TVS Apache RTR 150 বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা - শুভ্র সাহা রনি

This page was last updated on 13-Aug-2025 06:27pm , By Shuvo Bangla

আমি শুভ্র সাহা রনি , বর্তমানে আমি TVS Apache RTR 150 ব্যবহার করছি। বাইকটির সিটিং পজিশন আমার কাছে বেশ আরামদায়ক লাগে এবং চালাতে ভালো লাগে। তাই আজ এই বাইকটি নিয়ে আপনাদের কাছে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । 

বাইক কেনার গল্প -

এটি আসলে আমার কেনা বাইক নয়। এটি আমার ছোট মামার ছিল। তিনি মারা যাওয়ার পর থেকে আমি বাইকটি চালাচ্ছি। এর আগে আমার নিজস্ব কোনো বাইক ছিল না এবং বর্তমানে নতুন বাইক কেনার সুযোগও হয়নি।

TVS Apache RTR 150 ব্যাক্তিগত রাইডিং অভিজ্ঞতা 

চালনার অভিজ্ঞতা ও সার্ভিস - 

আমি যখন বাইকটি হাতে পাই, তখন এর ওডোমিটার ছিল 12,273 কিলোমিটার । এখন পর্যন্ত চালানো হয়েছে 26,783 কিলোমিটার । সামগ্রিকভাবে ভালো সার্ভিস পাচ্ছি । মাঝে মাঝে ছোটখাটো সমস্যা হলেও ইঞ্জিন কোয়ালিটি ভালো থাকায় পারফরম্যান্স সন্তোষজনক।

যে দিকগুলো ভালো লেগেছে - 

  • সিটিং পজিশন আরামদায়ক
  • এগ্রেসিভ লুক

যে দিকগুলো উন্নতির প্রয়োজন -

  • ব্রেকিং সিস্টেম আরও উন্নত করা দরকার
  • ব্যালান্সিং উন্নত হলে রাইডিং অভিজ্ঞতা আরও ভালো হবে

Also Read: Motorcycle Price In Bangladesh  

মাইলেজ -

সিটি রাইড: ৩৫-৪০ কিমি/লিটার

হাইওয়ে রাইড: ৪৫-৪৮ কিমি/লিটার

লং ট্যুর ও সিটি রাইড অভিজ্ঞতা -

লং রাইডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বগুড়া থেকে কুয়াকাটা , বগুড়া থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, হিলি, জয়পুরহাট । ডেইলি সিটি রাইডেও ব্যবহার করি। লং রাইডে ব্রেকিং খুব ভালো না হলেও কখনো মিস ব্রেক হয়নি সবসময় কন্ট্রোলে ছিল। যেহেতু বাইকটি আমার কেনা নয় , তাই এখানে পছন্দ করার সুযোগ ছিল না।

Also Read: TVS Bike Price in Bangladesh বর্তমান বাজারে এর চেয়ে আরও ভালো বাইক পাওয়া যায়, তাই নতুন বাইক কেনার সময় অন্য অপশনগুলো দেখার পরামর্শ দেব। অনেকে বলে অ্যাপাচি দিয়ে বেশি এক্সিডেন্ট হয় বা কন্ট্রোলিং খারাপ আমার অভিজ্ঞতায় এসব ধারণা ভুল। কন্ট্রোলিং সম্পূর্ণ রাইডারের দক্ষতার উপর নির্ভর করে। বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ার ও হেলমেট ব্যবহার করুন। সেফটি আগে, স্পিড পরে। ধন্যবাদ । 

লিখেছেনঃ শুভ্র সাহা রনি

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।