Mobil 1 Racing 4T 10W-40 ইঞ্জিন ওয়েল - ফিচার্স

This page was last updated on 12-Jan-2025 01:53pm , By Raihan Opu Bangla

মোটরসাইকেলের মেইনটেনেন্স এর জন্য অন্যতম গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে ইঞ্জিন ওয়েল। বাংলাদেশের জনপ্রিয় ইঞ্জিন ওয়েল হচ্ছে মবিল ইঞ্জিন ওয়েল। মবিল ইঞ্জিন ওয়েলের অন্যতম গ্রেড হচ্ছে Mobil 1 Racing 4T 10W-40

Mobil 1 Racing 4T 10W-40 ইঞ্জিন ওয়েল - ফিচার্স

বাংলাদেশে মবিল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এমজেএল বাংলাদেশ। মোটরসাইকেলের জন্য আধুনিক প্রযুক্তি, এবং স্পেশালি ডিজাইন করে মবিল ইঞ্জিন ওয়েল তৈরি করে থাকে। মবিল ইঞ্জিন ওয়েল মোটরসাইকেলের ইঞ্জিন থেকে সুরক্ষিত এবং নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে থাকে। 

Also Read: Mobil 1 Racing 4T Synthetic Engine Oil Performance Lubricant

Mobil 1 Racing 4T 10W-40 গ্রেডের ইঞ্জিন ওয়েলটি মোটরসাইকেলের জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করে থাকে। মবিল সব সময় উন্নতমানের নিশ্চয়তা প্রদান করে থাকে। এতে করে ইঞ্জিনের অবস্থা, সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী হবার নিশ্চয়তা প্রদান করে থাকে। 

এই ইঞ্জিন ওয়েলটিতে যুক্ত করা হয়েছে সিন্থেটিক প্রযুক্তি এবং সেই সাথে এই কর্মক্ষমতা বাড়াতে এর সাথে যুক্ত করা হয়েছে API। 

Mobil 1 Racing 4T 10W-40 -  ফিচার্স

  • ইঞ্জিনের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে। ইঞ্জিনের পাওয়ার লস কমিয়ে অনেকাংশে কমিয়ে দেয়।
  • মাইলেজ বাড়িয়ে তোলে এবং সেই সাথে ফুয়েল ইকোনোমিক বেড়ে যায়।
  • ইঞ্জিনের হিট রেজিস্টেন্স বা গরম হওয়া অনেক কমে যায়। লং রাইডে এয়ার কুল্ড ইঞ্জিনের কর্মদক্ষতা বেড়ে যায়। 
  • ইঞ্জিন কে পরিস্কার করে রাখে, স্মুথ হয় এবং দীর্ঘস্থায়ী হয়।

বর্তমানে মবিল ইঞ্জিন ওয়েল আপনি এমজেএল বাংলাদেশে এর ওয়েব সাইট থেকে ক্রয় করতে পারবেন। এছাড়া মবিলের অথোরাইজড ডিলার পয়েন্ট থেকে মবিল ইঞ্জিন ওয়েল ক্রয় করতে পারবেন। 

এছাড়া ইঞ্জিন ওয়েল, মোটরসাইকেলের দাম, মোটরসাইকেল ব্র্যান্ড, রাইডিং টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes