Ducati Streetfighter V4 - ২০০ এর অধিক হর্সপাওয়ার যুক্ত বাইক । বাইকবিডি
This page was last updated on 14-Jan-2025 08:36pm , By Ashik Mahmud Bangla
জনপ্রিয় ইতালিয়ান ব্রান্ড ডুকাটি তাদের নতুন Ducati Streetfighter V4 বাইকটি খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে। আশাকরা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে আমরা বাইকটির দেখা পাবো। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ২০০ হর্স পাওয়ারের চাইতে বেশি শক্তিশালি ইঞ্জিন। বাইকটি স্ট্রিট বাইকের সিরিজে নতুন চমক যুক্ত করতে চলেছে।
Ducati Streetfighter V4 - ২০০ এর অধিক হর্সপাওয়ার যুক্ত বাইক । বাইকবিডি
Also Read: Ducati bike price in Bangladesh
Ducati আন্তজার্তিক বাজারে বেশ জনপ্রিয়। ইতালিয়ান এই বাইক কম্পানির বাইকগুলো বাইকপ্রেমীদের মনে বেশ শক্ত অবস্থান তৈরি করে আছে অনেকদিন থেকেই। আমাদের সবার প্রিয় ইয়ামাহা আর ১ বাইকটি ২০০ হর্স পাওয়ারের, কিন্তু Ducati Streetfighter V4 বাইকটি ২০০ এর অধিক হর্স পাওয়ার যুক্ত। বাইকটি নিঃসন্দেহে স্ট্রিট বাইকপ্রেমী মানুষের পছন্দের তালিকায় বেশ শক্ত একটা অবস্থান তৈরি করবে।
Also Read: Ducati SuperSport 950 Price In Bangladesh | BikeBD
ডুকাটি ২০০৯ সালে সর্বপ্রথম তাদের স্ট্রিট ফাইটার বাইকের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। এই মোটরসাইকেলটি বানানো হয়েছিলো সুপার বাইক ক্যাটাগরিতে। বাইকটিতে ব্যবহার করা হয়েছিলো ১১০০ সিসির ইঞ্জিন। ২০০৯ সালে ডুকাটির স্ট্রিটফাইটার বাইকটি বেশ আলোড়ন সৃষ্টি করে।
ডুকাটির এই সুপার স্ট্রিট বাইকটিতে ব্যবহার করা হয়েছে ২০৮ হর্স পাওয়ার @ ১২,৭৫০ আরপিএম যুক্ত ১,১০৩ সিসির Desmosedici Stradale ইঞ্জিন।
Also Read: Ducati Streetfighter V4 Price In Bangladesh | BikeBD
ডুকাটির মতে তাদের Streetfighter V4 বাইকটি খুব অল্প সময়ে আলোড়ন সৃষ্টি করবে। বাইকটিকে এক কথায় ইঞ্জিন শক্তির রাজা বলা যেতে পাবে।
শহরের রাস্তায় ছুটে বেড়ানোর জন্য Ducati Streetfighter V4 বাইকটিতে যুক্ত করা হয়েছে ১২৪ নিউটন মিটার টর্ক। এর ফলে যে সকল স্ট্রিট্ররাইডার ডুকাটি স্ট্রিটফাইটার ভি ৪ বাইকটি ব্যবহার করবেন তারা নিঃসন্দেহে এক ধাপ এগিয়ে থাকবেন।
Also Read: Ducati Monster 821 Price in Bangladesh | BikeBD
Ducati Streetfighter V4 বাইকটি বানানো হয়েছে অনেকগুলো বৈশিষ্ট্যের সমন্বয় সেজন্য এই বাইকটি হবে অন্যান্য স্ট্রিটফাইটার বাইক থেকে কিছুটা ভিন্ন।
Also Read: Ducati Monster SP Price in Bangladesh
এই বাইকটিতে যুক্ত করা হয়েছে নতুন এবং অত্যাধুনিক সব ফিচার। এর ফলে বাইকটির দাম হবে তুলনামূলক কিছুটা বেশি।
আমারা আশা করতে পারি Ducati Streetfighter V4 বাইকটির মূল্য 20,000 ডলারের আশেপাশে থাকবে। যদিও এটি একটি মোটা অঙ্কের পরিমাণ। তবে বাইকটির কিছু গুণ আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে।
Also read: সর্বশেষ Ducati bike price in Bangladesh বাইক নিউজ বাংলাদেশ
কিছু প্রশ্নঃ
- ডুকাটি কোন দেশের বাইক? উত্তরঃ ডুকাটি একটি ইতালিয়ান বাইক।
- বাংলাদেশে কি ডুকাটির বাইক আছে? উত্তরঃ না। বাংলাদেশে ডুকাতির কোন বাইক নেই।
- ডুকাটির সবচেয়ে জনপ্রিয় বাইক কোনটি? উত্তরঃ আন্তজার্তিক বাজারে ডুকাটির অধিকাংশ বাইক বেশ জনপ্রিয়, তবে এর মধ্যে ডুকাটি পেনিগেল খুব বেশি জনপ্রিয়।
- স্ট্রিটফাইটার ভি ৪ বাইকটির সেরা দিক কোনটি? উত্তরঃ ২০০ হর্স পাওয়ারের চাইতে বেশি শক্তিশালি ইঞ্জিন এর প্রধান সেরা দিক।
Also Read: Ducati Hypermotard 950 Price In Bangladesh
আমাদের ডুকাটি থেকে Ducati Streetfighter V4 বাইকটির অফিসিয়াল মূল্যের জন্য অপেক্ষা করতে হবে। তবে, আশাকরা যাচ্ছে অপেক্ষাটি খুব বেশি দীর্ঘ সময় করতে হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে ডুকাটির বাইকগুলো আসে না। এটা আমাদের দেশের বাইকদের জন্য দুক্ষজনক একটা ব্যাপার।