Bajaj Discover 125 বাইকের সাথে রাইডিং অভিজ্ঞতা - রিফাত

This page was last updated on 30-Jul-2024 05:49pm , By Shuvo Bangla

আমি তাওসিফ মাহমুদ রিফাত । আমার বাসস্থান ঝিনাইদহ মহেশপুর । বাইক না থাকার পরেও আজ আমি Bajaj Discover 125 বাইকের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।

আমার সত্যি বলতে কোনো বাইক নেই সবসময়ই চাচাতো ভাই এর বাইক রাইড করি । বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতার কথা বলতে পারবো তবে বাজাজ এর শোরুম থেকে বাইক কেনার অনুভুতি এখন শেয়ার করতে পারছিনা । এক কথায় বাইকটা তার থেকে আমিই বেশি রাইড করি । আমার চাচাতো ভাই এর বাইকটি ছোটো খাটো টুর দেওয়ার জন্য সুন্দর, ভালো মাইলেজ সমৃদ্ধ বাইক ।

bajaj discover 125

Bajaj Discover 125 বাইকের সাথে রাইডিং অভিজ্ঞতা - রিফাত


আমি যেভাবে বাইকটি চালিয়েছি ঠিক সেভাবেই আমাকে ভালো পারফরমেন্স দিয়েছে আবার কোন কোন বিষয় অনেক হতাশ করেছে। আজকে আমি আমার চাচাতো ভাই এর বাইকের ভালো লাগা এবং মন্দ লাগা বিষয়গুলো তুলে ধরবো।

ডিজাইনের দিক দিয়ে আমার কাছে এই বাইকটি অনেক ভালো লেগেছে। বাইকটি ১২৫ সিসি হিসেবে দেখতে অনেক সুন্দর পাশাপাশি এর যে বিল্ড কোয়ালিটি সেটাও অনেক মজবুত এবং টেকসই। আমি এই মজবুত বিল্ড কোয়ালিটির কারণে রাইড করার সময় কোন বাধা পাই না অনেক ঝামেলাবিহিনভাবে রাইড করতে পারি।

চালিয়ে অনেক আরাম পাই। সিটিং পজিশন অনেক আরামদায়ক এবং সিটিং পজিশনের সাথে মিল রেখে এর হ্যান্ডেলবারটা সঠিক স্থানে স্থাপন করার ফলে চালিয়ে খুব কম ক্লান্তি আসে। দীর্ঘক্ষণ রাইড করেও আমি কোন ক্লান্তি অনুভব করি না। এদিকে সুইচগুলো অনেক ভালো কাজ করে এবং রাতের বেলা হেডল্যাম্প থেকে আমি যথেষ্ট পরিমাণে আলো পাই।

সব কিছু মিলিয়ে আমার কাছে আরামের দিক দিয়ে বাজাজ এর এই বাইকটি অনেক ভালো মনে হয়েছে। ১২৫ সিসির এই বাইকটি একটা খারাপ দিক আমি লক্ষ্য করেছি যে বেশি স্পীড অনেক ভাইব্রেশন দেয় এবং কন্ট্রোল তেমন ভালো পাওয়া যায় না। ব্রেকিং ও সাসপেনশন অনেক ভালো কাজ করে। ভালো সাসপেনশন থাকার ফলে আমি খারাপ রাস্তাতে অনেক কম ঝাঁকুনি অনুভব করি।


টায়ার মোটামুটি ভালো আছে এবং গ্রিপগুলো অনেক কাজের যা আমাকে ভালো ব্যালেন্সিং নিশ্চিত করে। ইঞ্জিনের পারফরমেন্স এখনও অনেক ভালো কিন্তু আমি একটা সমস্যা পেয়েছি সেটা হলো বেয়ারিং এর সমস্যা এছাড়া আর কোন সমস্যা আমি অনুভব করিনি।

ইঞ্জিনের ভালো পারফরমেন্সের পাশাপাশি আমি খুব ভালো মাইলেজ পাচ্ছি। আমি এখন লিটারে প্রায় ৬০ কিলোমিটার মাইলেজ পাচ্ছি। মাইলেজ নিয়ে আমি কিছু বলবো না কারণ এর মাইলেজ অসাধারণ।

আমি তাদের সার্ভিস পয়েন্টে গিয়েছি কিন্তু তাদের সার্ভিস করার মান এবং আচরণ আমার কাছে খুব সুবিধার মনে হয়নি। কারণ আমি যে সমস্যা নিয়ে যাই সে সমস্যা তারা ঠিক মত সমাধান করতে পারেন না এবং গ্রাহকদের সাথে মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করে। আশা করি বাজাজ তাদের সার্ভিস এর বিষয়টা নজরে নিবে ।

bajaj discover 125Bajaj Discover 125 বাইকের ভালো দিক -

  • আসাধারণ মাইলেজ
  • চালিয়ে অনেক আরামদায়ক

Bajaj Discover 125 বাইকের খারাপ দিক -

  • চেইন থেকে একটা বাজে শব্দ হয়

বাইকটির বাজারমুল্য আমার কাছে মোটামুটি ঠিক মনে হয়েছে আরেকটু কম হলে ভালো হত। আমার কাছে আগ্রহী ক্রেতাদের জন্য পরামর্শ থাকবে যে – বাইকটা অনেক ভালো তাই আশা করি এটা কিনলে ঠকবেন না। ধন্যবাদ।

 

লিখেছেনঃ তাওসিফ মাহমুদ রিফাত 

 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo S01

Revoo S01

Price: 0.00

TAILG Jidi

TAILG Jidi

Price: 0.00

Vida Z

Vida Z

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo S01

Revoo S01

Price: 0.00

Vida Z

Vida Z

Price: 0.00

Hero Xtreme 250R

Hero Xtreme 250R

Price: 0.00

View all Upcoming Bikes