৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল
This page was last updated on 31-Jul-2024 05:21pm , By Raihan Opu Bangla
বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন এবং এই উপলক্ষ্যে নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল
প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৫ জানুয়ারী মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে ভোটের পর দিন ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত।
৫ জানুয়ারী রাত ১১:৫৯ মিনিটের পর থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অপর দিকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৮ জানুয়ারি মধ্যরাত মানে ১১:৫৯ পর্যন্ত। আগামী ৯ জানুয়ারী সকাল থেকে মোটরসাইকেল আবার স্বাভাবিক নিয়মে চলাচল করতে পারবে।
এছাড়া এই প্রজ্ঞাপন ও আদেশে বলা হয়েছে যে, এই নির্দেশনা ও নিষেধাজ্ঞা কিছু কিছু জায়গাতে শিথিল থাকবে –
এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিষেধাজ্ঞার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের চলাচলে কোনো বাধা নিষেধ থাকছে না। আর জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচলে কোনোরূপ বাধা নেই।
কিন্তু বিমানের টিকিট দেখানো সাপেক্ষে দেশে আসা এবং বিদেশে যাওয়া ব্যক্তির আত্মীয়স্বজনদের বিমানবন্দর আনা-নেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন চলাচলে বাধা থাকবে না। দূরপাল্লার যাত্রীদের আনা-নেওয়ার জন্য ব্যবহৃত যানবাহন চলতে বাধা নেই। তবে টিকিট দেখাতে হবে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত ভোটের এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ এবং ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
তবে এই নির্দেশ প্রার্থী, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
প্রতিবেদনঃ স্টাফ রিপোর্ট