Honda WN7-হোন্ডার নতুন ইলেকট্রিক মোটরসাইকেল
This page was last updated on 20-Sep-2025 12:48pm , By Rafi Kabir
আজকের যুগে মোটরসাইকেল শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং প্রযুক্তি, পরিবেশ সচেতনতা এবং আধুনিক ডিজাইনের এক সমন্বয়। বিশ্বের অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড Honda সম্প্রতি ইউরোপের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন ইলেকট্রিক মোটরসাইকেল Honda WN7। এটি হোন্ডার একটি Next-Generation Fun EV Bike, যা পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি রাইডারদের দেবে একেবারেই নতুন আনন্দ।
Honda WN7 মূলত একটি modern naked bike স্টাইলের উপর ভিত্তি করে তৈরি। এর শার্প এলইডি হেডলাইট, স্মার্ট বডি প্যানেল, মিনি মালিস্টিক টেইল সেকশন এবং সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সব মিলে যেন এক অন্য ধরনের ইলেকট্রিক বাইক। শুধু তাই নয়, স্মার্টফোন অ্যাপ ইন্টিগ্রেশনের মাধ্যমে রাইডার রিয়েল-টাইমে ব্যাটারির অবস্থা, চার্জিং স্ট্যাটাস এবং নেভিগেশন সুবিধা পেতে পারবেন।

এর লিথিয়াম-আয়ন ব্যাটারি এক চার্জে প্রায় ১৩০ কিমি+ রেঞ্জ দিতে সক্ষম বলে ধারনা করা হচ্ছে। বিশেষ বৈশিষ্ট্য হলো এর fast charging system। মাত্র ৩০ মিনিটেই ২০% থেকে ৮০% পর্যন্ত চার্জ হয়ে যায়, আর নরমাল চার্জারে পুরো চার্জ হতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। ফলে এটি শহরের প্রতিদিনের যাতায়াত কিংবা ছুটির দিনে ছোট ভ্রমণের জন্য বেশ ভাল হবে।

পারফরম্যান্সের দিক থেকেও Honda WN7 পিছিয়ে নেই। এর পাওয়ারফুল ইলেকট্রিক মোটর এ আছে রেডি পিক-আপ, ফলে অ্যাক্সিলারেশন হয় অনেক বেশি সুন্দর। সাধারণ পেট্রোল বাইকের মতো এতে ভাইব্রেশন নেই, বরং এটি অনেক বেশি আরামদায়ক রাইডের অভিজ্ঞতা দেয়। এছাড়া এতে রয়েছে regenerative braking system, যা ব্রেক করার সময় ব্যাটারির কিছুটা চার্জ ফিরিয়ে আনে। সেফটির জন্য দেওয়া হয়েছে ABS (Anti-lock Braking System)।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দাম কত হবে? Honda WN7 প্রথমে ইউরোপের বাজারে আনা হচ্ছে। এখনো দাম ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি mid-range EV motorcycle segment এ জায়গা করে নেবে। এশিয়ার বাজারে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, এটি কবে আসবে সে বিষয়ে এখনো কোনো অফিসিয়াল তথ্য মেলেনি।
সব মিলিয়ে Honda WN7 হলো হোন্ডার ইলেকট্রিক ভবিষ্যতের একটি বড় পদক্ষেপ। এটি কেবলমাত্র zero emission নয়, বরং রাইডারদের জন্য দিয়েছে fun to ride এবং eco-friendly অভিজ্ঞতার জন্য সেরা। এই বাইক নিঃসন্দেহে আন্তর্জাতিক মোটরসাইকেল জগতে এক আলোচনার জন্ম দিয়েছে।
