TVS Bangladesh আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো বাইক থ্রিলিং শো
This page was last updated on 29-Jul-2024 06:21am , By Shuvo Bangla
TVS Bangladesh এর আয়োজনে ঢাকার যমুনা ফিউচার পার্কের ভি আই পি পার্কিং এ অনুষ্ঠিত হলো এক আকর্ষনীয় বাইক থ্রিলিং শো । TVS Bangladesh পর্যায়ক্রমে বাংলাদেশের ১৬ টি জেলায় এই রোমাঞ্চকর অনুষ্ঠানের আয়োজন করেছে ।
সেই ধারাবাহিকতায়, ঢাকার যমুনা ফিউচার পার্কের ভি আই পি পার্কিং এ ২৮ শে মার্চ, ২০২১, টিভিএস বাইক থ্রিলিং শো অনুষ্ঠিত হয়েছে, যেখানে সকল বাইক প্রেমীদের জন্য একটি উৎসব মেলায় পরিণত হয়েছে। রোমাঞ্চকর এই শো তে ছিল ইন্ডিয়া থেকে আসা ৪ জন Apache Pro performance (APP) টিম মেম্বার এর অসাধারন পারফরম্যান্স।
Click To See New TVS Apache RTR 160 4V Bike Price In Bangladesh
TVS Bangladesh এর এই বাইক থ্রিলিং শো ছিল ঢাকার সকল বাইকারদের জন্য একটি আনন্দের সংবাদ। ঢাকার আনন্দময় এই থ্রিলিং শো উপভোগ করতে অসংখ্য বাইক-প্রেমী লোকেরা যমুনা ফিউচার পার্কের ভি আই পি পার্কিং এ জড়ো হয়েছে। TVS Bangladesh এর দুর্দান্ত রোমাঞ্চকর অনুষ্ঠানটি সকল বাইকারদের মধ্যে একটি মিলনমেলা তৈরি করেছে।
স্টান্ট শো প্রতিটি বাইকারদের কাছে খুব জনপ্রিয়। তাই, TVS Bangladesh বাংলাদেশের বাইকারদের জন্য এই আকর্ষণীয় স্টান শো এর আয়োজন করেছে, যার মাধ্যমে সবাই ইন্ডিয়ার Apache Pro performance (APP) টিম মেম্বার দের আকর্ষনীয় স্টান শো উপভোগ করতে পেরেছে। এই দুর্দান্ত রোমাঞ্চকর শো শুধুমাত্র বাইকারদের জন্যই নয় এটি সকলের জন্য উন্মুক্ত ছিল।
আকর্ষনীয় এই বাইক থ্রিলিং শো ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ৩ ঘটিকায় শুরু হয় এবং সন্ধ্যা ৬ ঘটিকায় শেষ হয়। প্রচুর মানুষ এই আকর্ষনীয় এই বাইক থ্রিলিং শো উপভোগ করে।
বাইক স্টান শো এর পাশাপাশি র্যাফেল ড্র এর ব্যবস্থা করা হয় যেখানে বিজয়ীদের জন্য আকর্ষনীয় উপহার এর ব্যবস্থা ছিল, ইভেন্ট ভেন্যুতে, TVS Bangladesh তাদের সর্বাধিক জনপ্রিয় টিভিএস এর নতুন মডেল New TVS Apache RTR 160 4V বাইকটি প্রদর্শন করে।
TVS Apache RTR 160 4v Smart XConnect With ABS First Impression Review By |Team BikeBD|
এই আনন্দময় অনুষ্ঠানটি সম্পুর্ন আয়োজন করেছে TVS Bangladesh। এই রোমাঞ্চকর শো তে Apache Pro performance (APP) টিম মেম্বাররা New TVS Apache RTR 160 4V বাইকটি দিয়ে স্টান করেছে।
TVS Bangladesh বাইক থ্রিলিং শো অনুষ্ঠানে স্টান শো করে ইন্ডিয়ার ৪ জন Apache Pro performance (APP) টিম মেম্বার- Rahul SharmaPadma Prasanth PBunty GodaraArvind Singh Rajput উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল - Mr.Mrigen Banerjee, 2-Wheeler Business Head, TVS Autos Bangladesh Ltd. Mr. Ashraful Hassan, Head of Marketing, TVS Auto Bangladesh Ltd. Mr. Sagar Venkateshwar Nemani, TVS Motor Company, India. Mr. Nosibur Rahman Prodhan, Dhaka Area Manager, TVS Autos Bangladesh Ltd.
Click To See All TVS Bike Price In Bangladesh
টিম বাইকবিডি অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল। ইন্ডিয়া থেকে আগত Apache Pro performance (APP) টিম মেম্বাররা স্টান নিয়ে, বাংলাদেশ ভ্রমন নিয়ে এবং বাংলাদেশে তাদের স্টান প্রগ্রাম এর অভিজ্ঞতা টিম বাইকবিডির কাছে শেয়ার করেন , যার ভিডিও আপনারা বাইকবিডির ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।