FNM D2-V3 - বাইকারদের জন্য নতুন মডেলের পাওয়ারফুল ফগলাইট নিয়ে আসলো FNM Bangladesh

This page was last updated on 25-Aug-2025 11:16am , By Badhan Roy

যারা নিয়মিত হাইওয়েতে চলাচল করেন তাদের রাতে অনেক সময় সমস্যায় পড়তে হয়। এর মূল কারন হচ্ছে অধিকাংশ বাইকের স্টক হেডলাইট হাইওয়েতে পর্যাপ্ত আলো প্রদান করতে সক্ষম না। 

এইজন্য ভাল মানের একটি পাওয়ারফুল ফগলাইট হতে পারে এই সমস্যার সমাধান। স্বনামধন্য অটোমোটিভ ইলেক্ট্রিকাল কম্পোনেন্ট প্রস্তুতকারক ব্র্যান্ড FNM Automotive Ltd. সম্প্রতি বাংলাদেশের মার্কেটে নতুন একটি ফগলাইট মডেল লঞ্চ করেছে যার মডেল FNM D2-V3.

 FNM D2-V3 - FNM Bangladesh

FNM D2-V3 - FNM Bangladesh

FNM Automotive Ltd. এর নতুন FNM D2-V3 ফগলাইটটি মাল্টিকালার, অর্থাৎ সাদা এবং হলুদ দুই রকম আলো একসাথে লাইটটি তে থাকছে। ৭০০০ লুমেনের এই লাইটটির পাওয়ার আউটপুট ৬০ ওয়াট। লাইটটির লো বিম সাদা আলোর ও ৬০০০ কে কালার টেম্পারেচর এবং হাই বিম হলুদ রঙ এর এবং ৩০০০ কে কালার টেম্পারেচর উৎপন্ন করে থাকে। ফলে অনেক দূর পর্যন্ত বেশ ভালভাবে লাইট ছড়িয়ে যায় এবং নাইট রাইডে বেটার ভিজিবিলিটি প্রদান করে। 

Also Read: Lights Price In Bangladesh

FNM D2-V3 ফগলাইটের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি প্লাগ এন্ড প্লে, ইন্সটলেশনের জন্য বাইকের ওয়ারিং কাটা বা টেম্পার করার কোন দরকার হয় না। লাইটের সাথেই উন্নতমানের রিলে বিল্ট-ইন অবস্থায় থাকার কারনে আলাদা করে রিলে ইন্সটলের প্রয়োজন নেই এবং বাইকের ব্যাটারি এবং ওয়ারিং এর উপরেও কোনরুপ প্রভাব পড়ে না। 

এই চমৎকার ফগলাইটের দাম মাত্র ৫০০০ টাকা প্রতি জোড়া। প্রডাক্টটি অফিশিয়াল হওয়ায় সাথে থাকছে ১২ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আরো বিস্তারিত জানতে অথবা ফগলাইট টি সংগ্রহ করতে FNM Bangladesh এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন।