FNM D2-V3 ফগলাইট তীব্র কুয়াশায় হতে পারে রাইডিংয়ের বিশ্বস্ত সঙ্গী
This page was last updated on 12-Jan-2026 03:04pm , By Badhan Roy
বাংলাদেশে বর্তমানে শীতকাল চলমান। দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের পাশাপাশি নিয়মিত মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। কুয়াশার কারনে দৃশ্যসীমা বা ভিজিবিলিটি কমে যাওয়ার কারনে বিশেষ করে রাতে রাইড করা অনেক ঝুঁকিপূর্ণ যদি না বাইকে ভাল মানের ফগলাইট ইন্সটল করা থাকে। এইক্ষেত্রে FNM D2-V3 ফগলাইট একটি ভালো সাপোর্ট হিসেবে কাজ করতে পারে।

FNM D2-V3 ফগলাইট
FNM-D2-V3 ফগলাইট ফ্ল্যাগশিপ ডুয়াল-কালার মোটরসাইকেল ফগলাইট যেটি রাইডারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ডুয়াল-বিম টেকনলজি ভাল ভিজিবিলিটির জন্য 6000K ক্ষমতাসম্পন্ন সাদা আলো এবং কুয়াশা, বৃষ্টি কিংবা বৈরি আবহাওয়া কাটাতে 3000K হলুদ আলো দেয় একই লাইটে।
আরও পড়ুনঃ FNM এর সকল লাইটের দাম

এছাড়াও উচ্চ মানসম্পন্ন তাইওয়ান এপিস্টার এলইডি চিপ দ্বারা তৈরি হওয়ায় প্রতি এক জোড়া ফগলাইট 200 মিটার পর্যন্ত লাইট ভিজিবিলিটি কভার করতে সক্ষম যা 7000 লুমেন ক্ষমতাসম্পন্ন। একটি টেকসই অ্যালুমিনিয়াম অ্যালয় শেল দ্বারা লাইটের বডিটি নির্মিত যা একই সাথে IP68 ওয়াটারপ্রুফ রেটিং সমৃদ্ধ ফলে বৃষ্টি বা ঘন কুয়াশায় ওয়াটার ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই।
FNM থেকে এই ফগলাইটের লাইফটাইম ৫০০০০+ ঘন্টা দাবি করা হচ্ছে যা একটি ভাল লাইফটাইম বলাই যায়। FNM-D2-V3 প্লাগ-অ্যান্ড-প্লে কানেক্টর এবং ডাইরেক্ট-ফিট মাউন্টিং এর জন্য ইনস্টলেশনে কোন প্রকার ঝামেলা বা ওয়ারিং পরিবর্তনের প্রয়োজন নেই। প্রতিটি বক্সে একটি ক্ল্যাম্প, LED ড্রাইভার, স্ক্রু, প্রয়োজনীয় নাট এবং বোল্ট সহ সম্পূর্ণ প্যাকেজ আকারে আসে যা কুইক সেটআপ বা ডিসমাউন্টের জন্য যথেষ্ট।

এছাড়াও FNM থেকে এই ফগলাইটের ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি থাকায় ও বিল্ট-ইন রিলে থাকায় এটির ব্যাবহারকারীরা থাকতে পারবেন সম্পূর্ণ নির্ভার। এছাড়াও আরো বিস্তারিত জানতে FNM এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।