মানসম্মত বাইক সার্ভিস সেন্টার মধ্যে অন্যতম জনপ্রিয়-Motomechs Bangladesh

This page was last updated on 15-Jan-2025 08:11pm , By Raihan Opu Bangla

আমরা আমাদের মোটরসাইকেল সার্ভিস নিয়ে অনেক বেশি ভাবনায় থাকি। কারণ আমাদের দেশে ভালো সার্ভিস সেন্টার ও টেকনিশিয়ান খুজে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সার্ভিসিং এর চার্জ বেশি রাখা হয় অথবা পার্টসের স্বল্পতা দেখা দেয়। 


Motomechs Bangladesh - মানসম্মত বাইক সার্ভিস সেন্টার



বর্তমানে বাংলাদেশ বেশ কিছু সার্ভিস সেন্টার রয়েছে যারা মানসম্মত সার্ভিস দিয়ে থাকে। এই সকল সার্ভিস সেন্টারের মধ্যে অন্যতম জনপ্রিয় সার্ভিস সেন্টার হচ্ছে Motomechs (মটোমেক্স) সার্ভিস সেন্টার।

অথোরাইজড সার্ভিস সেন্টার ছাড়া বাইরে থেকে সার্ভিসিং করানোর সময় আমাদের সবচেয়ে যেই বিষয়টি ভাবায় সেটি হচ্ছে বিশ্বস্ততা। কারণ মোটরসাইকেল আমাদের অনেক প্রিয় বস্তু তাই সঠিক ভাবে সার্ভিস নিয়ে আমাদের চিন্তা থাকে। 

ঠিক এখানেই মটোমেক্স অনেক বেশি বিশ্বস্ত। আপনি নিঃসন্দেহে আপনার বাইকটি এখান থেকে সার্ভিস করিয়ে নিতে পারবেন। 

অপরদিকে আমাদের অন্য একটি বিষয় ভাবতে হয় যেটি গুরুত্বপূর্ন সেটি হচ্ছে স্পেয়ার্স পার্টস। তো আপনার প্রিয় বাইকটির সার্ভিসের সময় যদি কোন পার্টসের দরকার হয় মটোমেক্স এ আপনি সকল পার্টস পেয়ে যাবেন। 

এরপর আমাদের বাইক সার্ভিসের ক্ষেত্রে অভিজ্ঞ টেকনিশিয়ানের দরকার পরে। মটোমেক্স অন্যতম একটি সার্ভিস সেন্টার যাদের অভিজ্ঞ এবং দক্ষ টেকনিশিয়ানের একটি টিম রয়েছে যারা অনেক যত্ন নিয়ে সার্ভিস করে থাকেন। 

Also Read: বাইক সার্ভিস সেন্টার মধ্যে অন্যতম Motomechs Bangladesh

মটোমেক্স ঢাকার প্রাণকেন্দ্র তেজগাও গুলশান লিংক রোডে অবস্থিত। এছাড়া তারা কাস্টোমারকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এর সাথে তাদের রয়েছে অনেক উন্নত প্রযুক্তির ও আধুনিক যন্ত্রাংশ। 

মটোমেক্স তাদের কাস্টোমারদের সার্ভিস প্রদানে সব সময় এগিয়ে রয়েছে। কাস্টোমারদের সমস্যা সমাধান তারা খুব দ্রুত ও স্বল্প দিয়ে থাকেন। তাই একটি ভাল সার্ভিস সেন্টারের যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সব কিছুই মটোমেক্সের রয়েছে। ধন্যবাদ।