Apollo Alpha S1 রেয়ার টায়ার রিভিউ - ইসলাম শরীফ
This page was last updated on 04-Jan-2025 10:59pm , By Raihan Opu Bangla
মোটরসাইকেলের সবচেয়ে গুরুত্বপূর্ন যন্ত্রাংশ কোনটি যদি প্রশ্ন করা হয়। তবে অনেক যন্ত্রাংশের নাম চলে আসবে। কারণ সব কিছুই একটি অন্যের পরিপূরক। বাইকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হলো টায়ার। আজ আমি Apollo Alpha S1 টায়ার নিয়ে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছি।
আমি ইসলাম শরিফ। আমি একজন TVS Apache RTR 150 রাইডার। যখন আমার বাইকের রেয়ার টায়ারটি ২য় বারের মতো পরিবর্তন করার সময় হয় তখন আমি কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কোন টায়ারটি নেয়া যায় সেটাই চিন্তা করছিলাম।
আমি আমার বাইকের ১২০/৮০-১৭ সাইজের রেডিয়াল টায়ারের জন্য বাংলাদেশে প্রায় সব নামি-দামি টায়ার কোম্পানির সাথে যোগাযোগ করি। তবে আমি ১২০/৮০-১৭ সেকশনের রেডিয়াল টায়ার না পেয়ে এক প্রকার হতাশ হয়ে পরেছিলাম।
তখন প্রিয় গ্রুপ BikeBD এর পেজে Apollo Tyre এর বিজ্ঞাপন চোখে পরে। এরপর আমি Apollo Bangladesh এর WhatsApp নাম্বারের যোগাযোগ করলাম। একে তো বাংলাদেশ মার্কেটে এপোলো টায়ার নতুন দ্বিতীয়োত ১২০/৮০-১৭ সেকশনের দাম তুলনামূলক একটু বেশি।
দাম বেশি হবার কারণে একটু চিন্তায় পরে গেলাম কি করবো। কারণ আমার বাজেটের বাইরে দাম হওয়ার কারণে আমি বেশ সমস্যা পরে গেলাম।
তারপর ভেবে দেখলাম টায়ারটি STEEL RADIAL। তারপর দামের কথা না ভেবে নিয়ে নিলাম যা হবার হবে। রেডিয়াল টায়ার হওয়ার কারণে টায়ারের সাইড ওয়াল সফট হওয়ায় কর্ণারিং এর সময় প্রস্তুত হয়ে রাস্তার সাথে বেশী গ্রিপ করে, যার ফলে আমি কর্ণারিং অনেক বেটার কনফিডেন্স পাচ্ছি।
Also Read: Apollo ACTIZIP F5 100/80-17 Tyre Price in Bangladesh
এই টায়ারের প্যাটার্ন গুলো এমন ভাবে করা যার করণে হার্ড ব্রেক করলেও বাইক স্ট্যাবল থাকে ফলে স্কীড করে পিছনের চাকা ডান বামে চলে যায় না এবং ভেজা ও কর্দময় রাস্তায় টায়ারের পারফরম্যান্স ছিলো এক কথায় অসাধারণ। যা আমি আমার পূর্বের ২টি টায়ার থেকে পাইনি।
Apollo Alpha S1 120/80-17 টায়ারের দাম একটু বেশি বলে আমার কাছে মনে হয়েছে, তবে এর প্যাটার্ন ও রেডিয়াল হওয়ার কারণে পারফরম্যান্স আমার কাছে ভালো লেগেছে। তাই এই দামে আমি টায়ারটি নিয়ে বেশ স্যাটিসফাই। চাইলে আপনারও ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ।
রিভিউঃ ইসলাম শরীফ