Hero Splendor Plus IBS বাইকের সাথে মালিকানা রিভিউ - মারুফ

This page was last updated on 28-Jul-2024 03:36am , By Shuvo Bangla

আমি মারুফ , পেশায় একজন ছাত্র। আমি বর্তমানে ব্যবহার করছি Hero Splendor Plus IBS স্পেশাল এডিশন। এই বাইকটা আমি কিনেছি কারণ আমি শুনেছি যে এই বাইকটা অনেক ভাল এবং তেল সাশ্রয়ী।

Hero Splendor Plus IBS বাইকের সাথে মালিকানা রিভিউ - মারুফ

আমার বাজেটের সাথেও এই বাইকটা মিলে যায় তাই আর দেরি না করে বাইকটা ক্রয় করি। আমি ছাএ তাই কলেজ এ যাওয়া আসার জন্য এবং ঘুরাঘুরির জন্য বাইকটা ব্যবহার করি তাই ৯ মাসে আমি রাইড করতে পেরেছি মাত্র ৭০০০ কিলোমিটার।

আমার দৃষ্টিকোণ থেকে এই বাইকটা ব্যবহার করে কেমন অভিজ্ঞতা পাচ্ছি সেগুলো আপনাদের সাথে আজ শেয়ার করবো। এই বাইকটার ডিজাইন ও কালার কম্বিনেশন আমার কাছে দারুণ লেগেছে। ২৫ বছর উপলক্ষ্যে হিরো এই বাইকটা বাজারে নিয়ে এসেছে এবং তারা নতুন কালার কম্বিনেশন সংযোজন করেছে যেটা আসোলেই অনেক প্রশংসনীয়।

ইঞ্জিনের শক্তি ও শব্দ আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আগে থেকেই জানি যে হিরোর ইঞ্জিন অনেক ভালো এবং তাদের এই ইঞ্জিন অনেক মজবুত। আমিও সেটাই অনুভব করছি।

আই থ্রি এস প্রযুক্তি আমার বাইকের মাইলেজ অনেক ভালো পেতে সাহায্য করে । বিশেষ করে শহরের রাস্তায় আমি এই বাইক থেকে আই থ্রি এস প্রযুক্তির খুব ভালো সাপোর্ট পাই। হিরোকে এজন্য ধন্যবাদ যে তারা কম দামের মধ্যে বাইকের অনেক ভালো ভালো ফিচারস দিয়েছে।

চালিয়ে অনেক আরামদায়ক লাগে আমার কাছে এবং আমার কাছে এই বাইকটা বেশি রাইড করে কোন ক্লান্তি অনুভূত হয়নি ।আইবিএস প্রযুক্তির ফলে আমি ব্রেকিং সিস্টেম থেকে অনেক ভালো সাপোর্ট পাচ্ছি। আমি চাইলেই বাইকের গতি নিরাপদে কমাতে পারি এই আইবিএস প্রযুক্তির ফলে যেটা আমার খুব ভালো লেগেছে এবং আমি মনে করি এরকম ফিচারস বাংলাদেশের সব বাইকে থাকা উচিত।


৭০০০ কিলোমিটার রাইড করে আমি এই বাইকের মধ্যে একটি মন্দ বিষয় লক্ষ্য করেছি যে বাইকের সামনের দিকে ডিস্ক ব্রেক দিলে আইবিএস ব্রেকিং আরও অনেক বেশি কার্যকর হত এবং এর থেকে অনেক ভালো সাপোর্ট পাওয়া যেত । বর্তমানে যে ব্রেকিং আছে সেটাকে আমি খারাপ বলছি না কিন্তু এর সাথে ডিস্ক ব্রেক হলে আমার মতে আরও অনেক বেশি ভালো হত।

আমি এই বাইকটা এখন পর্যন্ত রাইড করে সন্তুষ্ট আছি। আশা করি এই বাইক আমাকে অনেক দিন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবে । ধন্যবাদ ।

লিখেছেনঃ মারুফ

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Latest Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Upcoming Bikes