উত্তরা মোটরস লঞ্চ করেছে নতুন Bajaj Pulsar NS160!

This page was last updated on 11-Dec-2022 04:57am , By Raihan Opu Bangla

বাজাজ গত ২০ বছর ধরে বাংলাদেশে সেলস এর দিকে থেকে নাম্বার ১ পর্যায়ে রয়েছে। বাজাজ লঞ্চ করেছে সম্পূর্ন নতুন Bajaj Pulsar NS160, বাইকটির দাম ধরা হয়েছে ২,১৮,০০০/- টাকা এবং ঈদ উপলক্ষ্যে দেয়া হচ্ছে ১০,০০০/- টাকার ক্যাশব্যাক।

. bajaj pulsar ns160 with new looks 

বাংলাদেশে বাজাজ এর ৩০০টিরও বেশি শোরুম এবং সার্ভিস সেন্টার রয়েছে। বাজাজ এর Pulsar সিরিজটি ১৫০-১৬০ সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি সেল হওয়া বাইক সিরিজের মধ্যে অন্যতম। নতুন Pulsar NS160 বাইকটিতে দেয়া হয়েছে সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, DTS-i ইঞ্জিন। 

উত্তরা মোটরস লঞ্চ করেছে নতুন Bajaj Pulsar NS160!

যা থেকে 15.3 BHP of power @ 8500 RPM & 14.6 NM of Torque @ 6500 RPM পাওয়ার উৎপন্ন হয়। বাইকটির ইঞ্জিনের ফুয়েল সিস্টেম হচ্ছে কার্বুরেটর।


 Bajaj Pulsar NS160 এর গ্রাফিক্স বা কসমেটিক এ কোন ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়নি। তবে তারা বাইকটির ক্ষেত্রে নতুন কালার যুক্ত করেছে। নতুন এই এনএস১৬০ বাইকটি Burnt Red এবং Subtle Blue কালারে পাওয়া যাবে। 


বাইকটি সামনের দিকে এখনও আগের মতই মাসকুলার এগ্রেসিভ লুকস রাখা হয়েছে এবং হ্যালোজেন হেডলাইটের সাথে আগের মতই রাখা হয়েছে পাইলট লাইটস।


Bajaj Pulsar NS160 FI With ABS First Impression


আগের বাইকটির মত এতেও পেরিমিটার ফ্রেম, নাইট্রক্স মনোশক, ফ্রন্ট টেলিস্কোপিক সাসপেনশন রাখা হয়েছে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৬৭মিমি, এবং বাইকটি ওজনে প্রায় ১৪৮ কেজি। এই বাইকটিতে ২.৪ লিটার রিজার্ভ ফুয়েল ট্যাঙ্কের সাথে ১২লিটার ফুয়েল নেয়া যায়। 


এই বাইকটির অন্যতম ফিচার হচ্ছে এতে স্ট্যান্ডার্ড সিঙ্গেল চ্যানেল এবিএস যুক্ত করা হয়েছে। সামনে দিকে যুক্ত করা হয়েছে ২৬০মিমি যাতে যুক্ত করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, অপর দিকে রেয়ারে যুক্ত করা হয়েছে ২৩০মিমি ডিস্ক ব্রেক।


বাইকারদের কাছ থেকে এবং বিভিন্ন মাধ্যমে অভিযোগের ভিত্তিতে এবার তারা রেয়ার টায়ার সাইজে পরিবর্তন এনেছে। এবারের নতুন Pulsar NS160 বাইকটির রেয়ার যুক্ত করা হয়েছে ১২০ সেকশন রেয়ার টায়ার, যা এর আগের ভার্শনটিতে ছিল ১১০ সেকশন। তবে ফ্রণ্ট টায়ার আগের মতই ৯০ সেকশন টায়ার রাখা হয়েছে। 


pulsar ns160 with looks and feature 


১৫০-১৬০ সিসি সেগমেন্ট বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে প্রতিটি ব্যান্ডের এই সেগমেন্টে সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক রয়েছে। এখন বাজাজ এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। তাদের এই প্রাইস রেঞ্জটি বাজারে বেশ ভালই প্রতিযোগীতা করে বলে আশা করা যাচ্ছে।

Latest Bikes

Revoo E52

Revoo E52

Price: 225900

BGB M7

BGB M7

Price: 135000

View all Sports Bikes

Upcoming Bikes

Hyosung GV350-2

Hyosung GV350-2

Price: 585000

TVS Ntorq 125 Fi

TVS Ntorq 125 Fi

Price: 229900

View all Upcoming Bikes