V SKETCH-E ANTHRACITE BLACK

এই হেলমেটিও রিপ্লেসবেল এবং রিমুভাল লাইনার দিয়ে দেয়া হয়েছে । এর গ্রাফিক্স ডিজাইন অনেক অসাধারন । সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে বাচার জন্য এতেও দেয়া হয়েছে পলিইউরোথেনিক পেইন্ট । এই হেলমেটটির দাম হাতের নাগালের মধ্যেই । 

ভাইজরঃ ভাইজর এর ভিউ পরিস্কার । সব কিছু খুব সুন্দর ভাবে দেখা যায় । চোখে দারুন ভাবে প্রোটেকশন দেয় । বাতাস কেটে বের হয়ে যায় । এর এরোডায়নামিক ডিজাইন একে আরও আকর্ষনীয় করে তুলেছে । 

Also Read: AGV Compact-ST Helmet Price In BD

সবধানতাঃ যদিও এর ভাইজর রয়েছে তবে সামনের দিকে কোন ভাইজর নেই । মানে হচ্ছে এর ভিতরের  দিকে একটি ভাইজর দেয়া হয়েছে । আপনি চাইলে অতিরিক্ত ভাইজর লাগিয়ে নিতে পারবেন । ভাইজর আপনাকে সব ধরনের ধুলাবালি, ও ঝামেলা থেকে রক্ষা করবে । 

Vega OFF ROAD D/V GANGSTER-E Black Red

Vega OFF ROAD D/V GANGSTER-E Black Red

এই হেলমেটির বৈশিষ্ট্য হচ্ছে এর ভাইজরটি এন্টি স্ক্র্যাচ প্রুফ এবং অসাধারন সহন ক্ষমতা । মানে এই হেলমেটির প্রোটেকশন ক্ষমতা অনেক বেশি এবং অনেক বেশি চাপ সহ্য করতে পারে । এছাড়া এর ভাইজরটি সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে চোখ রক্ষা করে থাকে । এর চেইন বা লক সিস্টেমটিও অনেক ভাল । যার কারনে দুর্ঘটনার সময় এটি সহজে মাথা থেকে খুলে যায় না । 

ভাইজরঃ ভাইজর এর ভিউ পরিস্কার । সব কিছু খুব সুন্দর ভাবে দেখা যায় । চোখে দারুন ভাবে প্রোটেকশন দেয় । বাতাস কেটে বের হয়ে যায় । এর এরোডায়নামিক ডিজাইন একে আরও আকর্ষনীয় করে তুলেছে । 

সবধানতাঃ যদিও এর ভাইজর রয়েছে তবে সামনের দিকে কোন ভাইজর নেই । মানে হচ্ছে এর ভিতরের  দিকে একটি ভাইজর দেয়া হয়েছে । আপনি চাইলে অতিরিক্ত ভাইজর লাগিয়ে নিতে পারবেন । ভাইজর আপনাকে সব ধরনের ধুলাবালি, ও ঝামেলা থেকে রক্ষা করবে । 

Vega helmet OFF ROAD DV E M Blue

Vega OFF ROAD D/V-E M.Blue

এই হেলমেটটি তৈরি করা হয়েছে হালকা ফাইবার দিয়ে, যার সাথে যুক্ত করা হয়েছে অফ-রোডের মটো-স্পোর্টস লুকস । আর হেলমেটের প্রোটেকশন ক্ষমতা বা এর বডি অনেক বেশি প্রোটেকটিভ হওয়ার কারনে যেকোন রকমের বিপদ থেকে মাথা কে বাচিয়ে দেয় । এছাড়া এর ভাইজরটি হচ্ছে এন্টি স্ক্র্যাচ ভাইজর, যার জন্য কোন ধরনের দাগ পরে না । হেলমেটের দু পাশেই ট্রাকশন দেয়া হয়েছে । 

Also Read: AGV K1 Helmet Price In BD

গগলস গুলোকে সুন্দর ভাবে হেলমেটের সাথে বসানো এবং যেভাবে বসানো তাতে আপনার চোখে কোন সমস্যাই হবে না । আর আপনার রাইডিং ক্ষেত্রেও কোন ঝামেলায় পরতে হবে না । হেলমেটিতে দেয়া হয়েছে ডুয়েল পুল এক্সহস্ট, যাতে করে আপনার মাথার গরম ভাব ও হিউমিডিটি সম্পূর্ন রূপে বের হয়ে যাবে ও আপনার মাথা কে ঠান্ডা রাখবে । এই হেলমেটে দেয়া হয়েছে নতুন CAD প্রযুক্তি । এছাড়া এটি অনেক বেশি শক এবজরভ করতে পারে, এবং রাইডার কে একটি আরামদায়ক রাইডের নিশ্চয়তা দেয় । এর বিল্ট-ইন গগল আপনাকে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আপনার চোখ কে রক্ষা করবে । 

Vega OFF ROAD DV E Burgundy

Vega OFF ROAD D/V-E Burgundy

স্ক্র্যাচ প্রুফ ভাইজর, যা আপনার মাথা এবং চোখ কে রক্ষা করবে রাইড করার সময় । এই হেলমেটটি ভেগা এর অন্যতম অফ রোড স্পোর্টস মোটরসাইকেল । এছাড়া এর এন্টি স্ক্র্যাচ অপশনটি রাইডার কে একটি পরিস্কার ভিশন দেয়, যাতে করে সহজে রাইড করতে পারে । হেলমেটের ট্র্যাকশন প্লেটটি গগলস টিকে খুব সুন্দর করে ধরে রাখে যাতে করে রাইডের সময় কোন সমস্যা না হয় । এর ডুয়েল পোর্ট এক্সহস্ট এর কারনে বাতাস বেশি প্রবাহিত হয় । যাতে করে আপনার মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে । এর ফিটিং টাও ভাল । এর এডভান্স ফিটিং ফিচারটি খুব সহজে মাথা বসে যায় এবং এটি সম্পূর্ন রূপে ফিট হয় । বিল্ট-ইন গগলস আপনাকে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করবে । 

Vega CRUX OF E Black

Vega CRUX O/F-E Black

হেলমেটের লাইনার গুলো পরিবর্তন করা যায় এবং সেই সাথে এটি অনেক প্রোটেক্টিভ হেলমেট । এছাড়া এর কালা করা হয়েছে সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে বাচার জন্য পলিইউরোথেনিক পেইন্ট ব্যবহার করা হয়েছে । রাইডিং এর সময় কান এবং মাথার অংশ গুলোকে সর্বোচ্চ সুরক্ষা দিয়ে থাকে । 

ভাইজরঃ ভাইজর এর ভিশন ক্লিয়ার এবং সচ্ছ । এছাড়া এর এয়ার ফ্লো অনেক ভাল যা কারনে রাইডিং এর সময় কোন সমস্যায় পরতে হয় না । বাতাস ভালো ভাবে আসা যাওয়ার কারনে মাথা ঠান্ডা রাখে ও ঘাম হয় না । 

সাবধানতাঃ হেলমেটিতে যাতে কোন রকম ব্যাকটেরিয়া না হয় তার জন্য, মাঝে মাঝে রোদে দিতে হবে । যদি সম্ভব হয় সপ্তাহে এক বার ওয়াশ করতে হবে । যতটা সম্ভব পরিস্কার রাখতে হবে । 

Vega ECLIPSE E Dull Red

Vega ECLIPSE-E Dull Red

ইক্লিপস একে বলা হয় টুইন ভাইজর প্রযুক্তির অন্যতম বিশেষ দিক । যারা এডভান্স রাইডার তাদের জন্য ই মুলত এই হেলমেটটি তৈরি করা হয়েছে । CAD প্রযুক্তির কারনে হেলমেটটি অনেক হালকা এবং শক্ত । তাই রাইডিং এর সময় কোন রকম ঝামেলা হয় না । এরোডায়নামিক সেল এর কারনে এয়ার ফ্লো অনেক বেশি তাই মাথা ঠান্ডা রাখে । এছাড়া এর শক এভজরবিং ক্ষমতাও অনেক ভালো ও মাল্টি ডেনসিটি EPS লাইনার দেয়া হয়েছে । মাল্টি স্টেজ ভেন্ট দেয়া হয়েছে, যাতে সামনে এবং পিছনে এক্স হস্ট থাকার দরুন বাতাস ভালভাবে ফ্লো করে । আরামদায়ক এবং ওয়াশ করা যায় । সাইড কভার এর জন্য দেয়া হয়েছে অল্টারনেটিভ ভাইজর এবং এন্টি স্ক্র্যাচ ভাইজর । সামনে থাকা ভেন্ট কুয়াশার হাত থেকে বাচায় ।

Vega Helmets Price In Bangladesh

Vega Helmets - দাম

এই ছিল Vega Helmets এর দাম নিয়ে বিস্তারিত । হেলমেট ক্রয় করা আগে অবশ্যই হেলমেটের কোয়ালিটি এবং এর সেফটি সম্পর্কে অবগত হয়ে নিন । একটি ভাল মানের হেলমেট আপনার জীবন বাচিয়ে দিতে পারে । অনেক বড় দুর্ঘটনা থাকে আপনাকে রক্ষা করবে । 

ধন্যবাদ সবাইকে ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

I-am Sunra Robo-S

I-am Sunra Robo-S

Price: 0.00

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes