শুরু হয়েছে CFMOTO 250SR এর নতুন কালারের প্রি-বুকিং
This page was last updated on 20-Sep-2025 12:52pm , By Arif Raihan Opu
সিসি লিমিট বৃদ্ধির পরে বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে অন্যতম জনপ্রিয়তা লাভ করেছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ব্র্যান্ড CFMOTO। তাদের জনপ্রিয়তার শীর্ষে আসার মূল কারন হচ্ছে তাদের বাইকার ফ্রেন্ডলি এক্টিভিটিজ এবং রিজনেবল প্রাইসের সাথে স্পেয়ার ও আফটার সেলস সার্ভিস। ফুল ফেয়ারড স্পোর্টস সেগমেন্টে তাদের 250SR এবং 300SR মডেল দুইটি বাইকাররা ইতিমধ্যেই বেশ পছন্দ করেছেন।
CFMOTO 250SR নতুন কালার

বাইকারদের জন্য তাই CFMOTO 250SR মডেলের আকর্ষণীয় রিভালরি বা কালার গ্রাফিক্স এর কম্বিনেশন আনার ঘোষণা দিয়েছে CFMOTO Bangladesh। সম্প্রতি তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানা গেছে তারা নিউ এরাইভাল এলার্ট হিসেবে বাইকটি খুব শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এমন ইঙ্গিত দিয়েছে।
Also Read: Motorcycle Price In Bangladesh

নতুন এই রিভালরি বা কালার গ্রাফিক্স এর নাম দেওয়া হয়েছে Orange edition যা আন্তর্জাতিক ভাবে Race Editon নামেও পরিচিত। বাইকটি বর্তমানে প্রি-বুকিং নেয়া হচ্ছে। তবে খুব লিমিটেড স্টকে বাইকটি নিয়ে আসা হবে, তাই আপনার যদি এই কালারটি পছন্দের হয়ে থাকে তবে দ্রুত বাইকটি প্রি-বুকিং করতে পারেন।
কমলা এবং নীলের কম্বিনেশনের সাথে CFMOTO লোগো ও তাদের মটোজিপি পার্টনারদের ব্র্যান্ডিং সব মিলিয়ে বাইকটির লুক আরো বেশি এগ্রেসিভ হয়েছে এবং এটাকে যদি মটোজিপি ফ্যান এডিশন হিসেবে তুলনা করা হয় তাও ভুল হবে না।

ইতিমধ্যেই এই লিমিটেড এডিশন বাইকটির প্রি-বুকিং শুরু হয়েছে। সূত্র অনুযায়ী বাইকটির স্টক সীমিত, তাই যারা CFMOTO এর এইরকম আকর্ষণীয় রিভালরি, গ্রাফিক্স বা এডিশনের বাইকের জন্য আগ্রহী ছিলেন তারা দ্রুত আপনার প্রি-বুকিং টি নিশ্চিত করে ফেলুন।
প্রি-বুকিং সহ অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য CFMOTO Bangladesh এর শো-রুমে যোগাযোগ করুন।
