Bajaj Pulsar 150 ৭ বছরের রাইডিং অভিজ্ঞতা - হিমেল
This page was last updated on 08-Oct-2025 04:22pm , By Md Kamruzzaman Shuvo
আমি হিমেল , আজ আপনাদের সাথে আমি আমার Bajaj Pulsar 150 বাইকের মালিকানা রিভিউ শেয়ার করবো । ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একদিন নিজের বাইক নিয়ে পুরো পৃথিবী ঘুরে দেখবো ইন শা আল্লাহ একদিন সেই স্বপ্ন পূরণ করবো।

সেই স্বপ্নের প্রথম ধাপ ছিল নিজের একটি বাইক কেনা। শুরুতে আমার হাতে ছিল মাত্র ১ লাখ টাকা। আমার মামা আমাকে অনেক সাপোর্ট করেন, এবং তিনি আগে যেই বাইকটি ব্যবহার করতেন, সেটিই আমি কিনে নেই। বাইকটি তখন প্রায় নতুন, মাত্র ৩,১২০ কিলোমিটার রানিং ছিল।
যেদিন প্রথম বাইকটা হাতে পেলাম, ট্যাঙ্কে ফুল তেল ছিল । সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব না। তখন থেকেই নিজের হাতে যত্ন নিয়ে ব্যবহার করছি এই বাইকটি।

যত্ন ও সার্ভিসিং অভ্যাস -
গত ৭ বছর ধরে নিয়মিতভাবে বাইকটি চালাচ্ছি, এখন পর্যন্ত রানিং ৭০,০০০+ কিলোমিটার । আমি সবসময় চেষ্টা করি প্রতি ৩-৪ মাস পর পর সার্ভিস করাতে, কারণ আমি বিশ্বাস করি যত্ন করলে বাইক সবসময় ভালো থাকে।

ভালো দিকগুলো -
- মজবুত ও হেভি বাইক: ছোটখাটো ক্র্যাশ হলেও তেমন ক্ষতি হয় না।
- ফুয়েল ইফিশিয়েন্ট: ট্যাঙ্কে তেল কম খরচ করে, এখনো ৪৫+ মাইলেজ পাচ্ছি।
- লং ট্যুর ফ্রেন্ডলি: দীর্ঘ রাইডেও পারফরম্যান্স ধরে রাখে।
- কন্ট্রোল ভালো: হ্যান্ডেল বেশ আরামদায়ক, সিটি রাইডে সহজে কন্ট্রোল করা যায়।
উন্নতির জায়গা -
- সিট একটু শক্ত, লং রাইডে কোমরে ব্যথা হয়। যদি সিটটা কিছুটা নরম করা যেত তাহলে আরও আরামদায়ক হতো।
- ব্রেক পারফরম্যান্স: সামান্য উন্নতি দরকার, তাহলে বাইকটি একদম নিখুঁত বলা যেত।
রাইডিং এক্সপেরিয়েন্স -
- সিটি রাইডে: হ্যান্ডেল কমফোর্টেবল, ক্লোজ কল পরিস্থিতিতেও সহজে হ্যান্ডেল করা যায়।
- লং রাইডে: ভীষণ উপভোগ্য, যদিও সিট হার্ড হওয়ায় একটু সমস্যা হয়।
এখন পর্যন্ত আমি বাংলাদেশের ১৫টি জেলা ঘুরেছি এই বাইক নিয়ে। সামনে বান্দরবান ও বরিশাল ট্যুর এর পরিকল্পনা আছে, সেই সঙ্গে সিট কাস্টমাইজ করার চিন্তাও করছি।
আমার অভিজ্ঞতায়, Bajaj Pulsar সত্যিই একটি নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী বাইক। যারা মাঝারি বাজেটে ভালো পারফরম্যান্সের বাইক খুঁজছেন, আমি অবশ্যই এই বাইকটি রিকমেন্ড করবো। আমি এই বাইক বিক্রি করবো না, কারণ এটা শুধু যাতায়াতের মাধ্যম নয় আমার স্বপ্নপূরণের সঙ্গী। ইনশাআল্লাহ একদিন এই বাইক নিয়েই পুরো বাংলাদেশ ঘুরবো। ধন্যবাদ ।
লিখেছেনঃ হিমেল
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
