৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ইয়ামাহা বাংলাদেশ আয়োজন করেছে ফটো কন্টেস্ট
This page was last updated on 06-Nov-2023 05:37am , By Arif Raihan Opu
বাংলাদেশে প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকে ব্র্যান্ড গুলোর মধ্যে ইয়ামাহা মোটরসাইকেল অন্যতম। এ সি আই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি তারা ৭ বছর পূরণ করেছে। এই বর্ষপূর্তি উপলক্ষ্যে ইয়ামাহা তাদের কাস্টোমার ও শুভাঙ্ক্ষীদের জন্য নানা আয়োজন নিয়ে এসেছে।
ইয়ামাহা আয়োজন করতে যাচ্ছে তাদের ৭ম বর্ষপূর্তি


এ সি আই মটরস্ এর সাথে ইয়ামাহার ৭ম বর্ষপুর্তিতে এবার উৎসব হবে সবার সাথে, তাই ইয়ামাহা বাংলাদেশ শুরু করেছে ফটো কন্টেস্ট। আপনি আপনার প্রিয় ইয়ামাহা মোটরসাইকেল এর সাথে তোলা বেস্ট মোমেন্টের ছবিটি শেয়ার করুন ইয়ামাহা এর সাথে।
এই পোস্টের কমেন্টে এবং লাইকের উপর ভিত্তিতে প্রথম ৩ জনকে দেওয়া হবে SMK হেলমেট, ইয়ামাহা ইয়ারফোন, স্পেশাল গিফটবক্স এবং সেই সাথে প্রথম ২০ জন পাচ্ছেন ইয়ামাহার ৭ম বর্ষপুর্তি সেলিব্রেশন উপভোগ করার সুযোগ এবং পরবর্তী ২০ জন পাচ্ছেন "৭ বর্ষপূর্তি এক্সেলারেশন টি-শার্ট’’। এই প্রতিযোগী চলবে আগামী ৭ নভেম্বর ২০২৩ পর্যন্ত।

এই প্রতিযোগীতায় অংশ গ্রহনের নিয়মাবলীঃ
- এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে আপনার প্রিয় ইয়ামাহা মোটরসাইকেল এর সাথে তোলা বেস্ট মোমেন্টের ছবি শেয়ার করুন ইয়ামাহার প্রতিযোগীতা পোস্টের কমেন্টে।
- ইয়ামাহা মোটরসাইকেল-টি প্রতিযোগিতায় অংশগ্রহনকারীর নামে নিবন্ধিত থাকতে হবে এবং তা ইয়ামাহা অথরাইজড ডিলার থেকে ক্রয়কৃত হতে হবে।
- যে কোন ধরনের অটো-লাইক, প্রমোশনাল লাইক এবং আন-ন্যাচারাল লাইক প্রতিযোগিতার অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।
- যে কোন ধরনের বিদেশি নাম বা বিভ্রান্তিকর নামের ফেসবুক আইডি থেকে অংশ নেওয়া যাবে না।
- কমেন্ট করার শেষ সময় ৭ নভেম্বর ২০২৩ পর্যন্ত।
- এ সি আই মটরস্ এই ক্যাম্পেইনের যেকোনো সংযোজন, সংবর্ধন এবং পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
এছাড়া এই প্রতিযোগীতা সম্পর্ক যেকোন তথ্য জানার জন্য ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করুন। আর মোটরসাইকেলের দাম, সর্বশেষ খবর ও টিপসের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
 
    
 
           
                     
 
                                                       
                                                     
                                                       
                                                     
                                                       
                                                     
                                                       
                                                     
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                