৬ষ্ঠ বাংলাদেশ বিল্ডকন আন্তর্জাতিক এক্সপো ২০২২-বসুন্ধরা আয়োজিত
This page was last updated on 22-Nov-2023 08:38am , By Arif Raihan Opu
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছিল ৬ষ্ঠ বাংলাদেশ বিল্ডকন আন্তর্জাতিক এক্সপো ২০২২। এটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বি২বি ট্রেড শো যেখানে আর্কিটেকচার, বিল্ডিং ম্যাটারিয়ালস, কনস্ট্রাকশন, এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের সকলে অংশগ্রহণ করে থাকে। এই ইভেন্টে টোটাল টুলসও অংশগ্রহণ করেছিল।

বাংলাদেশ বিল্ডকন আন্তর্জাতিক এক্সপো
বাংলাদেশে বিল্ডকন আন্তর্জাতিক এক্সপো আর্কিটেকচার, বিল্ডিং, কনস্ট্রাকশন, এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের অন্যতম শো যেখানে প্রতিটি কোম্পানি তাদের নিজস্ব স্বকীয়তা নিয়ে হাজির হয়।

গত ২৪, ২৫ এবং ২৬ নভেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ৬ষ্ঠ বাংলাদেশ বিল্ডকন আন্তর্জাতিক এক্সপো ২০২২ অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে দেশের বড় বড় অনেক প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এদের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে টোটাল টুলস।
টোটাল টুলস এই তিন দিনের ইভেন্টে তাদের টুলস সমূহ প্রদর্শন করে। এখানে কাস্টোমারদের জন্য আলাদা ভাবে তারা একটি জোন তৈরি করেছিল। যেখানে কাস্টোমাররা টুলস ক্রয়ের আগে সেগুলো টেস্ট করার সুযোগ পেয়েছিলেন।

টোটাল টুলসের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী দামে মান সম্মত টুলস কাস্টোমারদের প্রদান করা। সেই লক্ষ্যে টোটাল টুলস শোরুম করেছে। যাতে করে কাস্টোমাররা সহজে তাদের টুলস গুলো ক্রয় করতে পারেন।
মানসী করপোরেশন বাংলাদেশে টোটাল টুলসের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। টোটাল টুলস কাস্টোমার সার্ভিস থেকে শুরু করে কাস্টোমারদের সকল প্রকার সহযোগিতায় সব সময় এগিয়ে এসেছে।
