Suzuki Gixxer 250 ও Gixxer SF 250 এর লঞ্চিং আপডেট
This page was last updated on 06-Jan-2025 04:33pm , By Badhan Roy
ইতিমধ্যেই বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড Suzuki এর নতুন ২৫০ সিসি সেগমেন্টে The Fastest Bike ট্যাগলাইনধারী Suzuki Gixxer 250 ও Gixxer SF 250 বাইক দুইটি বেশ কয়েকদিন ধরে বাইকারদের আলোচনার শীর্ষে। সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে Suzuki Bangladesh তথা Rancon Motors LTD. বাইক দুইটি লঞ্চিং এর তারিখ অফিশিয়ালি ঘোষণা করেছে।
Suzuki Gixxer 250 ও Gixxer SF 250 এর লঞ্চিং আপডেট
জানা গেছে, আজ ১ ডিসেম্বর ২০২৪ তারিখে গুলশানে অবস্থিত আলোকি তে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের রাস্তায় অফিশিয়ালি লঞ্চ করা হবে বহুল প্রতিক্ষিত Suzuki Gixxer 250 ও Gixxer SF 250 বাইক দুইটি। লঞ্চিং এর সময় বাইকের ফার্স্ট লুক এবং প্রাইস রিভিল করা হবে।
যেসকল বাইকার প্রি-বুকিং দিয়েছেন তাদের লঞ্চিং এর পরবর্তী কার্যদিবস থেকেই বাইকটি সিরিয়াল অনুযায়ী ডেলিভারি দেওয়া হবে বলে Suzuki Bangladesh থেকে নিশ্চিত তথ্য পাওয়া গেছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে মেটালিক ম্যাট স্টেলার ব্লু এবং মেটালিক ম্যাট ব্ল্যাক কালার সহ দুইটি বাইক লঞ্চ হতে পারে। Suzuki Gixxer 250 এবং Gixxer SF 250 তে ব্যবহার করা হয়েছে সুজুকি এর নিজস্ব Suzuki Oil Cooling System-SOCS।
SOCS ইঞ্জিনে কর্মক্ষমতা বাড়ানোর জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে যা বিশেষ করে হেভি ট্রাফিক জ্যামের মধ্যেও ইঞ্জিনকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। এর সাথে ব্যবহার করা হয়েছে MotoGP ইন্সপায়ার্ড ইঞ্জিন।
বাইকটির ইঞ্জিন লাইটওয়েট এবং কম্প্যাক্ট, এর মানে বাইকটি চলবে আরও দ্রুত এবং আরও স্মুথলি। এই বাইকটির থ্রটল টুইস্ট করলেই এর থ্রিলিং পাওয়ার ফিল করা যাবে। ২৫০ সিসি সেগমেন্টে সম্ভবত এটাই হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের Fastest মোটরবাইক।
বাইকের লঞ্চিং, প্রাইস এবং অন্যান্য সকল আপডেট সবার আগে পেতে বাইকবিডির সাথেই থাকুন।