ইলেকট্রিক বাইক চার্জের সময় এই ভুলগুলো করলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা
This page was last updated on 08-Nov-2025 01:33pm , By Rafi Kabir
বর্তমানে ইলেকট্রিক বাইক বা ইভি স্কুটার আমাদের জীবনের খুব পরিচিত একটি যানবাহন হয়ে উঠেছে। ফুয়েল লাগে না, পরিবেশবান্ধব এবং আরামদায়ক রাইড এই সবকিছু মিলিয়ে এখন অনেকেই ইলেকট্রিক বাইকের দিকে ঝুকছেন।
কিন্তু অনেক রাইডারই জানেন না, চার্জ দেওয়ার সময় সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। ব্যাটারি বিস্ফোরণ, আগুন লাগা বা শর্ট সার্কিটের মতো ঝুঁকি এড়াতে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি।
ব্যাটারি ওভারচার্জ
অনেকেই রাতে চার্জে লাগিয়ে রেখে সকালে খুলে নেন। কিন্তু ওভারচার্জ করলে ইলেকট্রিক বাইক এর ব্যাটারির ভিতরের সেল গরম হয়ে যায় এবং রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। এতে ব্যাটারি ফুলে যেতে পারে, এমনকি বিস্ফোরণও ঘটতে পারে।
প্রতিকার

চার্জিং টাইম ম্যানুয়াল অনুযায়ী মেনে চলুন।
টাইমার ব্যবহার করতে পারেন যেন নির্দিষ্ট সময় পর চার্জ বন্ধ হয়।

চার্জ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে প্লাগ খুলে ফেলুন।
নকল চার্জার
নকল চার্জার, ঢিলা তার বা ক্ষতিগ্রস্ত কেবল দিয়ে চার্জ দিলে শর্ট সার্কিট হতে পারে। অনেক সময় এ থেকেই আগুন ধরে যায়।
প্রতিকার
শুধুমাত্র কোম্পানির অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
চার্জারের তার কাটা, পোড়া বা ছিঁড়ে গেলে সাথে সাথে বদলান।
চার্জ দেওয়ার সময় চার্জারের গরম হওয়া মনোযোগ দিয়ে লক্ষ্য করুন।
বদ্ধ জায়গায় চার্জ দেওয়া
অনেকেই ঘরের ভেতর বা বারান্দায় বদ্ধ পরিবেশে বাইক চার্জ দেন। কিন্তু লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জের সময় তাপ উৎপন্ন করে। বদ্ধ জায়গায় তাপ বেড়ে গেলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়।
প্রতিকার
বাইক সবসময় খোলা ও বায়ু চলাচলযোগ্য জায়গায় চার্জ করুন।
সূর্যের নিচে বা বৃষ্টির ভেতর কখনো চার্জ দিবেন না।

পানি বা আর্দ্রতার সংস্পর্শ
যদি চার্জিং পোর্ট বা চার্জার ভেজা থাকে, তবে ইলেকট্রিক শক অথবা শর্ট সার্কিটের ঝুঁকি থাকে।
প্রতিকার
চার্জ দেওয়ার আগে চার্জার ও পোর্ট শুকনো আছে কিনা নিশ্চিত করুন।
বৃষ্টির দিনে চার্জার প্লাগ ঢুকানোর সময় বিশেষ সতর্ক থাকুন।
নিম্নমানের ব্যাটারি বা রিপেয়ার করা ব্যাটারি
নকল বা “লোকালি রিপেয়ার করা ব্যাটারি” বেশিরভাগ সময়েই মানসম্মত হয় না। এগুলোতে Battery Management System (BMS) ঠিকভাবে কাজ করে না, ফলে চার্জের সময় অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনা ঘটাতে পারে।
প্রতিকার
শুধুমাত্র ব্র্যান্ডেড ও সার্টিফাইড ব্যাটারি ব্যবহার করুন।
ব্যাটারিতে ফুলে যাওয়া বা দুর্গন্ধ পেলে অবিলম্বে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
কানেকশন
প্লাগের সংযোগ ঢিলা হলে Sparking হতে পারে। এই স্পার্ক থেকেই আগুন লাগা বা ইলেকট্রিক শক লাগার ঝুঁকি তৈরি হয়।
প্রতিকার
প্লাগ ঢিলেঢালা কিনা দেখে নিন।
পুরনো বা ক্ষয়প্রাপ্ত প্লাগ ব্যবহার করবেন না।

তাপমাত্রার প্রভাব
Extreme Heat বা Extreme Cold দুটোই ব্যাটারির ক্ষতি করে। অতিরিক্ত গরমে ব্যাটারির সেল ভেতরে চাপ তৈরি হয়, আবার অতিরিক্ত ঠান্ডায় চার্জিং প্রক্রিয়া স্লো হয়ে যায়।
প্রতিকার
10°C থেকে 40°C তাপমাত্রার মধ্যে চার্জ করা সবচেয়ে নিরাপদ।
রোদে রাখা বাইক সরাসরি চার্জে লাগাবেন না; একটু ঠান্ডা হতে দিন।
সঠিক চার্জিং অভ্যাসের সুবিধা
সঠিকভাবে চার্জ দিলে ব্যাটারির আয়ু অনেকদিন থাকে।
পারফরম্যান্স ভালো থাকে।
দুর্ঘটনার ঝুঁকি প্রায় শূন্যে নেমে আসে।
ইলেকট্রিক বাইক পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং আধুনিকন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু Charging Safety উপেক্ষা করলে এই সুবিধাগুলো মুহূর্তেই বিপদে পরিণত হতে পারে।
তাই, সবসময় সতর্ক থাকুন, সঠিক নিয়মে চার্জ দিন, এবং প্রয়োজনে কোম্পানির দেওয়া নির্দেশ ভালোভাবে পড়ে নিন।