TVS Apache RTR 160 4V ৬০০০ কিলোমিটার রাইড রিভিউ - রিদয়
This page was last updated on 30-Jul-2024 04:54pm , By Shuvo Bangla
আমি মোঃ রিদয় খান। ঠিকানা চান্দাইকোনা, রায়গঞ্জ , সিরাজগঞ্জ । আমি TVS Apache RTR 160 4V বাইকটি ব্যবহার করি । বাইকটি আমি ৬০০০ কিলোমিটার রাইড করছি আর এই বাইক টাই আমার জীবনের প্রথম বাইক ।
আমি বাইক ভালোবাসি কারণ বাইক মানে হচ্ছে স্বাধীনতা। বাইক সাধারন একটা যানবাহন যার জন্য খুব সহজে জীবন কে ইজি করে তোলে এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে একটা শান্তি লাগে এই জন্যই আমি বাইক ভালবাসি।
কন্ট্রোলিং এবং সিটিং পসিশন এর জন্য আমি আমার বাইকটা বেছে নিয়েছি, আমার বাইকটা মূলত নরমাল ইউজ করার জন্য আশেপাশে ভ্রমন এগুলো করার জন্য ব্যবহার করি।
আমার বাইকটা যখন আমি টিভিএস এর শোরুম থেকে নেই তখন তার মূল্য ছিল ২ লক্ষ ৪ হাজার টাকা। বাইকটা প্রথম চালানোর অভিজ্ঞতা খুব দারুণ আমি এ পর্যন্ত যতগুলো বাইক চালাইছি সবথেকে বেস্ট কম্ফোর্ট লাগছে আমার বাইকটা।
আমি এখন পর্যন্ত চারটি সার্ভিসিং করেছি সবগুলো সার্ভিস সেন্টার থেকেই করাই। ২৫০০ কিলোমিটারের আগে আমি মাইলেজ পাই ২৮ এবং ২৫০০ কিলোমিটার চলার পরে মাইলেজ পাচ্ছি ৩৮-৪২।
আমি আমার বাইকটা নিয়মিত যত্ন করার চেষ্টা করি এর চেইন লুব করা ক্লাস ক্যাবল চেক করা বিভিন্ন ইন্ডিকেটর চেক করা এগুলো আমি নিয়মিত করে থাকি । আমি প্রথমদিকে টিভিএস এর ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম 20w40 গ্রেডের মিনারেল যার মূল্য হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এরপরে আমি ব্যবহার করছি সেল যেটা 20w40 ( মিনারেল ) ।
আমার এখন পর্যন্ত বাইকের কোন পার্টস পরিবর্তন করতে হয় নাই আলহামদুলিল্লাহ শুধুমাত্র ইন্ডিকেটর একটা লাইট পরিবর্তন করতে হয়েছে। টিভিএস বাইকের পার্টস সবখানেই এভেইলেভেল পাওয়া যায় ।
TVS Apache RTR 160 4V বাইকের কিছু ভালো দিক -
- কম্ফর্ট ভাবে রাইট করা যায়।
- মাইলেজ খুব ভালো।
- টার্নিং রেডিয়াস খুব ভালো।
- টায়ার সাইজ ১৩০ হওয়াতে কন্ট্রোলিং খুব ভালো।
- হেড লাইট এলইডি হওয়ার কারনে ভালো ভাবেই রাইড করা যায়।
TVS Apache RTR 160 4V বাইকের কিছু খারাপ দিক -
- ব্রেকিং একটু খারাপ ।
- ১২৫০ এল ইঞ্জিন অয়েল দরকার।
- ফুয়েল কস্ট বেশী।
- লং রাইড করলে ব্যাক পেইন হয়।
- পিলিয়ন সাথে থাকলে যখনই ব্রেক করা হয় পিছনের মানুষ সামনে চলে আসে।
আমি একদিনে ৩০০ কিলোমিটার রাইড করছি , তেমন কোনো সমস্যা হয়নি, বেশ ভালো কম্ফোর্ট পেয়েছি । আর বাইকটা নিয়ে আমি বেশ খুশি এবং আমার কাছে বেস্ট মনে হয় এটা। ধন্যবাদ ।