বিশ্বের ৫ টি দ্রুত গতির মোটরসাইকেল

This page was last updated on 13-Jan-2025 12:13pm , By Shuvo Bangla

বিশ্বের ৫ টি দ্রুত গতির মোটরসাইকেল

বাইক মানেই হল গতি । প্রত্যেক চালকই তার বাইকটিকে উচ্চ গতিতে চালাতে ভালবাসে । যদিও “বাইকবিডি” বলতে শুধুমাত্র বাংলাদেশের বাইকগুলোকেই বুঝায় কিন্তু গতি প্রেমিদের জন্য আমরা আজ আলোচনা করবো বিশ্বের পাঁচটি দ্রুত গতির মোটরসাইকেল নিয়ে।

five fastest  in the world


Also Read: বিশ্বের ৫ টি দ্রুত গতির মোটরসাইকেল

১. দা ডজ টমহক 

এটি হল v-10  ভিত্তিক একটি দ্রুত গতির বাইক । অন্য বাইকগুলোর মত নয় ,এতে রয়েছে চারটি চাকা ও ৫০০ হর্স পাওয়ারের ইঞ্জিন । সারাবিশ্বে এ ধরনের মাত্র ১০ টি বাইক বানানো হয়েছে এবং প্রত্যেকটি বিক্রয় করা হয়েছে প্রায় ৫,৫৫,০০০ ডলার দামে। এটি মাত্র ১.৭৫ সেকেন্ডে ০-৬০ কিলোমিটার গতি তুলতে পারে ।

বৈশিষ্ট্যঃ  

ইঞ্জিনঃ   ১০ সিলিন্ডার ,৯০ ডিগ্রি, ভি টাইপ 

সর্বোচ্চ গতিঃ  ৩৫০ মাইল প্রতি ঘণ্টায় বা ৫৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়

ক্ষমতাঃ ৫০০ হর্স পাওয়ার @ ৫৬০০ আর.পি.এম  

five fastest  in the world

২.সুজুকি হায়াবুসাঃ

দ্রুত গতির মোটরসাইকেলের তালিকায় এটি ২য় স্থানে রয়েছে । এর নাম নেয়া হয়েছে জাপানি নাম “পারজেরিন ফ্যালকন” থেকে । এটি এমন একটি পাখিকে নির্দেশ করে যা প্রতি ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে ছুটতে পারে । এটি একই সাথে  শিকারি পাখিকেও নির্দেশ করে ।           জি.এস.এক্স১৩০০আর কে বলা হয়  হায়াবুসার প্রথম প্রজন্ম । এতে রয়েছে ১২৯৯ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন ।

Also Read: Top 5 100cc Motorcycles in Bangladesh

বৈশিষ্ট্যঃ 

ইঞ্জিনঃ   ১৩৪০ সিসি, ৪-স্ট্রোক, ৪ সিলিন্ডার, লিকুইড কুল্ড ।

সর্বোচ্চ গতিঃ  ২৪৮ মাইল বা ৩৯৭ কিলোমিটার প্রতিঘন্টায়

ক্ষমতাঃ  ১৯৭ হর্স পাওয়ার @ ৬৭৫০ আর.পি.এম

five fastest  in the world Also Read: 80cc সেরা পাচটি মোটরসাইকেল বাংলাদেশে

৩. এমটিটি টারবাইন সুপার বাইকঃ 

এর সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ১২৭ মাইল প্রতি ঘণ্টায় । গিনেজ বুক অনুসারে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দ্রুত গতির বাইক ।

 বৈশিষ্ট্যঃ 

ইঞ্জিনঃ  রোলস-রয়েলস ২৫০-সি ২০ টার্বো শ্যাফট 

সর্বোচ্চ গতিঃ ২২৭ মাইল বা ৩৬৫ কিলোমিটার প্রতিঘন্টায়  

ক্ষমতাঃ ৩২০ হর্স পাওয়ার @ ৫২০০ আর.পি.এম

five fastest  in the world

৪. হোন্ডা সি.বি.আর ১১০০  এক্স এক্স ব্লাকবার্ডঃ

এই মোটরসাইকেলটি বিশ্বের সবচেয়ে দ্রুত উৎপন্ন হওয়া মোটরসাইকেলের খেতাব  বিখ্যাত কাওয়াসাকি জেড.এক্স-১১ হতে ছিনিয়ে নিয়েছিল । এটি মূলত হাইপার স্পোর্ট সিরিজের শুরুর দিকের বাইক । এ ধরনের বাইকের বাজার খুব দ্রুত প্রসারিত হয়েছিল । ব্লাকবার্ড আশ্চর্যজনক মসৃণতা পেয়েছিল এতে ডুয়েল ব্যাল্যান্স শ্যাফট থাকার কারণে । অন্যান্য বাইকের তুলনায় অধিক মসৃণ ও নিরাপদ হলেও এটি আমেরিকায় বিক্রি হয়নি ।

বৈশিষ্ট্যঃ  

ইঞ্জিনঃ  ১১৩৭ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন, ৪ সিলিন্ডার 

সর্বোচ্চ গতিঃ  ১৯০ মাইল বা ৩১০ কিলোমিটার প্রতিঘন্টায়

ক্ষমতাঃ ১৫৩ হর্স পাওয়ার @ ১০,০০০ আর.পি.এম

৫. এমভি অগাস্টা এফ-৪ ১০০০ আরঃ

এটি বাজারে ছাড়া হয়েছিল ২০০৬ সালে । এতে আছে অত্যাধুনিক ব্রেম্বো মনবোলিক রেডিয়াল ব্রেক,শক্ত কালো ব্রেম্বো চাকা এবং উন্নত শক অ্যাবজরবার   টিএসএস সিস্টেম এই উচ্চ গতির বাইকে ব্যবহার করা হয়নি .

 বৈশিষ্ট্যঃ 

ইঞ্জিনঃ  লিকুইড কুল্ড, ৪- সিলিন্ডার, ১৬  রেডিয়াল ভালভস

সর্বোচ্চ গতিঃ  ১৮৫ মাইল বা ২৯৯ কিলোমিটার প্রতিঘন্টায়

ক্ষমতাঃ ১৭৪ হর্স পাওয়ার

 আশা করি বিশ্বের এই পাঁচটি দ্রুত গতির বাইক আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশের রাস্তায় দেখতে পাব।