TVS Apache RTR 150 2V নিয়ে অর্ধ লক্ষ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা - শান্ত
This page was last updated on 31-Jul-2024 09:29am , By Shuvo Bangla
আমার নাম সাকিব হোসেন শান্ত । কুমিল্লা জেলার বুড়িচং থানায় আমি বসবাস করি । জীবনের প্রথম বাইক টিভিএস ব্র্যান্ড এর TVS Apache RTR 150 2V নিচে এই বাইকটির বর্ননা দিচ্ছি ।
TVS Apache RTR 150 2V নিয়ে অর্ধ লক্ষ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা
বাইক ভালোবাসার কারণ হচ্ছে প্রত্যেকটা ছেলের জীবনে একটি স্বপ্ন থাকে যে একটি বাইক কিনবো চালাব ঘুরব এই আর কী তো বাইক চালাতে খুবই ভালো লাগে বাইক এ বসলেই একটা অন্য রকম ফিলিংস চলে আসে , বাইক দিয়ে ঘুরতে ভালো লাগে যেখানে ইচ্ছা দাঁড়ানো যায় ।
বাইকটি বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি এই এপ্যাচি আরটিআর বাইকটি দিয়ে বাইক চালানো শিখছি এবং এই বাইক টি আগে থেকেই ভালো লাগত তাই একটা সময় এই বাইকটি কিনছি ।বাইক টির দাম ছিলো ১,৭৭,৫০০/- টাকা বাইকটি কিনেছিলাম কুমিল্লা কেন্টনমেন্ট এর হজী মোটরস টিভিস এর অফিসিয়াল শোরুম থেকে । আসলে বাইক কেনার দিন আমি ছিলাম না আমি তখন মালদ্বীভ ছিলাম বাইক কিনতে গিয়েছিল আমার বাবা আর আমার একটি চাচাতো ভাই । বাবা ফোন দিয়ে বলল আজকে বাইক কিনতে যাব কী বল তুমি আমি বললাম যে যাও আমি তো কিছুদিন পরেই আসতেছি আমার অনেক ইচ্ছে ছিল যে ব্লু কালার এর বাইকটি কিনব কিন্তু শোরুম এ গিয়ে দেখে যে একটি মেট রেড কালার বাইক শোরুম এ ঢুকাবে তখন বাবা কল দিয়ে বলল আমাকে এটা বেশি ভালো লাগতেছে । আমার আম্মুর প্রিয় কালার রেড পরে রেড কলার টাই কিনলো।
আমার তখন আর নতুন বাইকটি তখন চালানোর কোনো সুযোগ ছিল না কারণ আমি তখন দেশের বাহিরে । আমি দেশে আসার আগের দিন আমার বাবা বাইকটিকে ওয়াশ করে একদম নিউ করে রাখলো আমার জন্য । দেশে এসে বাইকটি নিয়ে অনেক ঘুরগুরি করলাম ।
এই বাইকটির একটা স্পোর্টস লুক আছে , রেডি পিকআপ বেশ ভালো । এছাড়া এর ইঞ্জিন সাউন্ড টা অনেক সুন্দর । অনেকবার সার্ভিস করেছি কারণ বাইক কিনেছি ২০১৭ সালে প্রথমে তো কুমিল্লা শোরুম থেকেই সার্ভিস করাতাম ফ্রি সার্ভিস গুলো করার পরে আমাদের বুড়িচং বাজার থেকেই সার্ভিস করাই যখন যেই সমস্যা হয় তখনই তার সমাধান করে ফেলি ।
সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন করি সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করি । ৬-৭ মাস পরে মাস্টার সার্ভিস দেই । আগে মাইলেজ পেতাম ৪০ - ৪২ এখন ৩৬ - ৩৮ এর মতো মাইলেজ পাই ।
বাইক এর যখন যা প্রয়োজন হয় তখন তা পরিবর্তন করে ফেলি কয়দিন পর পর ওয়াশ করে পরিষ্কার রাখি । ইঞ্জিন অয়েল আগে টিভিএস এর টা ব্যবহার করতাম পরে মতুল এর 10w40 টা ব্যবহার করি দাম ৬০০ টাকা । বাইক এর ক্লাস প্লেট , পিস্টন এর কাজ , চেইন সেট , টায়ার পরিবর্তন করেছি । অনেকেই বাইকটি চলতো কেমন যেন হয়ে গেছিল তাই ফুল ইঞ্জিন এর কাজ করিয়েছি ভালো ভাবে চালানোর জন্য ।
অল্প কিছু মডিফাই করেছি পিছনের এন্ডিকেটর দুইটা খুলে ছোট দুইটি লাইট লাগিয়েছি । সামনে হেড লাইটটি LED করেছি এর নিচে একটি লাইট লাগিয়েছি আর পিছনের চাকা এক সাইজ বড় লাগিয়েছি আর কিছু স্টিকার লাগিয়েছি । সিলেট রোড এ ১১০ স্পিড পেয়েছিলাম । কিছুদিন আগে কক্সবাজার থেকে আসার সময় ১১৯ টপ স্পিড পেয়েছি।
TVS Apache RTR 150 2V বাইকের কিছু ভালো দিক -
- থ্রটল রেস্পন্স অনেক ভালো
- বাইকটিতে দুজন খুব আরাম এ বসা যায়
- ইঞ্জিন পাওয়ার অনেক ভালো
- বাইকের মেনটেনেন্স খরচ খুবই কম
- এই বাইক এর মেকানিক সব জাগায় পাওয়া যায় এবং পার্টস ও এভেইলেভেল
TVS Apache RTR 150 2V বাইকের কিছু খারাপ দিক -
- ইমারজেন্সি ব্রেকিং এ চাকা স্কীড করে
- ওভার স্পিড করলে হেন্ডেল থেকে ভাইব্রেশন আসে
- পার্টস এর প্রচুর দাম
কিছুদিন আগে কুমিল্লা - চট্টগ্রাম - কক্সবাজার - টেকনাফ ভ্রমণ করি এক সাথে ১০০০ কিলোমিটার চালানো হয়েছে কোন প্রবলেম দেখা দেয়নি শুধু আশার সময় একটু চেইন থেকে আওয়াজ আসছিলো এটা হয়তো চেইন লুব না করার জন্য হয়েছিল । বাইকটি ৪৮,০০০ এর বেশি চালিয়ে ফেলেছি আরও চালাব ইচ্ছে আছে । পরে আবার এপাচির অন্য কোনো বাইক নিব বেশি সিসির ।
ধন্যবাদ ।
লিখেছেনঃ সাকিব হোসেন শান্ত