Honda Dream 110 বাইক নিয়ে ১৯০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - মাসুদ রানা

This page was last updated on 12-Jan-2025 08:10pm , By Md Kamruzzaman Shuvo

আমি মোঃ মাসুদ রানা । আমার বাসা নীলফামারী জেলায় । আমি আজকে আপনাদের সাথে Honda Dream 110 বাইকটি নিয়ে রিভিউ লিখছি। অনেকদিন ধরেই আমার একটি নিজের বাইক কেনার ইচ্ছা ছিল। কিন্তু আমি একজন ছাত্র হওয়ার কারনে হাতে তেমন টাকা পয়সা ছিল না। অবশেষে আমি গরু লালন পালন করার সিদ্ধান্ত নেই। এবং গরু লালন পালন কর সেই গরু বিক্রয় করে বাইকটি ক্রয় করি। এই বাইকটি নিয়েই আমার ১৯০০০ কিলোমিটার এর পথচলা।

আমার এই Honda Dream 110 বাইকটি নিয়ে আমার ১৯০০০ কিলোমিটার চলার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমার নিজের একটি বাইক থাকবে। কিন্তু ইচ্ছা থাকা স্বত্বেও আমার সামর্থ ছিল না। অবশেষে আমার পালন করা গরু বিক্রয় করে আমি বাইকটি ক্রয় করেছি।বাজেট কম থাকায় আমার বাজেট অনুযায়ী আমার HONDA DREAM 110 CC বাইকটি পছন্দ হয়। ২০২৩ সালের ৫ই এপ্রিল বাইকটি হোন্ডার শোরুম ইসলাম মটরস সৈয়দপুর থেকে ক্রয় করি। বাইকটি বাসায় নেওয়ার  পর বাসার সবার অনেক পছন্দ হয়েছিল। 

Also Read: সর্বশেষ স্ট্যান্ডার্ড বাইক বাইক নিউজ বাংলাদেশ

বাইকটি অনেক সাশ্রয়ী । যা আমার মত ছাত্রদের জন্য অনেক সুবিধাজনক। আমি বাইকটি থেকে ৬৫ মাইলেজ পাই। বাইকটিতে আমি নিয়মিত ইঞ্জিন অয়েল নির্দিষ্ট সময় পর পর এয়ার ফিল্টার পরিবর্তন করি । বাইকটি কেনার পর ইসলাম মটরস থেকে সকল ফ্রি সার্ভিস নিয়েছিলাম। তাদের সার্ভিস অসাধারন। তবে বাইকটি কেনার কিছুদিন পর মিটার কেবল নষ্ট হয়ে গিয়েছিল। যা পরবর্তীতে পরিবর্তন করা হয়েছিল। 

আমি বাইকটিতে সর্বোচ্চ ৭৬ পর্যন্ত গতি তুলেছিলাম। আমি সাধারনত ৫০/৬০ গতিতে বাইক চালাই। 

Honda Dream 110 বাইকটির কিছু ভালো দিক - 

  • বাইকটি চালিয়ে আমি অনেক কমফোর্ট ফিল করি।
  • বাইকটির মাইলেজ অনেক ভালো পাই। 
  • ড্রাম ব্রেক হওয়া সত্বেও ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো।
  • বাইকটিতে রয়েছে টিউবলেস টায়ার। এর ফলে সহজে পাংচার হয় না। দূরে কোথাও গেলে পাংচারের ভয় থাকে না।
  • কবাইকটির চেইন সিলড হওয়ায় অনেক ভালো পারফরমেন্স দেয় ও অন্যান্য চেইনের থেকে টেকসই বেশি। 

Honda Dream 110 বাইকটির কিছু খারাপ দিক - 

  • বাইকটির হেডলাইটের পারফরমেন্স অনেক খারাপ। যা রাতের বেলা রাইড করার সময় অনেক পেরা দেয়।
  • বাইকটির পেইন্ট কোয়ালিটি তেমন ভালো নয়।
  • বাইকের পেছনের সাসপেনশন অনেক হার্ড। এটি আরও ভালো করতে পারত। 
  • বাইকটিতে ডিজিটাল ড্যশবোর্ড থাকলে আরও ভালো হতো।
  • লং রাইডে গেলে ইঞ্জিন হিট হয় ।

বাইক নিয়ে লম্বা ভ্রমন -

বাইক নিয়ে নীলফামারী বাইকার্স ক্লাব থেকে তেতুলিয়া ভ্রমন করেছিলাম । এই ভ্রমনে বাইকটি আমাকে হতাশ করেনি। এই লম্বা ভ্রমন অনেক আরামদায়ক ছিল। ভ্রমনে হাত ও কোমর ব্যথা হয়নি। গ্রুপ রাইডিং এ আমাকে বাইকটি যথেষ্ট সাপোর্ট দিয়েছিল।

এছাড়াও বাইকটি নিয়ে ব্যক্তিগত কাজে প্রতি মাসে আশেপাশের  বিভিন্ন জেলায় ভ্রমন করা হয়। মাইলেজ ভাল হওয়ায় ভ্রমনের খরচ ও কম হয়।যা অর্থ সাশ্রয়ী ও বটে। তবে রাত্রীকালীন রাইডে হেডলাইটের অপর্যাপ্ত আলোর কারনে মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়।

বাইক নিয়ে আমার চুড়ান্ত মতামত -

কোন কিছুই সমস্যার উর্ধ্বে নয় । সবকিছুরই মন্দ দিক ও ভালো দিক  রয়েছে। তবে Honda Dream 110 cc বাইকে মন্দ দিকের চেয়ে ভালো দিকের পরিমাণ তুলনামূলক  ভাবে অনেক বেশি । কম বাজেটে ১১০ সিসি বাইক হিসেবে  Honda dream 110 আমার কাছে পছন্দের তালিকায় সেরা বাইক । কারণ  মাইলেজ  অনেক ভালো পাওয়া যায়। তাছাড়াও বাইকের মেইনটেনেন্স খরচ ও অনেক কম।

মোট কথা পয়সা উসুল। কেউ ১১০ সিসির বাইক কিনতে চাইলে আমি  Honda Dream 110cc বাইকটি সাজেস্ট করব। আর হ্যাঁ বাইকবিডি হল বাংলাদেশের বাইকিং জগতের একটি সর্ববৃহৎ গ্রুপ এবং আমি ব্যক্তিগতভাবে বাইকবিডি গ্রুপকে অনেক ভালোবাসি। সর্বশেষ একটা কথা , ''বাইক মানেই - বাইকবিডি''।


লিখেছেনঃ মোঃ মাসুদ রানা 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Latest Bikes

RYDO Bolt Red

RYDO Bolt Red

Price: 89000

RYDO Bolt Pro Black

RYDO Bolt Pro Black

Price: 95000

RYDO Blaze White

RYDO Blaze White

Price: 89000

View all Sports Bikes

Upcoming Bikes

Zeeho AE4

Zeeho AE4

Price: 0

Hero Xoom 160

Hero Xoom 160

Price: 0

TVS Ntorq 150

TVS Ntorq 150

Price: 0

View all Upcoming Bikes