Honda Dream Neo 110 এর সাথে বদলে ফেলুন জীবনের গতি
This page was last updated on 25-Aug-2025 06:57pm , By Saleh Bangla
দিনে দিনে ঢাকা সিটিতে পরিনত হচ্ছে জ্যামের নগরীতে। সঠিক সময়ে কোন গন্তব্যে পৌছান এখন প্রায় অসম্ভব। এখন আমাদের প্রায় অনেকটা সময় রাস্তায় চলে যায়, এতে করে আমাদের সময়ের যতটা ক্ষতি হচ্ছে তারচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের অর্থনীতির। আর এই বিষইয়টির কথা ভেবে হোণ্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে যা , “ বদলে ফেলুন জীবনের গতি Honda Dream Neo 110 ” সাথে নামে লঞ্চ করা হয়েছে।
বদলে ফেলুন জীবনের গতি - Honda Dream Neo 110

Also Read: Honda CRF450R 2016 Price in BD
এই ক্যাম্পেইনের মুল উদ্দ্যেশ হচ্ছে বাংলাদেশের মানুষদের জীবনের গতি বদলে ফেলা এবং কিছুটা গতি ফিরিয়ে দেয়া। এই ক্যাম্পেইন শুরু হয়েছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড(বিএইচএল) Honda CB Trigger & Honda Dream Neo 110 এর দাম কমানোর মাধ্যমে। বর্তমানে Honda Dream Neo 110 এর দাম ১১৪,৫০০/- যা আগের মুল্য থেকে ৪৫০০/- টাকা কম। একটি মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে প্রতিদিনের ঝামেলাহীন ট্রান্সপোর্টেশন এবং অনেক সময়ের অপচয় থেকে রক্ষা পাওয়া। যখন আপনার সময় বাচবে তখন সেই সময় টুকু পরিবার ও ফ্রেন্ডসদের সাথে কাটাতে পারবেন। আর Dream Neo হচ্ছে একটি কমিউটিং মোটরসাইকেল।


Honda Dream Neo 110 এর ফিচার সমুহঃ
- ১১০সিসির এয়ার কুল্ড ইঞ্জিন
- ইঞ্জিনটি ৮.২BHP এবং 9NM টর্ক সমৃদ্ধ
- ৪স্পিড গিয়ার বক্স
- ওজন ১০৭ কেজি
- প্রশস্ত সিট
- থ্রী এম্বব্লেম ফুয়েল ট্যাংক
- হায়ার গ্রাউন্ড ক্লিয়ারন্সে
- থ্রি স্টেপ এডজাস্টেবল রেয়ার সাসপেনশন
- মাইলেজ ৭৪কিমি
- কালার অপশনঃ কালোর সাথে রেড স্ট্রাইপ, কালোর সাথে নীল স্ট্রাইপ এবং ইম্পেরিয়াল রেড মেটালিক
নতুন দামের সাথে বিএইচএল থেকে যার Honda Dream Neo বাইকটি কিনে থাকবেন তাদের জন্য বিভিন্ন গিফট এর ব্যবস্থা করা হয়েছে। ১। গিফটের মধ্যে রয়েছে হোন্ডা ব্যান্ডের জ্যাকেট এবং হেলমেট সেফটির জন্য। প্রত্যেক কাস্টমারের জন্যই এই গিফটের রয়েছে যারাই Dream Neo. ২। Dream Neo কাস্টমার র্যাফেল ড্র তে বান্ডেল অফার এবং মাসের শেষে ড্র তে বিজয়ী তিন জন কে গিফট দেয়া হবে।

প্রথম বিজয়ী কে দেয়া হবে ঢাকা-থাইল্যান্ড-ঢাকা এয়ার টিকেট দু দিনের কাপল একোমডেশন। যিনি দ্বিতীয় হবেন তাকে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট দেয়া হবে সাথে দুদিনের হোটেল কাপল একোমডেশন এবং তৃতীয় বিজয়ী কে দেয়া হবে মুভি টিকেট সাথে কাপল ডিনার। ৩। এই অফার থাকবে ৬ নভেম্ববর থেকে ৬ ডিসেম্ববর পর্যন্ত।

প্রত্যেক Honda Dream Neo 110 সাথে ২ বছরের বা ২০,০০০ কিমি ইঞ্জিন ওয়ারেন্টি এবং ৪ বছরের ফ্রি সার্ভিস। তাই এই নতুন ক্যাম্পেইন যা বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর মাধ্যমে দেয়া হয়েছে “বদলে ফেলুন জীবনের গতি Honda Dream Neo 110” এর সাথে। সময় বলে দেবে সব।