Honda X-Blade 160 মাইলেজ পারফরম্যান্স ও লং রাইডের সত্যিকারের গল্প - আকাশ

This page was last updated on 18-Nov-2025 06:21pm , By Md Kamruzzaman Shuvo

আমি আহনাফ আকাশ , আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার বাইকের রাইডিং অভিজ্ঞতা ।  বাংলাদেশের কমিউটার সেগমেন্টে Honda X-Blade 160 একটি জনপ্রিয় নাম। স্টাইল, কমফোর্ট ও মাইলেজ এই তিন জিনিসের দারুণ সমন্বয় হওয়ার কারণে অনেক রাইডারই এটি তাদের প্রথম পছন্দ করে থাকে। 

Honda X Blade – ইউজার রিভিউ


আমি বর্তমানে Honda X Blade ব্যবহার করছি। ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিনের পারফরম্যান্স সবকিছু মিলিয়ে এটি আমার দৈনন্দিন রাইড এবং লং ট্যুরের জন্য দুর্দান্ত একটি বাইক।

honda x-blade 160

প্রত্যেক ছেলের জীবনেই তার পছন্দের বাইক একটি আলাদা আবেগের জায়গা। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। যেদিন Honda X Blade এর চাবি হাতে পেয়েছিলাম, সেই দিনের অনুভূতি কাউকে বোঝানো যাবে না। এই বাইকটা আমার ইমোশনের অংশ তাই সেই মুহূর্তটা আজও ভোলা যায় না।

আমি এখন পর্যন্ত মোট ৪১,০০০ কিলোমিটার রাইড করেছি। সার্ভিসিং নিয়ে বলতে গেলে আলহামদুলিল্লাহ, সব দিক থেকেই সন্তুষ্ট। Honda এর পার্টস খুবই মজবুত ও টেকসই, তাই বড় ধরনের ঝামেলায় পড়তে হয়নি কখনো।

Also Read: Motorcycle Price In Bangladesh

Honda X Blade নিয়ে বলার আসলে তেমন কিছু নেই সবই প্রশংসার যোগ্য -

  • লুকস
  • ব্রেকিং পারফরম্যান্স
  • সার্ভিসিং অভিজ্ঞতা
  • রাইডিং কমফোর্ট


সব দিক থেকেই বাইকটি আমাকে মুগ্ধ করেছে। তবে একটি জায়গায় উন্নতি হলে আরও ভালো হতো সেটা হচ্ছে পেছনের সাসপেনশন যদি আরও একটু সফট ও কমফোর্টেবল হতো, তাহলে লং রাইডে ব্যাপারটা অসাধারণ হয়ে যেত।

honda x-blade 160

সিটি ও হাইওয়ে মাইলেজ - 

মাইলেজ এই বাইকের অন্যতম শক্তিশালী দিক। সিটিতে: প্রায় ৫৩ km/l , হাইওয়েতে: প্রায় ৫৬ km/l । এই বাজেটে এমন মাইলেজ সত্যিই প্রশংসনীয়।

সিটি রাইডে বাইকটি খুবই স্মুথ এবং কমফোর্টেবল। লং ট্যুরের অভিজ্ঞতাও দুর্দান্ত জামালপুর থেকে কক্সবাজার পর্যন্ত লং রাইড করেছি, তবুও ক্লান্তি অনুভব হয়নি। ইঞ্জিনের স্মুথনেস এবং কমফোর্ট আমাকে পুরো পথজুড়ে সাপোর্ট করেছে।

Also Read: Honda Bike Price in Bangladesh 

এই বাইক কেনার দুটি প্রধান কারণ ছিল - 

  • মাইলেজ
  • কমফোর্ট

আর একটি বিশেষ কারণ - 

এই বাইকটা আমার ক্রাশ বাইক ছিল। বাজেটের মধ্যে অন্য ব্র্যান্ডের বাইক থাকলেও আমার প্রথম পছন্দ সবসময়ই Honda X Blade ছিল। Honda X Blade এমন একটি বাইক যা সব বয়সের এবং সব শ্রেণীর রাইডারের সাথে মানিয়ে যায়। কমিউটার সেগমেন্টে এটি সত্যিই একটি শ্রেষ্ঠ অপশন। সব মিলিয়ে Honda X Blade নিয়ে আমার অভিজ্ঞতা অত্যন্ত সন্তোষজনক।

honda x-blade 160

বাইকাররা বাইক কিনতে গেলে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব দেয় -

  • মাইলেজ
  • কমফোর্ট
  • টেকসই পারফরম্যান্স

এই সবগুলোই এই বাইকটি নিশ্চিত করে।

honda x-blade 160

স্টুডেন্ট থেকে শুরু করে যেকোনো পেশার মানুষ সহজেই এটি ব্যবহার করতে পারবেন। কম বাজেট, ভালো লুকস ও টেকসই ইঞ্জিন সব মিলিয়ে Honda X Blade সত্যিই একটি value-for-money বাইক। ধন্যবাদ । 

লিখেছেনঃ 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।