Suzuki Gixxer 155 ১০,০০০ কিলোমিটার রাইড রিভিউ - রেদওয়ান
This page was last updated on 31-Jul-2024 01:14pm , By Shuvo Bangla
আমি রেদওয়ান রাফি । আমি বগুড়া বসবাস করি । বর্তমানে আমি একটি Suzuki Gixxer 155 বাইক ব্যবহার করি । আজ আমি আমার এই বাইকটির রাইডিং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ।
Suzuki Gixxer 155 ১০,০০০ কিমি রাইড রিভিউ
আমার Suzuki Gixxer 155 বাইকটি বর্তমানে ১০,০০০ কিলোমিটার চালিয়েছি। বাইকটি বগুড়া জেলাতেই বেশি সময় চালিয়েছি এবং ট্যুরের কথা বলতে গেলে বাইকটি নিয়ে ঢাকা, নাটোর, সিরাজগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, কুষ্টিয়া, রংপুর বিভিন্ন জায়গা ও বিভিন্ন জেলাতে গিয়েছি ।
বাইক এবং বাইকিং ব্যাপারটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে । বাইক নিয়ে ট্যুর করার মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে । সবাইক একত্র হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এটা আমার খুব ভালো লাগে ।
বাইক কেনার ব্যাপারে সব থেকে বড় সমস্যা হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে । তবে আমার বাইক কেনার ক্ষেত্রে আমি এত ভাবতে যাইনি আমার কাছে Suzuki Gixxer 155 বাইকটি পছন্দ হয়েছে তাই পছন্দের বাইকটি ক্রয় করেছি । তারপর থেকে শুরু হয় প্রিয় বাইকের সাথে পথ চলা।
বাইকটি বগুড়ার অফিসিয়াল শো-রুম থেকে কেনা হয়েছে । আমার বাইকটি ক্রয় করার সময় আমার বাবা-মা আমার সাথে ছিল । বাইক কিনেই আমার মা-বাবাকে নিয়ে ঘুরেছিলাম দিনটি ছিল অনেক সুন্দর ও আনন্দময়।
Suzuki Gixxer 155 নিয়ে বলতে গেলে সবার আগে বলতে হবে এর ব্রেকিং সিস্টেম এবং লুকস এক কথায় অসাধারণ। আমাকে যেকোন পরিস্থিতে নিয়ন্ত্রণে রাখতে বাইকটি অতুলনীয় ভূমিকা রাখে । এছাড়া বাইকটির ইঞ্জিন পাওয়ার যথেষ্ট ভালো স্পিডিং এর ক্ষেত্রে ব্যলেন্স ভালো পাওয়া যায় ।
বাইকটিতে ফুয়েল ধারণ ক্ষমতা ১২ লিটার। মাইলেজ ভালো থাকাতে লং ট্যুর এর সময় বারবার ফুয়েলের চিন্তা করতে হয় না। এর আকর্ষনীয় দিক হচ্ছে এর লুকস যা এক কথায় বলা যায় অসাধারণ।
পিলিয়ন সীটটি একটু হাই থাকায় দেখতে আরো আকর্ষণীয় লাগে তবে পিলিয়ন সিট কম্ফোর্ট না। বাইকটিতে এভারেজ ৪০-৪৫ মাইলেজ পাচ্ছি । বাইকটি থেকে টপ স্পীড পেয়েছি ১২৫ । ১০০+ স্পিডে ব্যালেন্সিং যথেষ্ঠ ভালো পাওয়া যায় ।
বাইকটি লং রাইড করার সময় যাত্রা পথে আমাকে আরামদায়ক ভাবে রাইড করতে সাহায্য করছে। সিঙ্গেল রাইডে ব্যাক পেইন এর কোন সম্ভাবনা এই বাইকে নেই।
Suzuki Gixxer 155 Review Bangla By Team BikeBD
শুধুমাত্র ব্রেকিং পিরিয়ড সঠিক নিয়মে মানলে এবং সব সময় ভাল ফুয়েল ব্যবহার করলে Suzuki Gixxer 155 বাইকটি হতে পারে আপনার দীর্ঘদিনের পথসঙ্গী।
বাইকটি আমি সব সময় বগুড়ার সুজুকির অফিসিয়াল শো-রুম এ সাভিস করায় বাইরে কোথাও কাজ করাই না বললেই চলে। ২৫০০ কিলোমিটার আগে ৪০+ মাইলেজ পেয়েছি বর্তমানে ৪৫+ মাইলেজ পাচ্ছি ।
আমি নিয়ম অনুযায়ী বাইকটি ব্যাবহার করি এবং বাইক বাসা থেকে বাইকটি বের করার সময় পরিস্কার করি । এছাড়া প্রয়োজন অনুসারে ওয়াস করি। ইঞ্জিন অয়েল সঠিক সময়ে পরিবর্নিতন করি । চেইনে নিয়মিত গিয়ার ওয়েল ব্যবহার করি ।
ইঞ্জিন অয়েল হিসেবে মটুল ব্যবহার করি । 10w40 গ্রেডের যার দাম ৪৯৫ টাকা । বর্তমানে ফুল সেন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করি যার দাম ১১৫০ টাকা । ইঞ্জিন অয়েলটির পার্ফরমেন্স যথেষ্ট ভালো পাচ্ছি ।
বাইকটিতে এখন পর্যন্ত কোন কিছু পরিবর্তন করতে হয়নি। কোন মডিফাই করি নাই শুধু মাত্র কিছু বাইকিং গ্রুপের স্টিকার লাগানো আছে এটা ভালো লাগে।বাইকটি নিয়ে লং ট্যুরে আমি বগুড়া থেকে সিলেট গিয়েছি। ওই ট্যুরে বাইকটির পার্ফরমেন্স আমার কাছে অনেক ভালো লেগেছে কোনো সমস্যা হয় নাই একটুকুও বিরক্তি লাগে নাই পারফর্মেন্স ও অনেক ভালো পেয়েছি ।
সব শেষে একটি কথাই বলবো Suzuki Gixxer 155 বাইকটি একটি অসাধারণ বাইক। আপনারা এই বাইকটি কিনতে পারেন এবং এর থেকে খুব ভালো পার্ফরমেন্স পাবেন । ধন্যবাদ । Lets See Suzuki Gixxer price in Bangladesh here.
সুজুকির সব বাইকের দাম এবং সুজুকির শো-রুম সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন। নতুন নতুন মোটরসাইকেল এর বিষয়ে খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
লিখেছেনঃ রেদওয়ান রাফি
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।