TVS Metro Plus ৬০,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা - আয়মান

This page was last updated on 01-Aug-2024 07:01pm , By Shuvo Bangla

আমি আয়মান । আমি একটি TVS Metro Plus বাইক ব্যবহার করি । আজ আমি আমার বাইক এবং বাইকিং লাইফের কিছু গল্প শেয়ার করবো ।tvs metro plus bikeআমার বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলায়। আমি যখন ক্লাস ৫ এ পরি তখন বাইক চালানো শিখছিলাম। আমি প্রথম অবস্থায় একটা ৮০cc বাইক দিয়ে চালানো শিখি। বর্তমানে আমি যে বাইক ব্যবহার করি ওটা হলো TVS Metro Plus বাইকটি ১১০ সিসি বাইকটির বয়স প্রায় ২.৫ বছর। বাইকটি প্রায় ৬০,০০০ কিলোমিটার অতিক্রম করেছে।

TVS Metro Plus নিয়ে রাইডিং অভিজ্ঞতা -

আমার বাইকের সাথে আমার কেমন যেন একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। অনেকেই আছে যারা বিভিন্ন কাজে বাইক ব্যবহার করেন বা বিভিন্ন কারনে বাইক রাইডিং ভালোবাসেন, আমিও বাইক রাইডিং ভালোবাসি কিন্তু কেন সেটা জানি না। কেমন জানি একটা অদ্ভুত মায়া, আলাদা একটা ভালোবাসা, অন্যরকম একটা নেশার মতো। আমার বাইক কেনার সময় Honda Livo বাইকটি কেনার কথা ছিলো কিন্তু আমি TVS Metro plus 110 cc নিয়েছি।tvs metro plusএখন জিজ্ঞেস করতে পারেন এটা কেন নিলাম ?
এটা নেয়ার পিছনে অনেক কারন রয়েছে। প্রথমত বাইক নেয়ার জন্য অনেকগুলো শো-রুম ঘুরছি, আমার সাধ্যের মধ্যে এবং সব সহ Honda Livo পছন্দ হইছিলো তাও TVS Showroom এ গিয়ে TVS Metro plus 110 বাইকটি দেখলাম এবং এটি নিলাম।কারন এই বাইকের কালার এবং ডিজাইন খুব ভালো লাগছে, তাছাড়াও বাইকটির মাইলেজ ও খুব ভালো। এটা খুব স্টাইলিস মডেলের না, আবার খুব পুরোনো মডেলের ও না। সব দিক দিয়েই আমার জন্য পারফেক্ট।


TVS Bike এর ইঞ্জিন পাওয়ার আমার কাছে খুব ভালো লাগে । আমার এই বাইকটির ইঞ্জিন এর রেস্পন্স পাশাপাশি ব্রেকিং আমার খুব ভালো লাগে । পার্টস সব জায়গায় এভেইলেভেল পাওয়া যায় । মাইলেজ ভালো থাকায় আমার জন্য খুব ভালো হয়েছে যেহেতু আমি এখনো পড়াশুনা করি ।

এই বাইকটি কিনছিলাম ঢাকা থেকে, তখন বাইকটির দাম ছিলো ১ লক্ষ ১০ হাজার টাকা। কিছু ডিস্কাউটের জন্য কয়েকহাজার টাকা কমে পাইছি। আর বাইক পছন্দ করার জন্য প্রায় ৩-৪ দিন শো-রুম ঘুরছিলাম, পরে একদিন সিদ্ধান্ত নিছিলাম যে আজকে বাইক নিয়েই বাসায় ফিরবো, অবশেষে ওইদিনি কিনছি।tvs metro plus bikeযেদিন বাইকটা প্রথম চালাই ওইদিন যে কি আনন্দ হয়েছিলো বলে বুঝাইতে পারবো না। আর বাইকটি নিয়ে আজ পর্যন্ত কোন গুরুতর দুর্ঘটনার শিকার হয় নি।

সবশেষে বলতে চাই, আমর বাইককে কে কি বলে বলুক, কিন্তু আমার বাইক আমার কাছে সেরা এবং আমার জন্য পারফেক্ট। আমি যে আমর বাইককে কতোটা ভালোবাসি তা বুঝানো সম্ভব না।

লিখেছেনঃ আয়মান
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes