Two-Stroke vs Four-Stroke Engines কোনটার কাজ কি?

This page was last updated on 24-Sep-2025 12:29pm , By Rafi Kabir

মোটরসাইকেল কিংবা ছোট ইঞ্জিনের কথা উঠলেই আমরা প্রায়ই শুনি দুই-স্ট্রোক (2-Stroke) আর চার-স্ট্রোক (4-Stroke) ইঞ্জিনের নাম। কিন্তু আসলে এদের মধ্যে পার্থক্য কোথায়? কোনটা ভালো, কোনটা দুর্বল? আর সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব।

মোটরসাইকেল ইঞ্জিন কীভাবে কাজ করে?

মোটরসাইকেল ইঞ্জিন মূলত এয়ার এবং ফুয়েল মিশ্রণ (Air-Fuel Mixture) জ্বালিয়ে শক্তি তৈরি করে, আর সেই পাওয়ার এ মোটরসাইকেল বা গাড়ি চলে। আর এই সম্পূর্ন প্রক্রিয়াকে বলে Power Cycle বা Combustion Cycle। এই সাইকেল সম্পন্ন হতে কতগুলো স্ট্রোক (Stroke) লাগে, সেটার ওপর নির্ভর করে ইঞ্জিনটি 2-Stroke নাকি 4-Stroke।

দুই-স্ট্রোক ইঞ্জিন (Two-Stroke Engine)

Two-Stroke Engine এ একটি Power Cycle সম্পন্ন হয় মাত্র দুইটা স্ট্রোক (একটা Upstroke এবং একটা Downstroke) এ। মানে  পিস্টন একবার ওপরে উঠবে, একবার নিচে নামবে আর এভাবেই ইঞ্জিন পাওয়ার তৈরি করবে।

দুই-স্ট্রোক ইঞ্জিনের কাজের ধাপ

Compression এবং Intake: পিস্টন ওপরে উঠতে থাকে, নিচ থেকে এয়ার-ফুয়েল মিশ্রণ সিলিন্ডারে ঢোকে এবং Exhaust পরত থেকে ধোয়া বের হয়।

Power এবং Exhaust: পিস্টন নিচে নামলে স্পার্ক প্লাগ আগুন জ্বালায়, ফুয়েল বিস্ফোরিত হয়, আর পিস্টনকে নিচে ঠেলে দেয়। একই সঙ্গে Exhaust Port দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়।

এভাবে মাত্র দুই স্ট্রোকেই পুরো কাজ শেষ করে Two-stroke engine।

সুবিধা

  • ছোট ও হালকা (Lightweight)।
  • বেশি পাওয়ার জেনারেট করতে পারে সাইজ অনুযায়ী।
  • মেইনটেন্যান্স সহজ।
  • কম RPM-এও ভালো টর্ক পাওয়া যায়।

অসুবিধা

  • জ্বালানি (Fuel) খরচ বেশি।
  • ধোঁয়া (Exhaust Smoke) বেশি বের হয়।
  • ইঞ্জিন দ্রুত ক্ষয়ে যায়, লাইফটাইম কম।
  • লং ট্যুরে তেমন নির্ভরযোগ্য নয়।

চার-স্ট্রোক ইঞ্জিন (Four-Stroke Engine)

Four-Stroke Engine এ একটি Power Cycle সম্পন্ন হয় চারটা স্ট্রোক Intake তারপর Compression তারপর  Power তারপর  Exhaust। মানে পিস্টন চারবার উঠা-নামার পর একবার পাওয়ার তৈরি হয়।

চার-স্ট্রোক ইঞ্জিনের কাজের ধাপ

Intake Stroke: প্রথমে পিস্টন নিচে নামে তারপর ইনটেক ভাল্ব খোলে তারপর এয়ার ফুয়েলে ঢুকে।

Compression Stroke: এটাতে পিস্টন ওপরে উঠে তারপর মিশ্রণ কম্প্রেস হয়।

Power Stroke: এটাতে স্পার্ক প্লাগে আগুন জ্বলে তারপর ফুয়েল বিস্ফোরিত হয়ে পিস্টনকে নিচে ঠেলে দেয়।

Exhaust Stroke: পিস্টন ওপরে উঠে, Exhaust Valve খুলে ধোঁয়া বের করে দেয়।

অর্থাৎ, চারবার স্ট্রোক শেষে একবার পাওয়ার তৈরি হয়।

সুবিধা

  • ফুয়েল ইফিশিয়েন্ট (Fuel Efficient)।
  • ধোঁয়া কম বের হয় (Environment friendly)।
  • ইঞ্জিন টেকসই ও দীর্ঘস্থায়ী।
  • লং ট্যুর ও হাইওয়ে রাইডে নির্ভরযোগ্য।

অসুবিধা

  • ওজন বেশি ও জটিল গঠন।
  • একই সিসির (cc) দুই-স্ট্রোকের তুলনায় কম পাওয়ার।
  • মেইনটেন্যান্স খরচ বেশি।

Two-Stroke VS Four-Stroke এর বেশিষ্ট্য এর পার্থক্যঃ

বৈশিষ্ট্য
Two-Stroke
        Four-Stroke
Power per CC
বেশি 
তুলনামূলক কম
Fuel Efficiency
 কম
বেশি
Smoke/Emission 
বেশি
 কম
Durability
 কম
বেশি
Weight
হালকা
ভারী
Maintenance
সহজ
জটিল ও ব্যয়বহুল
User Case
ছোট বাইক, রেসিং, অফ-রোড
দৈনন্দিন ব্যবহার, লং ট্যুর


Two-Stroke Engine: ছোট বাইক (50cc–125cc), স্কুটার, অফ-রোড ডার্ট বাইক, কিছু মেরিন ইঞ্জিনে ব্যবহৃত হয়।

Four-Stroke Engine: আধুনিক সব মোটরসাইকেল, কার, স্কুটার, এবং বড় ইঞ্জিনে ব্যবহার হয়।


দুই-স্ট্রোক(Two-stroke) ইঞ্জিন শক্তিশালী ও কমপ্যাক্ট হলেও এর ফুয়েল খরচ ও দূষণ বেশি, আর চার-স্ট্রোক(Four-Stroke)  ইঞ্জিন তুলনামূলক কম শক্তিশালী হলেও ফুয়েল সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী এবং পরিবেশবান্ধব।

তাই যারা হালকা, দ্রুত, অ্যাডভেঞ্চার বা অফ-রোড রাইড চান, তাদের কাছে Two-Stroke ভালো লাগতে পারে।

আর যারা লং ট্যুর, ডেইলি কমিউট বা নির্ভরযোগ্য পারফরম্যান্স চান, তাদের জন্য Four-Stroke সেরা।