TVS Apache RTR 160 4V-এবার পারফরম্যান্সে নতুন মাত্রা

This page was last updated on 08-Sep-2025 10:26am , By Rafi Kabir

ভারতে লঞ্চ হল TVS Apache RTR 160 4V ও RTR 200 4V। জনপ্রিয় মডেল TVS Apache RTR 160 4V এবং RTR 200 4V এবার এসেছে একেবারে নতুন সব ফিচারস নিয়ে । নতুন বাইকে আছে মর্ডান টেকনোলজি, আকর্ষনীয় ডিজাইন এবং নতুন কালার। ভারতে লঞ্চ করা বাইকের দাম রাখা হয়েছে TVS Apache RTR 160 4V -এর জন্য ১.৪৭ লাখ রুপি এবং TVS Apache RTR 160 4V-এর জন্য ১.৫৯ লাখ রুপি (দিল্লি শোরুম মূল্য)।

TVS Apache RTR 160 4V

নতুন এই বাইকে দেওয়া হয়েছে একেবারে নতুন Class-D Projector Headlight ও  LED Day-time running light(DRL), যা আগে শুধু Apache RTR 310 এ পাওয়া যেত। ফলে রাতের অন্ধকারে হেডলাইটের আলোয় খুব স্পষ্ট দেখা যায়। এছাড়া বাইকটিতে রয়েছে 5 inch Display cluster, যেখানে Bluetooth কানেকশন ও voice assist সুবিধাও দেওয়া হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রে TVS বিশেষ গুরুত্ব দিয়েছে। বাইকটিতে এখন রয়েছে Traction control system, যা কঠিন পরিস্থিতিতেও টায়ারের গ্রিপ ধরে রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি Assist Clutch ও Slipper Clutch যুক্ত করা হয়েছে, যা গিয়ার পরিবর্তনকে মসৃণ করে এবং হঠাৎ ব্রেকের সময় নিরাপত্তা বাড়ায়।

গ্রাহকদের পছন্দ মাথায় রেখে TVS নতুন কালার ও এনেছে। TVS Apache RTR 160 4V পাওয়া যাবে racing red, marine blue ও matte black কালার। অন্যদিকে TVS Apache RTR 200 4V পাওয়া যাবে matte black ও Granite Grey কালারে । এই নতুন কালারগুলো বাইক দুটিকে দিয়েছে আরও প্রিমিয়াম লুক।

সব মিলিয়ে বলা যায়, ডিজাইন এর সূক্ষ্ম পরিবর্তন, নতুন ফিচারস এবং নতুন কালার  TVS Apache RTR 160 4V ও TVS Apache RTR 200 4V আরও আকর্ষণীয় করে তুলেছে। টিভিএস আশা করছে, নতুন এই দুইটি বাইক ভারতীয় বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।