Haojue DR160 - পাওয়া যাচ্ছে হাওজুর সকল শোরুম ও ডিলারশপে। বাইকবিডি

This page was last updated on 18-Jan-2025 07:51pm , By Ashik Mahmud Bangla

সম্প্রতি হাওজু বাংলাদেশ তাদের লাইন আপে থাকা নেকেড স্পোর্টস মোটরসাইকেল Haojue DR160  দাম ঘোষনা করেছে । হাওজু বাইকটি ৫ম ঢাকা বাইক শোতে প্রদর্শন করে ছিল । বাইকটি বর্তমানে হাওজুর সকল শোরুম ও ডিলারশপে পাওয়া যাচ্ছে ।

Haojue DR160 - পাওয়া যাচ্ছে হাওজুর সকল শোরুম ও ডিলারশপে।

haojue dr160 review bangladesh

 Haojue DR160 বাইকটি নেকেড স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল । বাইকটির লুকস, ডিজাইন ও স্টাইল সব কিছু মিলিয়ে এটি একটি স্ট্রিট নেকেড স্পোর্টস মোটরসাইকেল । হাওজু বাংলাদেশ বাইকটির দাম ঘোষনা করেছে । বর্তমানে বাইকটির মুল্য ধরা হয়েছে , ১,৯৯,৫০০/- টাকাহাওজু ডিআর ১৬০ বাইকটি বর্তমানে হাওজুর সকল শোরুম ও ডিলার এবং ডিস্ট্রিবিউশন পয়েন্টে পাওয়া যাচ্ছে

Also Read: Haojue Bike Showroom in Sylhet: M/S.GOLDEN MOTORS

Haojue DR160 বাইকটি এর লুকস, ডিজাইন এবং স্টাইল সব কিছু একদম নেকেড স্ট্রীট স্পোর্টস মোটরসাইকেল । হাওজু এই বাইকটি ২০১৯ এ অনুষ্ঠিত হওয়া ঢাকা বাইক শোতে প্রদর্শন করেছিল । হাওজু এর জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে Haojue KA 135 এই বাইকটি স্টাইলিশ এবং একই সাথে এই সেগেমেন্টের এক মাত্র মোটরসাইকেল । হাওজুর এর অন্য একটি মোটরসাইকেল রয়েছে যেটি ক্রুজার সেগমেন্টের এবং বাইকটি স্টাইলিশ হওয়ার সাথে সাথে ডিজাইনও অনেক সুন্দর, বাইকটি হচ্ছে Haojue TR150 ।

haojue dr160 dual disc

 হাওজু এর ১৫০ - ১৬০ সিসি সেগমেন্টের এত দিন কোন মোটরসাইকেল ছিল না বা বলা চলে তারা আমদানী করেনি । তবে বর্তমানে তারা লাইন আপে নিয়ে এসেছে Haojue DR 160। বাইকটি ১৬০সিসি সেগমেন্টের অন্যতম মোটরসাইকেল হবে বলে ধারনা করা হচ্ছে । হাওজু ডিআর ১৬০ হচ্ছে ১৬০সিসি সেগমেন্টের একটি নেকেড স্পোর্টস প্যাকেজ মোটরসাইকেল । বাইকটিতে দেয়া হয়েছে ১৬২সিসি বিশিষ্ট একটি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ 15 bhp এবং 14NM টর্ক শক্তি উৎপন্ন হয় । যা এই সেগমেন্টের অন্যান্য মোটরসাইকেল গুলোর চেয়ে কোন অংশে কম নয় ।

Haojue Motorcycles At Dhaka Bike Show 2019

এবার আসা যাক লুকস এর কথায়, বাইকটির লুকস প্রথম দেখাতেই আপনাকে মুগ্ধ করবে । এর ডিজাইন ও স্টাইল সম্পূর্ন রূপে একটি স্ট্রিট নেকেড স্পোর্টস মোটরসাইকেল কে নির্দেশ করে । এছাড়াএর ডিজিটাল স্পীডোমিটার, মাসকুলার ফ্রন্ট লুকস, স্প্লিট সিট, ফ্রন্ট ও রেয়ার ডিস্ক ব্রেক সব মিলিয়ে বাইকটি পরিপূর্ন ফিচার সমৃদ্ধ ।haojue dr 160 usd suspension এত দিন হাওজু বাইকটির দাম ঘোষনা করেনি, তবে সম্প্রতি হাওজু বাইকটি দাম ঘোষনা করেছে । বর্তমানে বাইকটির মুল্য ধরা হয়েছে ১,৯৯,৫০০/- টাকা । আশা করা যাচ্ছে বাইকটির কাছাকাছি যেসকল মোটরসাইকেল রয়েছে তাদের সাথে ভাল একটা প্রতিযোগীতা হবে । ধন্যবাদ ।