২য় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বগুড়া বাইক শো ও মোটর শো ২০২৩

This page was last updated on 18-Jan-2025 02:48pm , By Raihan Opu Bangla

হ্যালো বাইকার্স! আপনারা সবাই অধির আগ্রহ নিয়ে আপেক্ষায় আছেন কবে আবার বড় কোন ইভেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। আর বেশি দেরি নয় এই বছরের সেপ্টেম্বরে আয়োজিত হতে যাচ্ছে ২য় বগুড়া বাইক শো এবং মোটর শো ২০২৩।

২য় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বগুড়া বাইক শো ও মোটর শো


গত বছর বগুড়ায় প্রথম বারের মতো এই শো এর আয়োজন করা হয়। এবার দ্বিতীয় বারের মতো আয়োজন করা হবে। এই শো এর আয়োজক হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অটোমোবাইল এক্সপো। গত বারের মতো এবারও তারা অনেক বড় আকারে এই আয়োজন করতে যাচ্ছে। 

এই বছরের সেপ্টেম্ববরের ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত আয়োজিত হবে ২য় বগুড়া বাইক শো এবং মোটর শো ২০২৩।  বগুড়ার মম ইন কনভেনশ সেন্টারে আয়োজন করা হবে ২য় বগুড়া বাইক শো এবং মোটর শো – ২০২৩।

Also Read: সেমস গ্লোবাল আয়োজন করছে ‘১৩তম ঢাকা মোটর শো-২০১৮

বাইকবিডি এই বাইক ও মোটর শো এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকবে। এছাড়া স্পন্সর হিসেবে থাকছে পিএইচপি অটোমোবাইলস, রিপন অটো, হাসান রাবার ইন্ডাস্ট্রিজ।

বাইক ও মোটর শো তে শুধু মাত্র বাইক বা মোটর শো করা হবে এমন নয়। এখানে বাইক ও মোটর এর সাথে থাকছে এই ইন্ডাস্ট্রি এর সাথে সম্পর্কিত সকল শো। থাকছে আমন্ত্রিত অতিথী ও দর্শকদের জন্য নানা ধরনের আয়োজন। 

আমরা আশা করছি এই আয়োজন সকল বাইকার ও মোটর এর সাথে সম্পৃক্ত সকলকে একই ছাদের নিচে নিয়ে আসবে। আর এই আয়োজন দেশের অন্যান্য এলাকাতেও আয়োজন করা হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ। 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes