Hero Hunk 150 বাইক নিয়ে মালিকানা রিভিউ - আনাস
This page was last updated on 14-Aug-2025 02:54pm , By Shuvo Bangla
আমি আনাস ইয়াসার , বাড়ি নোয়াখালী,মাইজদী । আমি বর্তমানে নোয়াখালী সরকারি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার এ পড়ছি । আমার জীবনের প্রথম বাইক হচ্ছে Hero Hunk 150 ।

আসলে বাইকটি আমি ইউজড হিসেবে ক্রয় করেছি , আমার প্রথম বাইক হিসেবে যে বাজেট রেখেছিলাম সেই বাজেটে এই বাইকটি পাওয়ায় এটি ক্রয় করি । আমার জীবনের প্রথম বাইক চালানোর অনুভূতি খুবই মজার । আমার এই বাইকটি যেদিন ক্রয় করি সেদিন আমার বাবা বাইকটির প্রথম মালিক থেকে বাইকটি ক্রয় করে চাবি বুঝে নিয়ে তারপর আমাকে জানায় ।
আমি আমার বাবাকে অনেক আগেই জানিয়ে রেখেছিল আমি বাইক চালাতে পারি, কিন্তু তখনো আমার রাইডিং স্কিল সম্পূর্ণ ক্লিয়ার না , আমার বাবার কল পেয়ে যখন বাইকটি আনতে যাই তখন বাবা বললো আমার পিছনে করে তিনিও নাকি যাবেন । তখন ই আমি একটু ঘাব্রে যাই কারণ আমি বাইক চালাতে পারলেও পুরোপুরি হাত ক্লিয়ার ছিলো না । পরে বাবাকে নিয়ে কিছু দূর চালিয়ে মেইন সড়ক এর আগে কোনোরকম একটা বুঝ দিয়ে নামিয়ে দেই । এটাই ছিলো আমার জীবনের প্রথম বাইক চালানোর অনূভুতি বা গল্প।

Also Read: Hero Hunk 150 এর টপ স্পিড ১২৭ কিলোমিটার/ঘণ্টা

আমার এই বাইকটির মাইলেজ কখনো হিসাব করা হয় নাই , তবুও আন্দাজ মত বলা যায় যে আমার বাইকটি সিটিতে ৩৫ + এবং হাইওয়ে তে ৪২ + দেয় ।.বাইকটির মেইন্টেনেন্স কস্ট খুব একটা বেশি না যেহেতু হিরো কম্পানির বাইক তাই পার্টস গুলো সব জায়াগায় পাওয়া যায় রিজনেবল প্রাইস এ । আমার বাইকটিতে আমি ইঞ্জিন অয়েল হিসেবে ব্যাবহার করি Shell 10w30 Mineral ।
এখন পর্যন্ত আমি বাইকটি আমার বাড়ির সামনের একটি গ্যারেজ থেকে টুকটাক সার্ভিস করিয়েছি , এবং তেমন মেজর কোনো সার্ভিস করানো হয় নাই । আমার বাইকটি চালানোর মূল কারণ হচ্ছে কলেজ যাওয়া , এবং মাঝে মধ্যে ছোট-বড় ট্যুর দেওয়া । আমার বাইকটিতে কোনো ধরনের আফটার মার্কেট পার্টস ব্যাবহার করা হয় নাই শুধুমাত্র হ্যান্ডেল গ্রিপ ছাড়া । আমার এই বাইকটি দিয়ে সর্বোচ্চ তোলা স্পিড ছিল এরাউন্ড ১০০+ , আমি স্পিডিং একদম ই পছন্দ করি না ।
Hero Hunk 150 বাইকটির কিছু ভালো দিক -
- কম বাজেটে বেটার পারফম্যান্স
- জেনুইন পার্টস এর দাম খুবই রিজনেবল
- লং টাইম ইউজ এর জন্য পারফেক্ট
- কন্ট্রোলিং ভালো
- যারা স্লো রাইড করেন তাদের জন্য বেস্ট
Hero Hunk 150 বাইকটির কিছু খারাপ দিক -
- মাইলেজ তেমন ভালো নয়
- ইঞ্জিন হিট হয়ে যায়
- একটু স্পিড তুললেই শব্দ পরিবর্তন হয়ে যায়
- হাই স্পিডে একটু ভাইব্রেশন হয়
- চাকা গুলো তুলনামূলক সামান্য চিকন
বাইকটি নিয়ে এখন পর্যন্ত তেমন লম্বা কোনো দূরত্বে যাওয়া হয় নাই , তবে ১৬০ কিলোমিটার আপডাউন এর একটি ট্যুর দিয়েছি রিসেন্টলি । আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফিড ব্যাক পেয়েছি বাইকটি থেকে।
বাইকটি নিয়ে আমার চূড়ান্ত মতামত হচ্ছে বাইকটি স্লো রাইডিং এর জন্য যথেষ্ট ভালো । বাইকটিতে সামান্য কিছু আফটার মার্কেট পার্টস লাগিয়ে মডিফাই করে নিলে আশা করি আরো ভালো পার্ফম্যান্স পাওয়া যাবে । ধন্যবাদ ।
লিখেছেনঃ আনাস ইয়াসার
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
