QJMOTOR Xrider SRV 160 ক্রয় করলেই থাকছে আকর্ষণীয় প্রাইস অফার

This page was last updated on 03-Jul-2025 01:15pm , By Raihan Opu Bangla

সম্প্রতি বাংলাদেশে নতুন চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড কিউজে মোটর বাংলাদেশ এর যাত্রা শুরু হয়েছে। ৯ম ঢাকা বাইক শো ২০২৫ এ কিউজে মোটর বাংলাদেশে অফিশিয়ালি তাদের যাত্রা শুরু করেছে।

QJMOTOR Xrider SRV 160 অফার

QJMOTOR Xrider SRV 160 অফার

স্পিডোজ লিমিটেড বাংলাদেশ  এর হাত ধরে কিউজে মোটর বাংলাদেশ তাদের যাত্রা শুরু করেছে। আর তারা প্রথমবারে মত দুটি মডেল বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। তাদের মধ্যে একটি হচ্ছে QJMOTOR Xrider SRV 160

এই বাইকটি ১৬০সিসি সেগমেন্টে ক্রুজার সিরিজের মোটরসাইকেল।  আর বাংলাদেশে ক্রুজার সেগমেন্টের বেশ ভাল চাহিদা রয়েছে। তাই ক্রুজার লাভারদের জন্য এই বাইকটি হতে পারে ভাল একটি অপশন। 

নতুন QJMOTOR Xrider SRV 160 বাইকটিতে দেয়া হয়েছে আধুনিক ফিচার্স এবং একটি শক্তিশালী ইঞ্জিন। 

স্পেসিফিকেশন – 

  • ইঞ্জিনঃ ১৫৯.৪ সিসি ইঞ্জিন, ফোর স্ট্রোক, SOHC, ফোর ভাল্ব
  • কুলিং সিস্টেমঃ লিকুইড কুল 
  • ম্যাক্স পাওয়াঃ 17 BHP @ 9,250 rpm
  • ম্যাক্স টর্কঃ 14 NM @ 7,250 rpm
  • ফুয়েল সিস্টেমঃ ফুয়েল ইঞ্জেকশন (ইফআই)
  • গিয়ারঃ ৬ স্পিড
  • এবিএসঃ ডুয়েল চ্যানেল এবিএস

স্টাইল, লুকস এবং পাওয়ার সব মিলিয়ে এই বাইকটি ক্রুজার সেগমেন্টে ভাল একটি অপশন হতে পারে। এছাড়া বাইকটিতে বেশ আধুনিক ফিচার্সও যুক্ত করা হয়েছে। এই বাইকটির সাথে আরও পাচ্ছেন – 

  • ৫ টি ফ্রী সার্ভিস
  • ২ বছর বা ২০,০০০ কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি
  • অন কল হোম সার্ভিস
  • ১০০ পার্টস এভেইলেবল গ্যারান্টি

বর্তমানে এই বাইকটিতে দেয়া হচ্ছে প্রাইস অফার। এই বাইকটির বর্তমান মুল্য হচ্ছে ২,৩৯,৯৯৯ টাকা। তবে এই দাম শুধু মাত্র প্রথম ৫০০ জন কাস্টমারের জন্য প্রযোজ্য হবে। 

বাইকটি দেখতে অথবা ক্রয় করতে কিউজে মোটর এর অফিশিয়াল ফ্ল্যাগশীপ শোরুমে যোগাযোগ করুন । 

ঠিকানা – 

SPEEDOZ LTD.

Pacific Center (Ground Floor)

14, Mohakhali C/A, Bir Uttam A.K. Khandakar Sarak,

Dhaka 1212, Bangladesh.

Booking Helpline: 01990-400600, 01990-400603