বাইকবিডির নতুন লাইফ স্টাইল পার্টনার স্যামবর্ন
This page was last updated on 04-Jan-2025 10:41am , By Raihan Opu Bangla
সম্প্রতি স্যামবর্ন এবং বাইকবিডি এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে স্যামবর্ন আগামী এক বছরের জন্য বাইকবিডির লাইফ স্টাইল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। আগামী এক বছর বাইকবিডি এবং স্যামবর্ন একত্রে এক যোগে বাইকারদের নিয়ে কাজ করবে।
বাইকবিডির নতুন লাইফ স্টাইল পার্টনার স্যামবর্ন
স্যামবর্ন মুলত চামড়ার তৈরি পন্য নিয়ে কাজ করতে থাকে। তারা বাইকারদের জন্য নিয়ে এসেছে দারূণ একটি পন্য যেটা বাইকারদের দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রয়োজন। আর এই পন্যটি হচ্ছে মটো ওয়ালেট। এর সাথে রয়েছে চাবির রিং।
Also Read: Bike Price In Bangladesh
এই মটো ওয়ালেটটি বাইকারদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। এখানে একই সাথে বাইকের প্রয়োজনীয় কাজপত্র থেকে শুরু করে আপনার মোবাইল, টাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা যায়।
সম্পূর্ণ দেশিও কাচমাল এবং দেশে নিজস্ব কারখানায় তৈরি করা হয়েছে। এই মটো ওয়ালেটে যেসব ফিচার্স রয়েছে –
- বাইকারদের জন্য স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে।
- দুটো কালারে রয়েছে চকলেট এবং ব্লাক।
- মোবাইল স্লট ১ টা (যে-কোন সাইজের মোবাইল রাখা যাবে)।
- নরমাল ক্যাশ স্লট ১ টা।
- সেফটি জিপার ক্যাশ স্লট ১ টা।
- কার্ড স্লট ৪ টা (১ টা স্লটে একাধিক কার্ড রাখা যাবে)
- সাইজঃ- লম্বা ৭.৫” এবং চওড়া ৪” (২ ফোল্ড)।
- বাইক ট্যাক্স টোকেন স্লট ১টা।
- বাইক লাইসেন্স স্লট ১ টা।
- ড্রাইভিং লাইসেন্স স্লট ১ টা।
- হাই কোয়ালিটি ইয়ারসেল লেদার ম্যাটেরিয়াল।
আমরা আশা করছি এই পন্যটি বাইকারদের অনেক সহায়ক হবে। বিশেষ ভাবে লং রাইডের সময় এই মটো ওয়ালেট বাইকারদের অনেক বেশি সহায়ক হবে।